[পর্ব-১১] :: এই মুহূর্তে বাজারের সেরা মাউস গুলো

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি  আলোচনা করব পিসি বিল্ডিং নিয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরব বাজারের সেরা মাউস গুলোকে। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

আমরা যখন পিসি বিল্ড করি তখন কিবোর্ড গুলো যেভাবে গুরুত্বের সাথে বিবেচনা করি তেমনি বিবেচনায় রাখতে হয় মাউসকেও। সম্পূর্ণ পিসি বিল্ড হয়ে গেলে আপনি যদি মাউস আর কিবোর্ডে আরাম না পান তাহলে আপনার সকল চেষ্টাতেই কমতি থাকতে পারে। আপনার কাজের জন্য উপযুক্ত একটি মাউস আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ পর্যন্ত।

আগের টিউনে কথা বলেছিলাম বাজারের সেরা কিবোর্ড নিয়ে, আজকে দেখে নেব এই মুহূর্তে বাজারের সেরা মাউস গুলো।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

প্রযুক্তিপ্রেমি এবং গেমারদের জন্য সেরা মাউস

Logitech G502 Hero

এর আগে বিভিন্ন টিউনে আমি বাজারের সেরা গেমিং মাউস হিসেবে Razer DeathAdder Elite কে বিজয়ী করলেও এর একটা শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। বাজারে Razer DeathAdder Elite এর সেরা প্রতিদ্বন্দ্বী হল Logitech G502 মাউসটি।

দুটি মাউসের দামই ৫০ ডলার (প্রায় ৪২৩৭ টাকা), দুটি মাউস ভিন্ন ভাবে ফিচার অফার করলেও, মাউস গুলোর আবেদন সমান।

প্রথমে কথা বলব DeathAdder Elite কে নিয়ে, দীর্ঘ এবং উচ্চতা বিশিষ্ট এই মাউসটি যেকোনো গ্রিপ স্টাইলের জন্য উপযুক্ত। এতে আছে আরামদায়ক, রাবার-যুক্ত পার্শ্ব গ্রিপস, একটি অত্যন্ত নির্ভুল 16, 000 DPI "5G optical sensor" (দুটি ডিপিআই সুইচ দিয়ে সহজেই এডজাস্ট করা যায়) দিয়ে তৈরি এবং আরও আছে মোট সাতটি Fully-Programmable বাটন।

আগের মডেল DeathAdder, যেখানে স্থায়িত্ব এবং দীর্ঘায়ু নিয়ে প্রশ্ন ছিল সেখানে DeathAdder Elite দিয়ে এই সমস্যার সমাধান করা হয়েছে, যা ৫০ মিলিয়ন ক্লিকের জন্য রেট করা। যদিও মাউসটি ১০০ গ্রাম  এর দারুণ দিক হচ্ছে যেকোনো পৃষ্ঠেই এটি সেট হয়ে যেতে পারে।

তবে ফিচারের দিক বিবেচনায় DeathAdder Elite সিম্পল একটি মাউস, আপনি যদি বেশি ফিচার চান তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Logitech G502 মাউসটি।

প্রথমেই যদি Logitech G502 এর কাস্টমাইজেশন নিয়ে কথা বলি তাহলে বলতে হবে এই মাউসটিতে দেয়া হয়েছে ১১ টি Programmable বাটন যেখানে DeathAdder Elite এর  ছিল ৭টি। DeathAdder Elite এর মতই এখানেও দেয়া হয়েছে পার্শ্ব গ্রীপ। রাখা হয়েছে তালু রেস্ট ব্যবস্থা। তাছাড়া এটি যেকোনো গ্রিপ স্টাইলের জন্য উপযুক্ত৷

মাউসটির মেটাল Scroll Wheel একে নিয়ে গেছে অন্য উচ্চতায়। এর Scroll Wheel আপনাকে দেবে দারুণ এক ব্যবহার অভিজ্ঞতা। এর নিচের বাটমের মাধ্যমে সহজে  আপনি বিভিন্ন ওয়েবপেজ ব্রাউজ এবং ফটো জুম করাতে পারবেন। এর Scroll Wheel এর মাধ্যমে আলাদা করে ডানে এবং বামে ধাক্কা দিয়ে দুটি প্রোগ্রামেবল কী এর সুবিধাও পাওয়া যাবে।

দুটি মাউস বিবেচনায় G502 এর বড় শক্তি হচ্ছে এর 16, 000 DPI "Hero 16K Sensor"। Logitech এর দাবী এখন পর্যন্ত বাজারে নির্ভুল সেন্সর হল এটি। আমাদের টেস্টেও এর যথেষ্ট ভাল ফলাফল লক্ষ্য করেছি। তাছাড়া আরেকটি ফিচার না বললেই নয়, উভয় মাউসের কিন্তু RGB লাইটিং আছে এবং এগুলো নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে Tweak করা যায়।

সেরা বিকল্প

যদি আপনার উপরের কোনটি পছন্দ না হয় তবে আরও একটি উপযুক্ত প্রতিযোগী রয়েছে, SteelSeries Sensei Ten। এটি আগের গেমিং মাউস গুলো থেকে আরও আপগ্রেড, এবং আধুনিক সংস্করণ। এতে আছে দশটি মসৃণ, হালকা ওজনের মাত্র ১৩০ গ্রাম, টেকসই (এটি তার পূর্বসূরির ধাতব প্রলেপটিকে "উচ্চ-গ্রেড" পলিমারের সাথে প্রতিস্থাপন করেছে) এবং এতে SteelSeries এর নিজস্ব TrueMove Pro 18, 000 DPI অপটিক্যাল সেন্সর দেয়া হয়েছে, যা দেবে "True 1-to-1" ট্র্যাকিং।

