মাত্র ৫ মেগাবাইট এ নিয়ে নিন অসাধারণ কিছু দেশীয় ওয়ালপেপার। না নিলে কিন্তু মিস করবেন!!!

আস্‌সালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ্‌। অনেক দিন পর আজকে একটা টিউন করতে বসলাম। আশা করি থুক্কু এই টিউনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই চলে যাচ্ছি মূল কথায়।

ভালো ভালো ওয়ালপেপার সংগ্রহ করা আমার এক প্রকার নেশা। আমি সব সময় ভালো ওয়ালপেপার গুলো কে চেষ্টা করি পিসি'র ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে। কিন্তু বিদেশী ওয়ালপেপারগুলো আর ভালো লাগে না। এক সময় ফেসবুকে "শখের ফটোগ্রাফি" নামক পেজের লাইকার হই। তখন থেকে দেখতে থাকি নিজের দেশের সৌন্দর্য। একেকজন একেক জায়গায় যায়, ছবি তুলে আর এইখানে দেয়। তখন, আরো ভালোভাবে বুঝতে পারলাম, নিজের দেশের সৌন্দর্য কি। আর তারপর থেকেই এই ছবিগুলোকেই পিসি'র ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে লাগলাম। এখন, ভাবলাম, এই গুলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত। চাইলে আপনারাও পারেন এই গুলো একসাথে নিয়ে নিতে। এগুলো অনেক কষ্ট করেই সংগ্রহ করেছি। আর এখন আপনারা এক ক্লিকেই ১০০ এর উপরে দেশীয় ওয়ালপেপার পাবেন।

এখান থেকে দয়া করে ডাউনলোড করে নিন।

আমার ওয়ালপেপার কালেকশন ভালো লাগলে একটু ধন্যবাদ দিয়েন কমেন্টের মাধ্যমে। তাহলে ভবিষ্যতে ওয়ালপেপার নিয়ে আরো কিছু টিউন করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আর হ্যাঁ, সবাই শবে বরাতের মহিমান্বিত রাতে আল্লাহ্‌র কাছে তওবা করি, গুণাহ থেকে মাফ চাই। আল্লাহ্‌ তাআলা মাফ করনেওয়ালা। আর শুনুন, আমার জন্য একটু দোয়া করবেন সবাই, প্লিজ। না জানি কার হাতকে আল্লাহ পছন্দ করে আমাকে মাফ করে দেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেয।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবি গুলো আসলেই সুন্দর তবে দেখা যাচ্ছে এগুলোতে আবার এদের ফটোগ্রাফার এর সাক্ষর আছে তাই ডাউনলোড করব না।টিউনের জন্য ধন্যবাদ

Level 0

hm valo valo..

ধন্যবাদ

Level 0

khub valo laglo vai, thanks.