সহজ পাঠ:- ক্যামেরার লেন্স সম্বন্ধে

স্টিল এবং ভিডিও ক্যামেরা নিয়ে সামান্য আলোচনা ইতিমধ্যেই কিছুটা করেছি। আজকের বিষয় ক্যামেরার লেন্স সম্বন্ধে। অনেক প্রকারের নানাবিধ লেন্স আছে, যারা শুরুর দিক থেকে এগিয়ে কিছুদূর এসেছেন, তারা এবারে লেন্সের সম্বন্ধে জানতে আগ্রহী হবেন। কারন, অভিজ্ঞতা বেড়ে যাওয়ার সাথে সাথে আরো বেশি ভালোভাবে ছবি তুলতে পারার ইচ্ছেটাও সমান হারেই বেড়ে যায়। তাই, একেবারেই সহজ পাঠ, আজকে লেন্সের ব্যাপারে।

লেন্স মূলত তিন প্রকারের, Normal, Wide, Tele লেন্স। আরও এক প্রকার হচ্ছে Zoom lens, যা কিনা দুই ধরনের লেন্সের ক্ষমতা মিলিয়ে তৈরী। এছাড়াও macro এবং fisheye লেন্স ইত্যাদিও আছে।

আপনারা জানেন লেন্সের ব্যাপারে আমরা বলে থাকি কতো মিলিমিটারের লেন্স। ওটা হচ্ছে Focal length, এই ব্যাপারটা যারা সঠিক জানেন না, তাদের জন্য খানিকটা সহজ করে বলার চেষ্টা করছি। Focal length আসলে একটি দূরত্বের মাপ। কিসের দূরত্ব? যখন আমরা একটি বস্তু বা দৃশ্যের ছবি তুলি, তখন ক্যামেরার ফিল্ম থেকে লেন্সের প্রধান কাঁচের দুরত্বই হচ্ছে Focal length।

এখানে আমি প্রধান কাঁচ বলে একটি কথা লিখলাম, তার কারন হচ্ছে ক্যামেরার লেন্সের মধ্যে একটি নয়, প্রকারভেদে অনেকগুলি কাঁচ থাকে যার এক একটির কাজ আলাদা আলাদা হয়। ডিজিটাল ক্যামেরায় ফিল্ম থাকেনা, তার স্থানে থাকে সেন্সর বস্তুটি, এই ব্যাপারে আগেই একটি টিউনে লিখেছি কিছুটা। Focal length মাপা হয় মিলিমিটার স্কেলে। নিচের ছবিতে আন্দাজ পাবেন এই ব্যাপারে -

focal length

পরের টিউনে Normal, wide, tele লেন্সগুলি নিয়ে আরো জানাবো, ছবির উধারন সহ। পুরোটাই একটি টিউনে দিলাম না, তাতে মনে রাখা ও বুঝার অসুবিধা হতে পারে ভেবে। বিশেষ করে যারা নতুন নতুন জানছেন, তাদের পক্ষে অসুবিধা যেন নাহয় সেই ভেবেই ভাগে ভাগে লিখছি।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আর একটু বেশী হলে ক্ষতি কি…?
আরো info চাই…..
থ্যাংকু

ria apu tomar tune gulo valoi hocche.chalie jao