আমি এর আগে টেকটিউনসে এডবি সমন্ধ্যে অনেক টিউনদেখেছি যেগুলোর বেশিরভাগ কোন লেখাকে একটু সুন্দর করা নিয়ে কিন্তু আমার ইচ্ছা ছিল ফটোসপে কিভাবে ছবিকে কেটে অন্য ছবিতে লাগায় তা শেখার তাই আমি আপ্রান চেস্ঠা করে শেষ পর্যন্ত তা শিখেছ। আমার বিষ্ষাশ আমার মত অনেকেই আছে যারা এটা করতে আগ্রহী তাই এই টিউনটি করলাম।
প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এডবি ফটোসপ ওপেন করুন তারপর একটি ছবি নিয়ে আসুন ছবি নিয়ে আসতে আপনাকে যা করতে হবে তা হল File>Open এখান থেকে একটি ছবি সিলেক্ট করে Open-এ ক্লিক করুন। এবার আপনার ছবি এখানে চলে আসবে। নিচের ছবিতে দেখানো জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এখান থেকে Magnetic Lasso Tool-এ ক্লিক করুন
এবার যতটুকু ছবি আপনি কাটতে চান তার যেকোন এক পাশে মাউস ক্লিক করুন এবং ছবিটির চার পাশে ঘুরান নিচের ছবির মত
Ctrl+C-এর মাধ্যমে এই ছবিটি কপি করুন। এবার আপনার পছন্দ মত নতুন আরেকটি ছবি ওপেন করুন
এবার Ctrl+V-এর মাধ্যমে ছবিটি এখানে পেষ্ট করুন।
ব্যস হয়ে গেল আপনার ছবি।
কোন সমস্যা হলে জানাবেন। আর মন্তব্য করতে বুলবেননা
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ photoshop akta kaj ontoto janlam.