ছবি আঁকতে পছন্দ করেন? তাহলে আপনার পিসিকেই বানিয়ে ফেলুন ক্যানভাস আর আঁকুন মাধুরী মিশিয়ে!!

সবাই কেমন আছেন? অনেক দিন ফটো নিয়ে টিউন করি না আর তাই এবার নিয়ে এলাম বেশ মজার এবং কাজের ফটো সফটওয়্যার।

অনেকেই ছবি আঁকতে অনেক পছন্দ করেন। বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে যেন জন্ম থেকে পাওয়া প্রতিভা। 😛  তবে ছেলেরাও কিন্তু কম না। 😉 বিখ্যাত সব আর্টিস্ট কিন্তু ছেলেরাই। 😀  যাই হোক আমি এখানে সবার কাজে আসবে এমন একটা সফটওয়্যার শেয়ার করছি। যারা ভাল ছবি আঁকতে জানেন আমি নিশ্চিত করে বলতে পারি এই সফটওয়্যার তাদের কাজে আসবে। তবে আমার মত যারা ছবি আঁকতে পারেনও না আবার বুঝেনও না তারাও চেষ্টা করে দেখতে পারেন। খুব সহজ সফটওয়্যার। আন্দাজে আঁকিবুকি করলেই হয়ে যাবে। 😛

আমি এতক্ষন যে সফটওয়্যার এর কথা বললাম তার নাম হলো SmoothDraw। আর মজার বিষয় হলো এটার সাইজ মাত্র ২ মেগাবাইট এবং পুরাই ফ্রী 😀 । চলুন এটা দিয়ে আঁকা কিছু চমৎকার ছবি দেখি। বিশ্বাস করেন আর নাই করেন এই ছবিগুলো এই সফটওয়্যার দিয়েই আঁকা হয়েছে।

SmoothDraw 3.2.11
SmoothDraw 3.2.11

SmoothDraw এর কিছু ফিচারঃ

  • নতুন নতুন ব্রাশ এবং রিটাচ টুল।
  • টেক্সট টুল এবং সিলেকশন টুল।
  • ফটোশপের ফরম্যাট সহ বেশ কিছু ফরম্যাট সাপোর্ট করে যেমন PSD, PCD, PCX, DDS।
  • ফটোশপের শর্টকাটের মত এখানে রয়েছে একই শর্টকাট।
  • 3D MAX এর মতো মাউসের মিডল বাটন ক্যানভাস ড্রাগ করার সময় কাজে লাগে।
  • লেয়ার ইম্পোর্ট এবং এক্সপোর্ট সাপোর্ট।
  • আরো কত কি!!

আরো বিস্তারিত জানতে দেখুন এখানে।

এই সফটওয়্যার ব্যবহার করা বেশ সহজ তাই বিস্তারিত বলার তেমন কিছু নেই। শুধু লাগবে আপনার আঁকার প্রতিভা। 😀  তবে নিচের ছবির মত আঁকতে চাইলে লিংক থেকে শিখে নিতে পারবেন।

কি চান নাকি এমন আঁকতে? তাহলে চলে যান এই লিঙ্কে আর শিখে ফেলুন কিভাবে আঁকা হয়েছে এই ছবিটি।

ডাউনলোডঃ

SmoothDraw 3.2.11। সাইজ মাত্র ২ মেগাবাইট।

তবে আপনার .NET ইন্সটল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে আগে এখান থেকে ডাউনলোড করে নিন।

আর হ্যা এ সব কিছুই ফ্রী 😀 😀

আশা করি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রিওয়্যারের জন্য মন থেকে ধন্যবাদ

Level 0

Vai tuner jonno tanx. Apni ager moto tune koren na keno?

দিহান ভাইর সাথে ও আপনার সাথে একমত। 😀
সফটওয়্যারটা অক্ষণি নামাইয়া দেখাইতাসি আমি কেমুন আর্টিস্ট !! 😆 :mrgreen:
আপাতত এই দুইখান ফটুক দেখেন ফ্রি সফটওয়্যার দিয়া আঁকা। 😛 😉 8)
গিয়ার
বিলিয়ার্ড বল
দারুণ একটি সফটওয়্যার শেয়ারের জন্য ধইন্ন্যা।

সুন্দর টিউন

মাইয়াটা হেব্বি তো !! ইরাম একখান ছবি আমার জন্য আকন যায়না ? 😛

eibar ami o parum , darun !

আইজকা পাইছি মাম্মা,আমার ভ্যান গগ হওয়া ঠেকায় কে???কাইলকাই ভারচুয়াল কানের পিক প্রেমিকার প্রোফাইলে ট্যাগামু 😀 😛

Valo Laglo 😀 Tahole Kalke Ei Software Die 2nd MONALISA art kortachi :-* Tnx

৫ বছর পর কাজে লাগবে……….

আগে ডাউনলোডাই, পরে কথা 😀

তয় মেয়েটা কিন্টু সেইরাম 😉

ল্যান্ডস্কেপটা কিন্তু সেরাম! 😀 :mrgreen:

এইরকম একটা ল্যান্ডস্কেপ আঁকতে পারলে ধন্য হয়ে হয়ে যেতাম। সত্যিই খুবই চমৎকার ল্যান্ডস্কেপটা। দারুণ একটা জিনিস শেয়ার করেছেন। যদিও আমার কোন কাজে আসবে বলে মনে হয় না। তবে আমার কাজিনরা আবার বেশ ভালো আঁকে তারা এ্যাপসটা পেলে খুশি হবে আশা করছি।
Tnx & keep it up (y)

Level 0

xotill sundor amio akmu ekhon theke rafiqulre photoshop e edit na koira ekhane akamu.
rafiqul holo destinyr md hasan vai oije apne like disilen ekta photote

chorom jinis, jotil kaje lagbe

হাসান ভাই ছোট সফটার জন্য ছোট্ট ধন্যবাদ। 😆

আঁকতে না জানলেও ডাউন দিতে জানি…
বেস্ট অব লাক যোবায়ের ভাই।