আসুন দেখে নেই কয়েকটি হাতের কারুকাজ

হাত দিয়ে কবি কবিতা লিখে, শিল্পী ছবি আকেন, রসুরা খুন করে আবার যাদুকর যাদু দেখান , আর সেই হাতে মাধ্যমে , রঙ দিয়ে বিভিন্ন প্র্রানীর প্রতিকৃতীর  কিছু ছবি আজ আপনাদের কাছে উপস্হাপন করবো । আশা করি সকলের কাছে ভালো লাগবে ।

Royel Bangal Tiger

Swan

Elephants

Chita

Valchar

Dog

Chil

Crocodile

Haron

Ziraf Cat

এই সকল ছবি ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা  হয়েছে । এগুলো হয়তো অনেকে দেখেছেন ।যাহারা দেখেন নাই তাদের জন্য আমার এই প্রয়াস ।

Level 0

আমি দর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করিতে পারিনা কাজ সদা ভয় সদা লাজ । সংশয় সংকল্পে সদাটলে পাছে লোকে কিছু বলে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা……জোস…ছবি…। ছবিতে মজার মজার ক্যাপশন যোগ করে দিলে কেমন হয় ?

টেকটিউনস এ কি আজকাল ভালো টিউনস এর অভাব পড়ে গেছে?

    আপনাদের মতো গ্যানী গুনি টিউনারা যদি টিউন না করে তবে তো এমনটা মনে হবেই ।

    মাইক্রোকাতার ভাই, আপনার খবর কী আগে তা-ই বলেন।
    আর আপনার কথার সুর ধরে বলছি, ভাল টিউনাররা যদি নিয়মিত টিউন করত তাহলে তো অভাব পড়ার কথা না। যেমনটি আপনার বেলায় ঘটছে, আগে আপনার টিউনগুলো থেকে অনেক কিছু শেখার ছিল, আর এখন ভাল তো দূরে থাক আপনি ইদানিং আমাদের হতাশ করে টিউন করাই ছেড়ে দিয়েছেন। আমি আপনার টিউন খুবই মিস করি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
    আপনার টিউনের অপেক্ষায় রইলাম।

কী বলব! অসম্ভব, সীমাহীন………. ভাল লাগল।
দর্পণ ভাই, আরো থাকলে শেয়ার করুন। অপেক্ষায় থাকলাম।

vai chomotkar…….. ami ai 1st dekhlam

ওয়াও!
বেশ ভালো লাগল!

কিছু বলার অপেক্ষা রাখে না।
অসাধারন ভালো লাগলো।
ধন্যবাদ।

Thanks.
khub Valo laglo.

Level 2

অসম্ভব সুন্দর কারুকাজ ।

Level 2

এগুলো সম্ভবত এক ধরণের গ্লাব্স যা হাতে পরা হয়েছে। সরাসরি হাতে অংকিত ছবি বলে মনে হয় না। তবে দেখতে খুব সুন্দর। সামুতে এগুলো অনেক আগেই দেখেছি। আমিও মনে করি, টেকটিউন্স এ ধরণের টিউন প্রত্যাশিত নয়।

    ভাই আপনি একবার বলছেন “তবে দেখতে খুব সুন্দর” আবার বলছেন এ ধরণের টিউন প্রত্যাশিত নয়। তবে কোন ছবি দেখতে চান জন্মদিনের পোশাক পরা ?

Level 2

আপনার মন্তব্যটাও অপ্রত্যাশিত। আপনার দেয়া ছবিগুলো আমার কালেকশানে আগে থেকেই আছে। ছবিগুলো সুন্দর বলেই কালেকশান করেছি। কিন্তু সুন্দর ছবি দিয়ে টেকটিউনস-এ টিউন করলেই সেটা প্রত্যাশিত হবে, এমন কোন কথা নেই। আসলে আমি বলতে চেয়েছি, যদিও ছবিগুলো সুন্দর, কিন্তু টেকটিউনস এর টিউনগুলোর বিষয়বস্তুর সাথে এটি সংগতিপূর্ণ নয়। কারণ টেকটিউনস এ প্রযুক্তি বিষয়ক টিউন-ই আশা করা হয়। আমার মন্তব্যে আপনি হয়ত দুঃখ পেয়েছেন। এ জন্যে আমিও দুঃখিত। আপনি ইচ্ছে করলে আমার মন্তব্যটি মুছে দিতে পারেন। ভাল থাকুন।

Level 2

Thnx bro. . . for shearing……………