২৪০০ সালে ব্যাবলিনে আবিষ্কার হওয়ার কম্পিউটার (Computer)-আজ সারা বিশ্বে সবার মাঝে প্রচলিত। বর্তমানে কম্পিউটার সম্পর্কে অনেক মানুষ ধারণা রাখে। সময়ের সাথে সাথে কম্পিউটার সিস্টেম মানুষের কাছে এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মানুষ এটা ছাড়া কোনো কাজই সহজে ভাবে করতে পারে না। কিন্তু আপনি কি জানেন কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে? এটার ইতিহাস কি? আজকে আমি কম্পিউটার কি ও এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রযুক্তি যত উন্নত হচ্ছে কম্পিউটার আরো ফাস্ট ও শক্তিশালী হচ্ছে। চলুন জেনে নেই কম্পিউটার সম্পর্কে কিছু জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্যঃ
ইলেকট্রনিক কম্পিউটার যন্ত্রটির মূল সংজ্ঞা হচ্ছে- এটি একটি গণনাযন্ত্র যা বিভিন্ন তথ্য গ্রহণ করে এবং তথ্যগুলো তার প্রক্রিয়ার মাধ্যমে নির্ভুলভাবে উপস্থান করে। কম্পিউটার শব্দটি এসেছে গ্রীক শব্দ কম্পিউট (Compute)-থেকে। আর গ্রীক শব্দ কম্পিউট এর অর্থ হলো গণনা করা বা হিসাব নিকাশ করা। ১৯৬৪ সালে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটারের প্রচলন ঘটে। বর্তমানে কম্পিউটার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কম্পিউটার এখন মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে। কম্পিউটারের মধ্যে কোনো তথ্য ইনপুট করলে সাথে সাথে সঠিক আউটপু বেড় হয়ে আসে। ফলে মানুষ সময় বাঁচানোর জন্য ব্যাপকভাবে কম্পিউটার ব্যবহার করে থাকে। যে কাজগুলো আপনি কয়েক ঘন্টায়েও শেষ করতে পারবেন না সে কাজ কম্পিউটার কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ করে দিবে।
প্রাচীনকালে মানুষ তাদের হিসাব নিকাশ করার জন্য নানা ধরনের উপকরণ ব্যবহার করে থাকত। তখন তাঁরা হিসাব নিকাশ আরো ভালো ভাবে মনে রাখার জন্য বিভিন্ন কৌশল ও যন্ত্র আবিষ্কার করেছিল। কিন্তু তাদের সেই যন্ত্রগুলো মোটামুটি কাজে দিলেও খ্রিষ্টপূর্ব ২৪০০ সালে ব্যাবলিনে গণনা করার জন্য অ্যাবাকাস নামক একটি যন্ত্র আবিষ্কার করা হয়। আর এটাকেই প্রাচীন ইতিহাসের সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কারের সুত্র হিসাবে ধরে নেওয়া হয়। বিজ্ঞানি জন ভন নিউম্যান প্রচীন কম্পিউটার আবিষ্কার করেন বলে ধারণা করা হয়। কিন্তু অনেকে বলে থাকে অ্যালেন টুরিং-এর তত্ত্ব অনুসারে কম্পিউটারের উৎপত্তি হয়। বর্তমান আধুনিক কম্পিউটার আবিষ্কারের পেছনে হাত রয়েছে কম্পিউটার বিজ্ঞানী চার্লস ব্যাবেজ-এর। আর মূলত তাকেই আধুনিক কম্পিউটারের আবিষ্কারক বলা হয়।
আমি আরিয়ান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।