বেশিরভাগ মানুষই ছবি এডিট করার জন্য ফটোসপের মত ভারি সফটওয়্যার সেটআপ দিয়ে থাকেন ।কিন্তু ফটোশপের কাজ জটিল হওয়ায় অনেকে ভালভাবে ফটোশপ ব্যাবহার করতে পারেন না ।বলতে দ্বিধা নেই ,আমি নিজেও ওই দলে ।তাই আমি আজকে আপনাদের এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যারের কথা বলব যেটা দিয়ে ইচ্ছা করলে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না তো ? আরে ভাই জানেনইতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ ।সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয় ।আর সবচেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই কষ্ট হবে ।
যাই হোক এবার কাজের কথায় আসি ।
এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো "Photo Instrument " । মাত্র ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
সফটওয়্যারটি দিয়ে যা যা করতে পারবেন -
1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম অথবা সাবান ছাড়াই।
2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন ।
5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
এছাড়া আরো কত কি!
ব্যাস কাজ শেষ ।আর কোনো সমস্যা হলে অব্যশই আমাকে জানাবেন ।
আজকে এই পর্যন্তই , সবাই ভাল থাকবেন ।
>>শুভ বিদায় <<
আমি kazi Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 281 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুন্দর একটা জিনিস কমেন্ট না করে যেতে পারলাম না।
ধন্যবাদ।