ভ্রমনে বের হলে নতুন নতুন ছবি তোলার আইডিয়া মাথায় চলে আসে সহজেই। কয়েকটি টিপসের মাধ্যমে ভ্রমনের ছবিগুলোকে আরো আকষর্নীয় করে তোলা যায়। Photography শব্দটির গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ আলো দিয়ে ছবি আঁকা। আলোর ব্যবহারের উপরেও কিছু কথা আছে এ টিউটরিয়ালটিতে। কিছু আইডিয়া এখান থেকে অনুবাদ করেও প্রকাশ করছি।
আপনার পরিচিত ফটোগ্রাফার থাকলে তাদের সাথে দেখা করতে পারেন, তাদের ভ্রমনের আর ছবি তোলার অভিজ্ঞতা শুনে নিন।
ভ্রমনে ছবি তুলতে গেলে ছবি তোলার উপর বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। সব স্থানের ছবি তোলার অনুমোতি নাও থাকতে পারে।
আরেকটা ব্যাপার হলো সব জায়গার লোকজন তাদের ছবি তোলা পছন্দও করে না। আমাদের দেশের বা দক্ষিন এশিয়ার লোকেরা ছবি কোন পর্যটকের সাথে ছবি তোলতে আগ্রহী হয়।
নিজের দামি ছবি তোলার সরঞ্জামগুলোর দিকে সতর্কতা অবলম্বন করা উচিৎ। ভ্রমনে বের হলে এসব চুরি হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।
ঐতিহাসিক কোন অবস্থান বা কোন পোড়া কির্তির ছবি তোলতে উজ্জ্বল আলো ব্যবহার করুন। বিষয় বস্তুটিকে সঠিকভাবে অনুভব করার জন্য উজ্জ্বল আলো দরকার।
দুপুরের আলো ছবি তোলার জন্য সবচেয়ে বাজে। সাধারন ছবিগুলো বিকেলে তোলা যেতে পারে। ঝড়,বৃষ্ট বা সূযর্স্তের সময় দারুন দারুন ছবি তোলা যেতে পারে।
একটি অবস্থানের ছবি বিভিন্ন ভাবে তোলা যেতে পারে-সোজা,কোনাকুনি,বিভিন্ন আলোতে,ভিন্নভিন্ন ব্যাকগ্রাউন্ডে তুললে অদ্ভুত ভিন্নতা দেখা যায়। নিজের চিন্তা মতো না করে ক্যামেরাটি অন্যকে দিয়েও ছবি তোলে নিতে পারেন।
অপরিচিত,আনকমন নতুন নতুন বিষয় খুজে নিতে পারেন। আবার অতি সাধারন জিনিসের মধ্যে থাকতে পারে অসাধারন বৈচিত্রময়তা আমি তরকারীর খোসা , শস্য বীজের আলোর ঝলক ইত্যাদি অনেক সাধারন ছবিই দেখেছি যা অসাধারন লেগেছে।
আমাদের আসে পাশে অনেক জায়গা আছে যেখানে খুব কোন টুরিস্ট যায় না । সেসব যায়গা ভ্রমন করেও পেতে পারেন মূল্যবান কিছু ছবি তোলার উপাদান।
রাতে ছবি তোলা শিখুন। দিনের কোলাহলমুক্ত নিরব রাতের শহরের ভৌতিক ছবি অনেকের মন টানে। রাতের প্রকৃতির মায়ার কাছে হার মেনেছে অনেকেই।
লেখাটি এখান থেকে নেয়া। আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
হূমম……………..ভ্রমনে গেলে আপনাকে নিয়ে যেতে হবে।