আসসালামুআলাইকুম ,
কেমন আছেন সবাই? ভালো থাকুন সবসময়। আল্লাহর দেয়া নেয়ামত সমূহের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হলো শারীরিক সুস্থতা । আপনারা যারা নামাজ পড়েন তারা প্রত্যেক নামাজের পর নিজের এবং সকল মুসলিমের সুস্থতা কামনা করে দোয়া করবেন। অসুস্থতা কেমন? সাধারণ ৩দিনের জ্বরেই বোঝা যায়। চলুন টিউনে হানা দেয়া যাক--
নিজের একটি ওয়েবসাইট হোক আর অনলাইনে কাজ করার ক্ষেত্রে হোক ফটোশপে কাজ করা আবশ্যক । কিন্তু আমরা অনলাইনে যে টিউটোরিয়াল গুলো পাই সেগুলো থেকে মূলত কাজ শেখা অনেকটাই দূরুহ হয়ে পড়ে। কেননা, অ-আ না জেনে রিডিং শিখতে যাওয়া আর একেবারে বেসিক থেকে না শিখে হঠাত ই প্রজেক্টে হাত দেয়া একি কথা।
এগুলো হলো আকাইম্মা কথা । এবার সরাসরি কামের কথায় আসি।
আপনারা যারা ফটোশপের ফ’ও জানেন না তাদের ফটোশপের উপর দক্ষতা আনানোর যথাসাধ্য চেস্টা করব।
তবে অবশ্যই টিউনে ন্যূনতম ১ টি কমেন্টস অথবা ৩ টা প্রিয় পার হতে হবে। এ দুটির যে কোন একটি হলেই হল। তবে কোন সময় যদি উপরের কোনটি না হয় আমি আর সামনের দিকে যেতে পারবনা।
মোট ৪৬ টি লেসন তৈরি করা আছে। আপনাদের সাড়া পেলে আপলোড করতে থাকব।
আজকের টিউনটি ফটোশপের টুলস সমূহের পরিচয় নিয়ে। এর দ্বারা কোন টুলটির কী কাজ সে সম্পর্কে স্পষ্ট ধারনা লাভ করতে পারবেন। এ টিউটোরিয়ালটি হতে পারে ফটোশপ শেখার ক্ষেত্রে আপনার শক্ত ফাউন্ডেশন।
আসছে
টুলস বাই টুলস কাজ করে দেখানো
স্পেশাল প্রজেক্ট
বিজনেস কার্ড , পি এস ডি টেম্পলেট, ওয়েব ব্যানার
যা দ্বারা অনলাইনেও আয় করার জন্য উপযুক্ত হয়ে যাবেন।
ধন্যবাদ
আমার ওয়েব সাইট- http://carifahmad.blogspot.com ফেসবুক- http://facebook.com/marksitbd
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে । এই টিয়োটরিয়াল কি যে কোন ভার্সন এর জন্য প্রজোয্য ?