আমাদের ডিজিটাল ক্যামেরা কিম্বা মোবাইল ফোনের মেমোরি কার্ড থেকে মুছে ফেলা ছবি ফিরে পেতে পারি আমরা। অনেক সময়ে এমন হতে পারে যে ভুলে ডিলিট করে ফেলি, কিম্বা ইচ্ছাকৃত ভাবে মুছে ফেলা ছবিও আবার প্রয়োজন হতে পারে। Zar (Zero Assumption Recovery) এমনই একটি রিকোভারি টুল যা দিয়ে মুছে ফেলা কিম্বা ড্যামেজ হওয়া ছবির ফাইল আমরা আবারও ফিরে পেতে পারি। এটি ফ্রি সফটওয়্যার। ফ্রি হলেও এতে কোনো সীমা দেওয়া হয়নি। অনেক ডিজিটাল ক্যামেরা সাপোর্ট করে এটি। মোবাইল ফোনের ছবি ফেরত পাওয়ার জন্য মেমোরি কার্ড লাগিয়ে নিতে হতে পারে কার্ড রিডারে।
ছয়টি সহজ ধাপে রিকোভারি করা যাবে। সফটওয়্যার ইনস্টল করে নিয়ে এটিকে চালালেই Select Processing Mode এর পরেই Recover images from a digital camera memory card, Select Physical Drive ইত্যাদি ধাপের মধ্যে দিয়ে এগিয়ে মেমোরি কার্ডের মডেল ও ডেটা ধারন ক্ষমতা লিখে দিতে হবে। এর পরেই রিকোভারি প্রসেস শুরু হয়ে যাবে। এই প্রসেস শেষ হলেই অপশান পাবেন Mark files to recover, এই ধাপে কেবল ফাইলগুলি বেছে নিন যেগুলি রিকোভার করতে চান।
এই সফটওয়্যার FAT16, FAT32 এবং NTFS সাপোর্ট করে। আরও বিস্তারিত জানুন এবং ডাউনলোড করে নিন এইখানে। ছবি রিকোভারি করতে এই সফটওয়্যার কিনতে হবেনা।
কিছু স্ক্রিনশট -
১) Select Processing Mode
২) Select physical drive to recover
৩)Recovery process
৪) Select files to recover
৫) সবশেষে, File copy process -
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
🙁