শখের পাগল এর কান্ড

আমার শখের কোন বেরেক নাই। যখন যেটা দেখি সেটাই মনে হয় এইটার জন্যই আমি অপেক্ষা করছি এতদিন। সবকিছু ছেড়ে ছুড়ে লেগে পড়ি। কিন্তু এই লেগে পড়া বেশিদিন স্থায়ী হয় না। ২-৪ দিনের জন্য লেগে পড়া আরকি !
তেমনি একবার লেগে পড়েছিলাম ফটোগ্রফির দিকে কিন্তু এইটার মেয়াদ ওই চিন্তা করার মধ্যেই। বাস্তবে আর লেগে পড়া হয়নি কখনো। প্রধান সমস্যাও ছিল র‌্যানডম। ভাল কোন প্রতিষ্ঠান বা শিক্ষক নাই, ইচ্ছে খাকলেও বই আর ম্যাগাজিন পড়ে বন্ধুদের সামনে সমালোচনা করেই চিনি’র স্বাদ স্যাকারিনে(!) মেটাই, কারন আমার মোবাইলের ২.০ মেগাপ্রিক্সেল ক্যামেরা ছাড়া তেমন কোন অস্ত্র নেই তখন আমার কাছে। তবে কারো ক্যামেরা ইছে শুনলে তার জন্য এক্সট্রা খাতিরের অভাব করি না। বিভিন্ন বাহানায় ক্যামেরা ধার নিয়ে গুতোগুতি চালিয়ে যায়।

একদিন জয় ভাইয়া নিয়ে আসল ক্যামেরা নিয়ে আমার রুমে। আমার তো আর ভাব সামলাতে পারছি না। ভাইয়ার একটা ছবি তুলে দেওয়া একটা দরকার কম শখ বেশি। দিলাম তুলে। হয়ে গেল ভাইয়ার সবচেয়ে সুন্দর ছবিটার কাহিনী।

ডানের জানালার অংশ ডিলিট করা ছাড়া আর কোন ইফেক্ট দেওয়া হয়নি এখানে ।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

TT -te a rakom post er ki kono dorkar ache ?
Parle useful kone post karen

    Level 2

    ভাইয়া আপনারা থাকতে আমরা যদি usefool পোষ্ট দেই তাহলে আপনাদের কি অসম্মান করা হবে না ?

Level 2

ক্যাটাগরি যখন আছে তখন পোষ্ট থাকবে না কেন ?

    @Nahid: ক্যাটাগরি আছে কিন্তু আপনি কি করলেন only তা শেয়ার করার জন্য না । সেইটা থেকে অন্য কেউ কিছু শিখতে পারল কি না সেটা দেখতে হবে ।

Level 2

ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল চিন্তা ধারা মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।

সবসময় যেমন খায় খায় করা ঠিক না তেমনি সবসময় শেখার জন্য পড়ার যে চিন্তা আপনি মাথায় রেখেছেন তাতে আমার চিন্তা হয় আপনার এই ইচ্ছ কতদিন থাকবে। @ইলিয়াস ভাইয়া

Level 3

নাহিদ আপনাকে ধন্যবাদ।আমার মনে হয় আপনার আর আমার মধ্যে অনেক মিল আছে পাগলামির।আপনার ছবি তোলার হাত অনেক ভাল আপনি লেগে থাকুন সফলতা আসবেই।ছবিটি খুবই সুন্দর হয়েছে।আমি বিশ্বাস করি আপনার প্রতিভা আছে।
আসলে টিটিতে যে টিউন গুলো দেখি বেশির ভাগ হয় কোন কিছু শেখা বা জানার উপর।তাই আমরা বেশির ভাগই এই জানা বা শেখার জন্যই টিটিতে আসি।কিন্তু এসে যখন দেখি কোন শেখা বা জানার কিছু নাই তখন মনটা খারাপ হয়ে যাই।আপনি যদি একটু সময় নিয়ে ক্যামেরার দাম ,গুনাগুন,ফটোগ্রাফার হতে কি লাগবে ইত্যাদি বিষয় তুলে ধরতেন তাহলে আমার মনে হয় টিউনটি পরিপূর্ণ হতো । ভাল থাকবেন আশা করি আপনার কাছ থেকে ও অনেক কিছু জানতে পারবো।

Level 2

সরি ভাইয়া হ্যাচাক জ্বেলে আমার কাছে জানার কিছু যে পাওয়া যাবে না তা আমি অন্তত নিশ্চিত !
আমি একটা উক্তি খুব ভালো বিশ্বাস করি । ”সুন্দর অনুভুতিগুলি ছড়িয়ে দাও – এর মাঝেই কেউনা কেউ খুজে পাবে জীবনের স্বার্থকতা।”

NB: কিন্তিু আগেই বলে দিচ্ছি আমি কিন্তু উক্তি কারী’র নাম জানি না । I surrender !

Level 0

Ame Tuner Vai Er Sathe Akmot Na Catagory Ache Sekhar Jonno. Apnar Photo Dekhe Ame Ke Sikhbo ?… Ha Aeta Bolte Parten Ae Type Er Photo Kevabe Tulte Hobe. Ame O Akjon Photographer Jodeo Professional Na. Amar Onek Photo Ache Chaile Ameo Ae Neye Tune Korte Pare, But Kono Kaje Ashbe Na. Ar Theke Ame Photographyr Website A Photo Upload Kore Rating Kore Dakhe Ame Ke Sekhechi. R Ae Dhoroner Tune Theke Beroto Thakun… Apnar Kach Theke R O Sundor Tune Asha Kore Dhonnobad …

That’s it? আর কিছু নাই ?

sundor onuvuti gulo chorea dite hole je vaiaha apnar chobi gulo Facebook e share kore dite hobe. ata to social networking sitena. akhane manush shikhte r skekhate ase. asa kori tune korar agey bapargulo kheyal rakhben.

নাহিদ ভাই, Mithu ভাই এর এত সুন্দর আর possitive মন্তব্যটি আপনি কতটুকু possetively নিয়েছেন বুঝতে পারছিনা। আর আপনি ফটোগ্রাফি সম্পরকে আর কিছু কথা ভা টিপস দিলেই আপনার টিউন টি পরিপূর্ণ হত। আর আপনি বলেছেন যে
ক্যাটাগরি যখন আছে তখন পোষ্ট থাকবে না কেন ?

এখন আমি যদি টিটিতে সাহায্য নামের একটা বিভাগ আছে বলে বলি যে আমার কিছু টাকা দরকার, বিভাগ যখন আছে তাহলে সাহায্য ছাইতে পারব না কেন? তাহলে কি বিষয়টা ঠিক হবে?

আপনার তুলা ছবিটি খুবি সুন্দুর হয়েছে, তবে সবার একটাই কথা যে আপনার টিউন এ শেখার কিছু নেই। সেদিকে একটু খেয়াল রাখবেন।
আপনাকে কিছু লিঙ্ক দিলাম। সবগুলু লিঙ্ক ফটোগ্রাফি বিভাগের তবে সবগুলু টিউন এই শেখার কিছু আছে।

https://www.techtunes.io/photography/tune-id/89386/
https://www.techtunes.io/photography/tune-id/93861/
https://www.techtunes.io/photography/tune-id/100175/

আপনাকে ধন্যবাদ।

post ta koto tuku juktishongoto ta janina tobe apnar protiva mondo na .. khub shundor pic tulechen …..

inspiarational @NAhid

Apni pagol+ ekta chagol o bote……

রিয়েল পাগলু ।