আসুন ফটোসপে খুব সহজে নিজের ছবিকে কেটে অন্য ছবিতে লাগাই (ব্যাকগ্রাউন্ট ছাড়াই)

আমি এর আগে টেকটিউনসে এডবি সমন্ধ্যে অনেক টিউনদেখেছি যেগুলোর বেশিরভাগ কোন লেখাকে একটু সুন্দর করা নিয়ে কিন্তু আমার ইচ্ছা ছিল ফটোসপে কিভাবে ছবিকে কেটে অন্য ছবিতে লাগায় তা শেখার তাই আমি আপ্রান চেস্ঠা করে শেষ পর্যন্ত তা শিখেছ। আমার বিষ্ষাশ আমার  মত অনেকেই আছে যারা এটা করতে আগ্রহী তাই এই টিউনটি করলাম।

প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এডবি ফটোসপ ওপেন করুন তারপর একটি ছবি নিয়ে আসুন ছবি নিয়ে আসতে আপনাকে যা করতে হবে তা হল File>Open এখান থেকে একটি ছবি সিলেক্ট করে Open-এ ক্লিক করুন। এবার আপনার ছবি এখানে চলে আসবে। নিচের ছবিতে দেখানো জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এখান থেকে Magnetic Lasso Tool-এ ক্লিক করুন

3এবার যতটুকু ছবি আপনি কাটতে চান তার যেকোন এক পাশে মাউস ক্লিক করুন এবং ছবিটির চার পাশে ঘুরান নিচের ছবির মত

4Ctrl+C-এর মাধ্যমে এই ছবিটি কপি করুন। এবার আপনার পছন্দ মত নতুন আরেকটি ছবি ওপেন করুন

7এবার Ctrl+V-এর মাধ্যমে ছবিটি এখানে পেষ্ট করুন।

6ব্যস হয়ে গেল আপনার ছবি।

কোন সমস্যা হলে জানাবেন। আর মন্তব্য করতে বুলবেননা

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ photoshop akta kaj ontoto janlam.

Level 2

ধন্যবাদ সিয়ন , আপনাকে ফটোসপ সম্বন্ধে সুন্দর একটি টিউন করা জন্য । যদি ধারাবাহিকতা বজায় রাখেন , তাহলে ( আমার মতো নতুন ) যারা ফটোসপ শিখতে আগ্রহী তাদের জন্য বিশেষ উপকার হবে ।

    ভাই চেষ্ঠা করব ধারাবাহিকতা বজায় রাখার তবে আমি ফটোসপ সমন্ধ্যে খুবই কম জানি। ধন্যবাদ

আমার কোন উপকারেরই আসল না। তারপর ও ধন্যবাদ।

    কেন ভাই আপনি কি ফটোসপের সব কাজ জানেন?

    সব না জানলেও এইটা জানি। তবে হ্যাঁ মোটামুটি খারাপ জানি না।

    তবে দেরি করছেন কেন আমাদের সাথে কিছু শেয়ার করুন

Level 0

নতুনদের কাজে দেবে।ভালো কাজ।তবে সিয়ন ভাই,একটা কথা বলতে চাই।রাগ করবেন না।আর একটু জটিল কুটিল জিনিস দেন।এগুলো যে কেউ পারবে।এমন কিছু দেন যা সবার কাছে লাগবে।
ধন্যবাদ টিউন করার জন্য।পরের টিউনের প্রত্যাশায় রইলাম।

    ভাই আমি নিজেও ফটোসপের তেমন কিছুই জানি না।

Level 0

ফটোশপের অ, আ, ক, খ…….
অবশ্য যারা ফটোশপে নতুন তাদের কাজে লাগবে…..
চালিয়ে যান সিয়ন ভাই…

    শুভ ভাই, জনী ভাইয়া আমার খালাত ভাই তাই আমার সাথে মজা করছে।

Level 0

ভাই ছবিটা প্রিন্ট করলে বা জুম দিলে অনেক খুঁত ধরা পড়বে। আপনার সব কাজ করার পর BLUR tools দ্বারা আপনার কাটা ছবি্র চারপাশে ফিনিশিং করতে হবে, তাহলেই আর কোন খুত থাকবে না। ধন্যবাদ…

    ভাই এটা নতুনদের জন্য আর আমি ফটোসপ সমন্ধ্যে বেশী কিছু জানি না।

Level 0

ভাইজান Photoshop শিখতে চাইলে আমার সাথে যোগযোগ কইরেন।

    Level 0

    মনে হয় আপনার সাথে যোগাযোগ করা লাগবে না….
    ইউটিউবে যে পরিমান টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলাই একজনার পক্ষে কভার করা কঠিন।
    যাই হোক……..আপনার কথা মাথায় থাকলো….. সমস্যা হলে আওয়াজ দিব….

    হ্যা অবশ্যই।

Level 0

photoshop er short cut key golo dorkar

ampni khob valo liclyn.