সহজ পাঠ:- Macro lens দিয়ে লাইফ সাইজ ফটো

Macro lens - এই লেন্সকে জানতে হলে আগে জানা দরকার ম্যাক্রো ফটোগ্রাফি কাকে বলে। এটা হল ক্লোজ-আপ ফটোগ্রাফি। খুব নিকটের বস্তুর ছবি তোলার ব্যাপার। শুধু তাই নয়, এক্ষেত্রে, যে বস্তুর ছবি তোলা হচ্ছে, সেই বস্তুর যে সাইজ, ফিল্মেও সেই একই সাইজের ছবি গৃহীত হবে। 1:1 ratio, বস্তু এবং তার ফিল্মে তার ছবির সাইজ এক। সাধারন ম্যাক্রো লেন্সে 1:2 ratio'তে ছবি ওঠে, মানে বস্তুর যা সাইজ, ফিল্মে ছবিটি আসে তার অর্দ্ধেক সাইজে। কিন্তু উচ্চমানের ম্যাক্রো লেন্সে 1:1 ratio'তেই ছবি ওঠা উচিৎ। ফ্লিকার ওয়েবসাইটে আপনারা অনেক ম্যাক্রো ফটোগ্রাফের নমুনা পেয়ে যাবেন। অতি ক্ষুদ্র বস্তুর ছবি, অত্যন্ত কাছে থেকে তোলা। কিছু নমুনা নিচে দিচ্ছি...

macro1macro2macro3

ম্যাক্রো লেন্স তিন রকমের focal length রেঞ্জ ব্যবহার করা হয় যেমন, 50-60mm রেঞ্জ ব্যবহার হয় ছোটখাটো বস্তুর ক্ষেত্রে, 90-105mm রেঞ্জ ব্যবহার করা হয় সাধারনত কীটপতঙ্গ, ফুল ইত্যাদির ছবি তোলার জন্য, 150-200mm রেঞ্জের লেন্সগুলিও কীটপতঙ্গ ও অন্যান্য অতি ক্ষুদ্র পোকার ছবি তোলার জন্য। রেঞ্জ যতো বেশি, সেইগুলি ব্যবহার হয় যেসব বস্তুর বেশি কাছে যাওয়া সম্ভব নয় সেইসব ক্ষেত্রে, যেমন সাপের চোখের ছবি তার খুব কাছে গিয়ে তোলা সম্ভব নয়।

নিচে একটি ম্যাক্রো সেটআপের নমুনা -

macro photography setup

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভারি ভারি কথা।
একটা ক্যামেরা কিনতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে, জানাবেন কি?

    ডন ভাই,
    রিয়া আপু ক্যামেরা কিনতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হবে এ নিয়ে চার পর্বের একটা ধারাবাহিক টিউন আগেই লিখে ফেলেছেন। আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন।

    https://www.techtunes.io/tuner/riya/page/2/ এই পাতায় গেলেই ৪-পর্বের একটি লেখা পাবেন, দেখুন তাতে সামান্য সুবিধা হয় কিনা? \\\ বিষয়টা ভারী তাতে সন্দেহ নেই, আমি সেইজন্য চেষ্টা করেছি যতোখানি সম্ভব সহজ করে লেখার।

Level 0

থ্যাংকু সবাই…..
এতো বেশী information….. মাথাটা কিমুন জানি ভারি ভারি লাগতাছে….

একখানা ম্যাক্রো লেন্স কিনার ইচ্ছা জেগেছিল। বিক্রেতা দাম হাকিল ৩৮০০ রিয়াল ( ১ রিয়াল = ১৮.৭৪ টাকা)। দাম শুনে আমার গলা শুকিয়ে আসিল, কারন ইতি পূবে টেলি ল্যান্স + ক্যামেরার পিছনে প্রায় ৫০০০ রিয়াল খরচ করে ফেলেছিলাম।
লেখাটা পড়ে আজকে হঠাত এই কথা মনে পড়লো।
ধন্যবাদ।