অসাধারণ কিছু স্লো মোশন ভিডিও দেখুন!

আমরা বসবাস করি দ্রুত ঘূর্ণায়মান পৃথিবীতে। তাই স্লো মোশন বা ধীর গতির ভিডিও দেখতে হয়তো ভাল লাগে। আল্ট্রা হাই রেট ক্যামেরা দিয়ে সাধারনত এই ভিডিও করা হয় যা আমরা খালি চোখে দেখতে পারি না। তাহলে চলুন দেখা যাক।

1. Slow Motion Billiards

বিলিয়ার্ডস এবং পুল খেলার সাথে আমরা সবাই পরিচিত। এই ভিডিও দেখে বুঝতে পারবেন খেলার সময় বলটি কি রকম অবস্থায় থাকে।

2. Slow Motion Bullets

একটি বুলেট যখন আঘাত করে তখন কি রকম অবস্থা হয় তা দেখতে পারবেন।

3. Slow Motion Compilation

তরল পদার্থ দিয়ে কত অবাক জিনিস হতে পারে তার সংকলন এই ভিডিওতে।

4. Slow Motion Video with Phantom Flex Camera

প্রচলিত ক্যামেরা নিয়ে তৈরি এই ভিডিও সংকলনটি অসাধারণ লাগবে আশা করি।

5. Dogs in Slow Motion

কুকুর অলস অবস্থায় থাকতে পারে কিন্তু খাবারের সময় কেমন লুক হয় তা দেখা যাবে।

6. Giant Water Balloon Bursts in Slow Motion

পানি ভর্তি বেলুন ফুটে গেলে দেখতে কত সুন্দর তা দেখা যাবে এই ভিডিওতে।

7. Slow Motion Free Running

ফ্রী রানিং এর ম্যাজিক স্লো মোশনের ক্যামেরার জন্য পারফেক্ট। বাকিটা নিজেই দেখে নিন।

8. Slow Motion Prank

কারোর ব্যাথায় হাসলে তা ভাল কথা নয় তবে এই ভিডিও দেখতে মানা নেই।

9. Slow Motion Sneezing

হাচির সময় মুখের অবস্থা কেমন হতে পারে তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। ক্লিনিকে এই ভিডিও দেখিয়ে সবাইকে মনে করিয়ে দেয়া উচিত হাচির সময় যেন যতটা সম্ভব মুখ ঢেকে রাখা যায়।

http://youtu.be/e2QAGVMlns4

10. Slow Motion Percussion

সব ড্রামার’সদের উচিত এই ভিডিও দেখা। তারা যখন ড্রাম বাজায় তখন কি অবস্থা হয় তা দেখা যাবে এই ভিডিওতে।

 

পোস্টটি লিখেছেন টিউটোহোস্টের অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোহোস্ট ব্লগ

 

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার ব্যাপার তো । ধন্যবাদ শেয়ার করার জন্য । 🙂

সরাসরি প্রিয়তে!!!!!!!! :MRGREEN:

Level 2

বেশ ভালো। কিন্তু বেশীর ভাগই চলছে না ভাই।