কেমন আছেন সবাই? আমার মনে হয় পুরাতন ভিজিটরদের জন্য এই হেড লাইন অপরিচিত নয়। আমার টিউনগুলোর মধ্যে অন্যতম পরিচিত টিউন এটি। আমার পূর্বের টিউন দেখুন এখানে। ঐ টিউনের সফটওয়্যারটি এখন পর্যন্ত টেকটিউনস, সামু মিলে প্রায় ৮০০০+ ডাউনলোড হয়েছে!!
এত কাজের এই সফটওয়্যার এর নতুন ভার্শন বের হয়েছে তাই আবার টিউন করতে বসে গেলাম। এছাড়া আগের ভার্শনে ফুল ভার্শন করা বেশ ঝামেলার ছিল কিন্তু এই নতুন ভার্শনে আর সেই সমস্যা নেই। তাহলে চলুন শুরু করা যাক।
আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।
এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument। মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের মতো সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।
এছাড়া আরো কত কি!
এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।
ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।
ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। চোখ বন্ধ করে ছবি এডিট করতে পারবেন।
বিস্তারিত দেখুন এখানে
মাত্র ৪ মেগাবাইট। এটা আগেই ফুল ভার্শন করা তাই শুধু ইন্সটল করলেই ফুল ভার্শন হয়ে যাবে। 🙂
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ধন্যবাদ। আমি ফটোশপের কাজ মোটামোটি জানি। কিন্তু cs5 ওপেন হতেই মিনিট খানেক লাগে। তাই এটা আমার দরকার হতে পারে। ডাউনলোড করলাম, তাই ধন্যবাদ জ্ঞাপন করছি।।