বিনোদন মাধ্যমে হোক বা ফ্রিল্যান্সার হিসাবে হোক ফটোগ্রাফারের এখন অনেক চাহিদা। যারা ফটোগ্রাফার হিসাবে #ক্যারিয়ার গড়ার ব্যপারে আগ্রহী, তাদের কথা চিন্তা করেই আজকের এই লেখা। আর যারা শখের ফটোগ্রাফার তাদের জন্য-ও উপকারে আসবে।
আমাদের বেশিরভাগ মানুষের ধারনা মেগাপিক্সেল যত বেশি হবে ছবির কোয়ালিটি তত ভাল হবে। সম্পূর্ণ বাজে ধারনা, মাথার থেকে এখুনি ঝেড়ে ফেলে দিন। ছবির মান নির্ভর করে প্রতি ইঞ্চিতে কয়টা ডট পড়ে তার উপর, সোজা ভাষায় DPI অথবা 'Dot Per Inch' এর উপর। ওয়েবসাইটে বা কম্পিউটারে দেখার জন্য 72 DPI অথবা 100 DPI যথেষ্ট। কিন্তু প্রিন্টের জন্য অবশ্যই এটাকে 300 DPI হতে হবে।
প্রশ্ন হল DPI বের করবো কিভাবে? ফটোশপ চালু করেন, ছবিটা বের করেন। এবার Image মেনুতে ক্লিক করেন 'Image Size' সাব-মেনুতে আসেন। এবং Resolution দেখেন, এইটাই DPI, তবে ডানে ঘরে ইঞ্চি আছে কিনা দেখবেন।
দোকানে #DSLR ক্যামেরা কেনার সময় সেখানেই সেই ক্যামেরা দিয়ে ছবি তুলে ফটোশপ বা অন্য কোন সফটওয়্যার দিয়ে DPI দেখেন। যদি তা 300 DPI হয়, তবে তা DSLR ক্যামেরা হওয়ার প্রথম শর্ত পূরণ করতে পেরেছে, যদি না হয়, অর্থাৎ 72 DPI বা 100 DPI হয়, তবে বুঝবেন এর খোলস DSLR এর, কিন্তু পার্টস সব কম্প্যাক্ট বা নর্মাল ক্যামেরার। এর পর DSLR এর অন্যান্য শর্ত দেখবেন, যেমন দ্বিতীয় পয়েন্ট, ছবির গ্রেইন কেমন - পুরোপুরি নিখুঁত ছবি আসে কিনা, নাকি ফাটাফাটা বা ঝিরিঝিরি ভাব আসে? তৃতীয়ত দেখবেন কত মেগাপিক্সেলের ক্যামেরা।
মেগাপিক্সেল কি? এটা হল ছবির আকৃতি। ১৯ ইঞ্চি কম্পিউটারের মনিটরে ছবি যদি ফুলস্ক্রিনে নিখুঁতভাবে দেখতে হলে ১৫ মেগাপিক্সেল হল যথেষ্টর থেকে বেশি, এবং তা প্রিন্ট করলেও নিখুঁতভাবে আসবে। আমি মেগাপিক্সেলের সাথে কোন আকৃতির ছবি সুন্দর প্রিন্ট হবে তার জন্য দুটো চার্ট দিয়ে দিচ্ছি। তবে এইখানে টেবিল যোগ করতে পারছি না বলে তা আমি আমাদের Technology Blog এর লিঙ্কে দিলাম।
ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার
Founder & CEO
Dear IT Solution
http://www.devilhunter.net
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তাই নাকি জানতাম না? ধন্যবাদ