প্রথমে সবাইকে এই শীতের পিঠা খাওয়ার শুভেচ্ছা। 😀 আশা করি আপনাদের শীত ভালই কাটছে আমার মতো।
যাই হোক আজকে আমি যে software এর কথা জানাব তার নাম হলো Dynamic PHOTO HDR v4.65 যা Portable এবং মাত্র 16.54 MB।
আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR ( হাই ডায়নামিক রেজ্ঞ ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফার রা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।
HDR ইফেক্ট দেওয়ার আগে:
ইফেক্ট দেওয়ার পরেঃ
ইফেক্ট দেওয়ার আগেঃ
ইফেক্ট দেওয়ার পরেঃ
আগেঃ
পরেঃ
আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।
এই জন্য যা করতে হবেঃ
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
Download link
or
এই software টি portabole তাই install এর ঝামেলা নেই।
এখন এটি run করুন।
step 1:
Create HDR file এ click করুন।
তারপর add image এ click করুন।
ছবি select করে ok দিন। JPG file এর জন্য আর কিছু করা লাগবে না।
তবে Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে।
Step 1 এর কাজ শেষ করে Step 2 তে যান।
Step 2:
Tone Map HDR file এ click করুন।
এখান থেকে আপনি আপনার ছবিতে অনেক কিছুই করতে পারবেন। আশা করি আর বেশি বলা লাগবে না। সব কাজ শেষ করে FULL এ click করুন। ব্যস কাজ শেষ।
যদি কোন অসুবিধা হয় তবে comment এ জানাবেন।
আরেকটা কথা বলে রাখি আমাদের ওয়েবওয়্যার মাস্টার টিনটিন ভাই এই HDR ইফেক্ট নিয়ে Tune করেছিলেন যেখানে অনলাইনে HDR ইফেক্ট দেয়ার কথা বলা হয়ে ছিল। তবে দুঃখের কথা হলো ঐ সাইট এখন কাজ করে না। টিনটিন ভাইয়ের টিউনটি দেখতে এখানে click করুন। আপনার ডিজিটাল ফটোগ্রাফিতে এইচডিআর ইফেক্ট দিন অনলাইনে
আজকের টিউনটি করতে আমার বেশ কষ্ট এবং সময় লেগেছে। আপনাদের যদি কাজে লাগে তবেই আমার কষ্ট সফল হবে। তাই কেমন লাগলো জানাবেন।
সবাইকে ধন্যবাদ।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
কাজের জিনিস