আমার শখের কোন বেরেক নাই। যখন যেটা দেখি সেটাই মনে হয় এইটার জন্যই আমি অপেক্ষা করছি এতদিন। সবকিছু ছেড়ে ছুড়ে লেগে পড়ি। কিন্তু এই লেগে পড়া বেশিদিন স্থায়ী হয় না। ২-৪ দিনের জন্য লেগে পড়া আরকি !
তেমনি একবার লেগে পড়েছিলাম ফটোগ্রফির দিকে কিন্তু এইটার মেয়াদ ওই চিন্তা করার মধ্যেই। বাস্তবে আর লেগে পড়া হয়নি কখনো। প্রধান সমস্যাও ছিল র্যানডম। ভাল কোন প্রতিষ্ঠান বা শিক্ষক নাই, ইচ্ছে খাকলেও বই আর ম্যাগাজিন পড়ে বন্ধুদের সামনে সমালোচনা করেই চিনি’র স্বাদ স্যাকারিনে(!) মেটাই, কারন আমার মোবাইলের ২.০ মেগাপ্রিক্সেল ক্যামেরা ছাড়া তেমন কোন অস্ত্র নেই তখন আমার কাছে। তবে কারো ক্যামেরা ইছে শুনলে তার জন্য এক্সট্রা খাতিরের অভাব করি না। বিভিন্ন বাহানায় ক্যামেরা ধার নিয়ে গুতোগুতি চালিয়ে যায়।
একদিন জয় ভাইয়া নিয়ে আসল ক্যামেরা নিয়ে আমার রুমে। আমার তো আর ভাব সামলাতে পারছি না। ভাইয়ার একটা ছবি তুলে দেওয়া একটা দরকার কম শখ বেশি। দিলাম তুলে। হয়ে গেল ভাইয়ার সবচেয়ে সুন্দর ছবিটার কাহিনী।
ডানের জানালার অংশ ডিলিট করা ছাড়া আর কোন ইফেক্ট দেওয়া হয়নি এখানে ।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
TT -te a rakom post er ki kono dorkar ache ?
Parle useful kone post karen