Ξভিডিও টিউনΞ ফটোশপের স্বরে-অ থেকে চন্দ্রবিন্দু [পর্ব-০১] :: ফটোশপের অ আ – টুলস সমূহের কাজ

ফটোশপের স্বরে-অ থেকে চন্দ্রবিন্দু

আসসালামুআলাইকুম ,

কেমন আছেন সবাই? ভালো থাকুন সবসময়। আল্লাহর দেয়া নেয়ামত সমূহের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হলো শারীরিক সুস্থতা । আপনারা যারা নামাজ পড়েন তারা প্রত্যেক নামাজের পর নিজের এবং সকল মুসলিমের সুস্থতা কামনা করে দোয়া করবেন। অসুস্থতা কেমন? সাধারণ ৩দিনের জ্বরেই বোঝা যায়। চলুন টিউনে হানা দেয়া যাক--

নিজের একটি ওয়েবসাইট হোক আর অনলাইনে কাজ করার ক্ষেত্রে হোক ফটোশপে কাজ করা আবশ্যক । কিন্তু আমরা অনলাইনে যে টিউটোরিয়াল গুলো পাই সেগুলো থেকে মূলত কাজ শেখা অনেকটাই দূরুহ হয়ে পড়ে। কেননা, অ-আ না জেনে রিডিং শিখতে যাওয়া আর  একেবারে বেসিক থেকে না শিখে হঠাত ই প্রজেক্টে হাত দেয়া একি কথা।

এগুলো হলো আকাইম্মা কথা । এবার সরাসরি কামের কথায় আসি।

আপনারা যারা ফটোশপের ফ’ও জানেন না তাদের ফটোশপের উপর দক্ষতা আনানোর যথাসাধ্য চেস্টা করব।

তবে অবশ্যই টিউনে ন্যূনতম ১ টি কমেন্টস অথবা ৩ টা প্রিয় পার হতে হবে। এ দুটির যে কোন একটি হলেই হল। তবে কোন সময় যদি উপরের কোনটি না হয় আমি আর সামনের দিকে যেতে পারবনা।

মোট ৪৬ টি লেসন তৈরি করা আছে। আপনাদের সাড়া পেলে আপলোড করতে থাকব।

আজকের টিউনটি ফটোশপের টুলস সমূহের পরিচয় নিয়ে। এর দ্বারা কোন টুলটির কী কাজ সে সম্পর্কে স্পষ্ট ধারনা লাভ করতে পারবেন। এ টিউটোরিয়ালটি হতে পারে ফটোশপ শেখার ক্ষেত্রে আপনার শক্ত ফাউন্ডেশন।

দেখে নিন টুলস সমূহের কাজ নিজে ফটোশপ বিষয়ক প্রথম টিউনটি

আসছে

টুলস বাই টুলস কাজ করে দেখানো

স্পেশাল প্রজেক্ট

বিজনেস কার্ড , পি এস ডি টেম্পলেট, ওয়েব ব্যানার

যা দ্বারা অনলাইনেও আয় করার জন্য উপযুক্ত হয়ে যাবেন।

ধন্যবাদ

আমার ওয়েব সাইট-  http://carifahmad.blogspot.com   ফেসবুক-  http://facebook.com/marksitbd

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে । এই টিয়োটরিয়াল কি যে কোন ভার্সন এর জন্য প্রজোয্য ?

খুব ভাল খুব ভাল খুব ভাল খুব ভাল খুব ভাল খুব ভাল

keকেন ভাই অল্ল অল্ল ভাল বললে ভাল হত

Level 0

ভাই প্লিজ ধারাবাহিক টিউন গুলো শেষ করবেন। অনেকে কয়েকটা করে আর উনাদের খুজে পাওয়া যায়না। আর খুব খুশি লাগতেছে জেনে যে আপনি ৪৬ টা রেডি করেছেন। ধন্যবাদ

    Level 0

    @ziajuel: বেঁচে থাকলে সবগুলোই আপলোড হবে । পার ডে ১ টা করে । বাংলালিংক আনলিমিটেডের মজাই আলাদা। জুম, লায়ন সবই দেখছি ভাই আামার বাংলালিংকই সেরা আর হারামির ফোন তো … না থাক কইলাম না

Level 0

SHUKRAN, vai ekta request thakbe shudhu mtaro photoshoper je tutorial gulo apni upload diben shegulo alada play list rakhar chesta korben ar prottek tite serial diben ja amar moto murkher jonno khuje pete shubedha hobe

    Level 0

    @rafarayhan: পেন্ডিং এর তো হাত পা নাই!!! আমার যে ক্ষমতা নাই!!!
    আমার ইউটিউব চ্যানেল বা ব্লগস্পটে পাবেন একসাথে এখানে চেস্টা করব । ঝুলানি না খাইলেই হয় 🙁

সবচেয়ে মজা লাগলো, হিলিং ব্রাশ টুল এর ব্যাবহার। 😛
“এটি কপি করার জন্য ব্যাবহার করা হয় এবং এটি ব্রন ঢাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ !!”

ভাই মজা করলাম। অনেক সুন্দর হইসে ! প্রিয়তে ! বাকি ভিডিও গুলোর অপেক্ষায় থাকলাম।

    Level 0

    @Rana Mustafiz: ধরে নিলাম মাওলানা কুদ্দুস জাকির থেকে ভালো জানে। মাওলানা কৃদ্দুস ওয়াজ করলে কিছু ধরা পড়েনা কিন্তু জাকির নায়েক করলে সমস্যা হয় । কেন জানেন?
    🙂 🙂

Level 0

সাথে আছি শেষ কইরেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

খুব ভালো হয়েছে, ভাইয়া। আপনার পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করছি। আপনাকে ধন্যবাদ।

ইনসা আল্লাহ শুরু করেন। আমরা আপনার সাথে আছি।

Comments are closed.