আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই?আশা করি ভালই আছেন। আমি এই পর্যন্ত যত টিউন করেছি সব সাহায্যর জন্য ৩টা টিউন আবার আমি সাহায্য পেয়েগেছি।এইটা আমার প্রথম টিউন যে আমি কোন ফাইল আপনাদের সাথে শেয়ার করলাম যারা সফটওয়্যারটা চিনেন তারাত চিনেন আর যারা চিনেন না ওরাও একটু পরিচিত হন।সফটওয়্যারটির নাম Pixillion ইমেজ কনভাটার
আমরা সবাই জানি যে এই যুগটি ডিজিটাল যুগ আর তাই সবার কাছে ডিজিটাল ক্যামেরা বা ক্যামেরা মোবাইল আছে আর সবাই এটাও জানে যে ক্যামেরার ছবি রেজুলেসন ভাল হওয়ায় ছবি গুলা ১,২,৩,৪,৫ ইত্যাদি মেগাবাইট এর হয়ে থাকে আর সবাই এটাও জানে যে এখন এমন কোন মানুষ বাদ নেই যে ইন্টারনেট ব্যবহার করেনা আর এটাও জানার শেষ নেই যে সবার নেট এ কিছুনা কিছু আছে যেমন কারো ফেসবুক, টুইটার, মিগ৩৩, নিম্বুয, ইবুডি ইত্যাদি আছে আবার কারো ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট, ওয়েবস ইত্যাদি সাইট আছে,
সবাই চায় যে ফেসবুক, টুইটার, মিগ৩৩, নিম্বুয, ইবুডি এসব এ সবাই সবার ছবি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চায় আবার কেও চায় তার ওয়েবসাইট এ ছবি দিতে কিন্তু সব যায়গায় একটা লিমিট দেয়া থাকে এর বেশি আপলোড দেয়া যাবে না। কিন্তু বাংলাদেশ এ যে নেটস্পীড ১ এমবি আপলোড দিতে খবর হয়ে যায়।
এখন এই কষ্ট আর না আর না................................................!!!!!!!!
সফটওয়্যারটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন এইটা মাত্র ৪২৫ কিলোবাইট এই সফটওয়্যারটি ছবির কোয়ালিটি বজায় রেখে কনভার্ট করে।
ফাইলটি দেখতে এই রকম এ ফাইল টি দিয়ে আপনি আপনার চয়েস মত আইকন বানাতে পারবেন আপনার পিসির জন্য
➡ ১.ফাইলটিকে ডাবল ক্লিক করে রান করুন ঠিক এমন আসবে তারপর accept এ ক্লিক
➡ ২.এখন ask toolbar টা ক্লিক করে আনমার্ক করতে হবে তারপর finish
➡ ৩.তারপর ফাইল টা ওপেন হবে
➡ ৪.PNG তে ক্লিক করে JPEG তে দিতে হবে
➡ ৫.Encoder Setting এ ক্লিক করে quality low তে দিয়ে হবে আমি ৩০ দিয়ে করি আবার ২৫ দিয়েও করি একটা ব্যাপার মনে রাখতে হবে যে ২৫ থেকে নিচে নামাতে পারবেন না নামালে ছবি নষ্ট হয়ে যাবে মানে অনেকটা নেগেটিভ ছবির মত হয়ে যাবে।
➡ ৬. ব্রাউস এ ক্লিক করে কোন ফোল্ডার এ রাখতে চান তা সিলেক্ট করুন
➡ ৭. অ্যাড ফাইল এ ক্লিক করে ছবি অ্যাড করতে হবে এর পর কনভার্ট এ ক্লিক করে দেখুন জাদু
এই একই টিউন যদি আরও হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর যদি লেখা বা কথায় কোন ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
সফটওয়্যার টা কেমন লাগলো কমেন্ট এ জানাবেন প্লিজ। আর আমার জন্য দোয়া করবেন আরও যাতে ভাল ভাল টিউন আপনাদের কে উপহার দিতে পারি। ভাল হোক আর খারাপ হোক প্লিজ টিউমেন্ট করে জানাবেন আর যদি ভাল হয় তাহলে আগ্রহিত করে তুলবেন যাতে আরও কিছু উপহার করতে পারি।
আমি searching_boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ।