ঈদ মুবারাক !
কেমন আছেন সবাই? ভাল নিশ্চয়।। ঈদ কেমন কেটেছে আপনাদের? আমার কিন্তু খুব ভাল কেটেছে।। অনেক দিন পর টিউন করতে বসলাম।। গত ১৫ তারিখ থেকে নেট কানেকশন বন্ধ ছিল তাই অনলাইনেই আসতে পারি নি।।
যায় হোক, অনেক দিন পর টিউন এ বসলাম তাই ভাবলাম কিছু ভাল জিনিস দিয়েই সুরু করি।। আমি আবার ভাল জিনিস বলতে ওয়েব ডিজাইন কেই বুঝি।। কিন্তু ওয়েব নিয়ে বেশ কিছু টিউন করেছি পর পর তাই ভাবলাম এবার একটু ফটোশপ এর দিকে আশা যাক।। তাই কালেকশন থেকে কিছু অসাধারণ সফটওয়্যার হাতে নিয়ে টিউন এ বসেছি।। কালেকশন গুল আপনাদের ভাল লাগলেই আমি খুশি।।
তবে আর দেরি কেন, চলুন দেখি পরিশ্রম কম করে ভাল কিছু পাই কিনা।।
অনেক সময় দেখা যায় ছবির একটি নিদিষ্ট অংশর পরিবর্তনের প্রয়োজন বা ব্যাকগ্রাউন্ড এডিট করা লাগবে কিছুটা , তা ফটোশপ দিয়ে ১ তা ছবি এডিট করতে যতটা সময় লাগবে এখান থেকে সেই সময়ে ১০ তা ছবির কাজ করা যাবে।।
শুধু তাই না আরও অনেক অপশন আছে।। ব্যাবহার খুবই সহজ এবং ব্যাবহারের পর আরও বুঝতে পারবেন ভাল ভাবে।।
নিচের ছবি গুল দেখলেই বুঝতে পারবেন সফটওয়্যারটির মর্ম।। মাত্র কয়েক ক্লিক কেই এমন হাজার ছবি এডিট করা যায়।। দেরি না করে ঝটপট ডাউনলোড করে নিন।।
ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য দারুন সফটওয়্যার।। খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়।।
নিচের ছবি গুল লক্ষ করুন>>>
একটি চিত্র নিস্তেজ যদি সব অঞ্চল বা বস্তু একই ফোকাস করা হয়. ফোকাস মাত্রা তারতম্য করলে ছবিটা অনেক সুন্দর দেখাই অনেক সময়।।
ছবিকে ফোকাস করার জন্য উপযুক্ত একটি সফটওয়্যার।।
শুধু তাই না, এই সফট দিয়ে কালারও অ্যাডজাস্ট করা যাবে ইচ্ছা মত।।
আমি kazi Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 281 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি ফটোশপ নিজে পারেন না বলে মনে করেন কেউ ফটোশপ পারে না :p এই সব কাজ এখন ফটোশপে ক্লাস ৫ এর বাচ্চারাও পারে। আলাদা করে কোন সফটওয়্যার লাগে না। এত কষ্ট করে এইসব টিউন না করে অন্যরা ফটোশপ নিয়ে যে সব টিউন লিখেছেন সে গুল পড়ুন। আর হঠাৎ করে ফটোশপ বিরোধী হলেন কেন? আপনি যতটা ফটোশপ কে কঠিন মনে করেন ত ত টা কিন্তু ৯০% ও কঠিন না।