১০টি সুপার হাই রেজুলেশন ফটো দেখুন যা আপনার মনকে ভাল করে দিতে পারে

রাশিয়ান ওয়েদার স্যাটেলাইট Elektro-L No. 1 থেকে তোলা এই ছবিটি তুলেছে নাসা। ১২১ মেগা পিক্সেলের এই শটটি নেয়া হয়েছে প্রায় ২২,৩৬৯ মাইল দূর থেকে!


অন্যতম বড় এই প্যারানোমা ছবিটি তোলা হয়েছে প্যারাগুয়ে টিভি টাওয়ার থেকে। এই ইমেজ ১৯২,০০০ পিক্সেল ওয়াইড, এবং ৯৬০০০ পিক্সেল লম্ভা আর টোটাল হলো ১৮.৪ গিগা পিক্সেল।


এটা আরেকটি সুন্দর ছবি। এই ইমেজ হলো ২৭২.৩১ গিগাপিক্সেল।


বর্তমান ডিজিটাল ফটোর মধ্যে এটা অন্যতম বিশাল একটি ছবি এটি।  এটা প্রায় ০.১৫ টেরাপিক্সের ছবি। লিঙ্ক অনুযায়ী গিয়ে দেখুন কতটা গভীর পর্যন্ত দেখা যায়।


এই ছবিটি ১.৪৭ গিগাপিক্সেলের।


ন্যাশনাল জিওগ্রাফিকের তোলা এই ছবিটি ২.৭৪ গিগাপিক্সেলের।


এই ইমেজটি তোলা হয়েছে অলিম্পিক গেমসের সময় তোলা হয়েছে।


এটা তোলা হয়েছে মাত্র ৬ মেগা পিক্সেল ডিজাটাল ক্যামেরা দিয়ে! তবে এখানে রয়েছে ১৯৬ ফটো একত্রে যার টোটাল পিক্সেল সংখ্যা হয় ১ গিগা পিক্সেল থেকেও বেশি!


এই ছবিটি ৪ গিগাপিক্সেলের।


এই ছবিটি প্রায় এক গিগা পিক্সেলের অর্ধেক।


এটা আসলেই অকল্পনীয় বর্তমানে DSLRs এর কেমন ক্ষমতা। দিনে দিনে মেগা পিক্সেল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সব ছবিগুলো অনেক কাছ থেকে জুম করে দেখতে পারবেন কোন সমস্যা ছাড়াই। অনেক ক্ষুদ্র দাগও চোখে দেখা যাবে।

ভবিষ্যত ক্যামেরা প্রযুক্তি কেমন হতে পারে বলে আপনার ধারণা? মন্তব্য করে জানান।

পোস্টটি লিখেছেন টিউটোহোস্টের অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোহোস্ট ব্লগ

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অ্যা !!! এটা কিভাবে সম্ভব ????? !!!!!!!!

ফাত্তাহর পোস্টগুলো আসলেই ভালো লাগে 🙂

ভালো….একটু কালো!! বয়েসটা একটু বেশি তারপর ও ভালো। ভবিষ্যতে আমিও এমন একখানা অথবা এর থেকে ও বেশি প্রিকে্ল ক্যামেরার মালিক হবো।

মারাত্তক জিনিস ভাই। ধন্যবাদ।

Level New

marattok boss

সুন্দর ! ……… কিন্তু সুপার হাই রেজুলেশন সহ ডাউনলোড করব কিভাবে ?

vai download link dile valo hoto………………….:(