১৮২৬ সালে ফরাসী বিজ্ঞানী Joseph Nicéphore Niépce তার বাড়িতে (Le Gras) বসে ছবিটি তোলেন। তিনি মূলত জানালা দিয়ে বাইরের দৃশ্য তুলেছিলেন, তাই এর শিরোনাম ছিল "View from the Window"।
স্কটিশ পদার্থবিদ James Clerk Maxwell, যিনি ইলেকট্রোম্যাগনেটিক থিওরির উন্নয়নে প্রচুর কাজ করেছেন, মূলত তিনিই প্রথম রঙীন ফটোগ্রাফের স্রষ্টা, তাও ১৮৬১ সালে। তিনি আসলে একটি ফিতার ছবি তিনবার তুলেছিলেন তিনটি আলাদা ফিল্টার (লাল, নীল ও হলুদ) দিয়ে, যার সম্মিলিত রূপ হচ্ছে এই রঙীন ছবিটি।
ঘোড়া দৌঁড়ানোর সময় তার চারটি পা-ই কখনও একসাথে শূন্যে থাকে কি না, এই প্রশ্নের উত্তর জানতেই উপরের ছবিট তোলা হয় ১৮৭২ সালে। ছবিটি ইংরেজ ফটোগ্রাফার Eadweard Muybridge-এর তোলা। প্রমান হলো একটি পয়েন্টে ঘোড়ার সবগুলো পা-ই শূন্যে থাকে।
নাম না জানা কোনও এক ফটোগ্রাফার টর্নেডোর এই ছবিটি তোলেন ১৮৮৪ সালের ২৮ আগস্ট। এটিই কোনও টর্নেডোর প্রথম ছবি।
ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ George Shiras মিশিগানের হোয়াইট-ফিশ নদীতে রাতের বেলায় এই ছবিটি তোলেন। ঘটনাটা ১৯০৬ সালের।
১৯০৯ সালের এপ্রিলে, Robert Peary (ছবিতে) এবং তার দলের এই ছবিটিই উত্তর মেরুতে তোলা প্রথম ছবি। তারা অবশ্য যে স্থানটিকে উত্তর মেরু ভেবে ছবি তুলেছে, পরবর্তীতে জানা যায়, সে স্থানটি থেকেও উত্তর মেরু প্রকৃতপক্ষে ৫০-১০০ কি.মি. দূরে।
হগফিশের এই ক্যাপচারটি দিয়েই আন্ডারওয়াটার কালার ফটোগ্রাফীর সূচনা হয়। Dr. William Longley ও Charles Martin ১৯২৬ সালে ছবিটি তোলেন।
১৯১২ সালে, Yale University-র প্রফেসর Hiram Bingham পেরুভিয়ান আন্দিজে পুরোনো ইনকা সভ্যতার নিদর্শন খুঁজতে খুঁজতে মাচু পিচু শহরের এই ছবিটি তোলেন।
আমি C/O D!pu...। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's simply me & that's all I need to be...
http://www.facebook.com/pages/Hedaetcom/140363176074057
http://www.hedaet.com – Best Social Media and information database
1. Forum/Blog: You can publish free of any written or notifications (Bride-Groom, Buy-sale, Friendship, Sports, News, etc).
2. Comment show: Any comments on hedaet.com home page.
4. Translate / Translation: You are seconds per page,
5. Search Box:
6. Facebook like botton on hedaet.com.
7. Online earn: .
8. Free to add your web site: .
11. SEO – 2000 directories, 3500 Do follow link/ Social book markink, the names of 2000 forum links.