মাউসকে রেট করা হয়েছে এটি 60 মিলিয়নেরও বেশি ক্লিক এর সক্ষমতা রাখে। এতে আছে ৮ টি প্রোগ্রামেবল বাটন। অন্যান্য হাই-এন্ড মাউস গুলোর মতই এখানে আছে RGB লাইটিং সিস্টেম। মাউসটির দাম নির্ধারণ করা হয়েছে ৭০ ডলার (প্রায় ৫৯৩২ টাকা)। SteelSeries Sensei Ten এর দাম যদিও থেকে কিছুটা বেশি তবে প্রিমিয়াম ফিচার গুলোর জন্য এটি বেশ উপযুক্ত।

সেরা প্রোডাক্টিভিটি ওয়ারলেস মাউস

Logitech MX Master 3

আমার আগের উল্লেখিত দুটি মাউস প্রোডাক্টিভিটিতেও ব্যবহার করা যাবে তবে বিশেষ করে প্রোডাক্টিভিটি জন্যই বানানো হয়েছে ৯৯ ডলারের (প্রায় ৮৩৯০ টাকা) Logitech MX Master 3 মাউসটি। মাউসটি ওয়ারলেস এবং এতে আছে 4, 000 DPI সেন্সর, Logitech এর দাবী যেকোনো সারফেসে খুব ভাল ভাবেই কাজ করতে পারবে মাউসটি।

MX Master 3 মাউসটি আগের MX Master 2S থেকে বেশ ইম্প্রুভ করা হয়েছে। এতে উন্নত Scroll Wheel দেয়ার পাশাপাশি দেয়া হয়েছে Horizontal Scrolling সুবিধা যাতে করে বিভিন্ন এপ্লিকেশন গুলোতে মুভ করা যাবে।

এতে আছে ডুয়েল স্ক্রুল মুড, । Hyper Scroll মুডে আপনি আর্টিকেল বা ডকুমেন্ট গুলোতে পড়তে পারবেন ফ্রি স্ক্রুলে এবং Ratchet Mode মুডের মাধ্যমে আপনি পাবেন আরও স্ট্যান্ডার্ড Click-To-Click স্ক্রুলিং এক্সপেরিয়েন্স।

আপনি Logitech এর Flow সফটওয়্যারের মাধ্যমে একই সাথে তিনটি কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। একই সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন ডিভাইস গুলোর মধ্যে। সবার কাছে Flow তেমন পছন্দের না হলেও, যারা এক সাথে একাধিক পিসিতে কাজ করেন তাদের জন্য চমৎকার হতে পারে এটি।

MX Master 3 মাউসের ডিজাইনটিও আপনাকে বেশ মুগ্ধ করবে এবং ডিজাইনটি মাউসটিকে আরও আরামদায়ক করে তুলেছে। এতে রাখা হয়েছে Left-Facing Thumb রেস্ট ব্যবস্থা।

মাউসটি পিসির সাথে কানেক্ট হবে Logitech এর Unifying Dongle (2.4Ghz কানেকশন) দিয়ে, অথবা Bluetooth দিয়ে যা আপনি পছন্দ করেন। যেহেতু এটি ওয়ারলেস সুতরাং এটি চার্জে চলবে। Logitech দাবী একবার চার্জ দিলে মাউসটি ব্যবহার করা যাবে প্রায় ৭০ দিন। তাছাড়া চার্জ হওয়া অবস্থায়ও ব্যবহার করা যাবে মাউসটি। মাউসটিকে আপনার পিসির মাধ্যমে USB-C পোর্টে চার্জ দিতে পারবেন।

আগেই বলেছি এই মাউসটি আগের MX Master 2S মাউসের আপগ্রেড ভার্সন, তবে আপনি যদি কিছু টাকা সেভ করতে চান তাহলে আপনি ৭০ ডলারের MX Master 2S মাউসটিও দেখতে পারেন।

সেরা ওয়ারলেস গেমিং মাউস

Logitech G604 Lightspeed

আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে G502 এবং DeathAdder Elite না নিয়ে কিছু ডলার বাড়িয়ে, Logitech G604 Lightspeed ওয়ারলেস মাউসটি নিতে পারেন। এই মাউসটি G502 এর আপগ্রেড ভার্সন। ওভারঅল ডিজাইন  প্রায় একই। তবে G604 Lightspeed এ দেয়া হয়েছে অতিরিক্ত কিছু বাটম এবং ওয়ারলেস ফাংশনালিটি।

মাউসটিতে ওয়ারলেস ফিচারের জন্য রাখা হয়েছে দুটি প্রযুক্তি, Bluetooth এবং Logitech এর 1ms Lightspeed প্রযুক্তি। Bluetooth ব্যবহার করলে মাউসটি ব্যাটারি ব্যাকআপ দেবে প্রায় ৫ মাস আর যদি 1ms Lightspeed ব্যবহার করেন তাহলে টানা দশদিন নন-স্টপ গেম খেলতে পারবেন।

তবে আমার পরামর্শ থাকবে সাধারণ কাজ যেমন ব্রাউজিং বা অন্যান্য কাজে Bluetooth ব্যবহার করতে পারেন এবং গেমিং এর ক্ষেত্রে 1ms Lightspeed ব্যবহার করতে পারেন। তবে এই মাউসটির বড় একটি অসুবিধা আমার চোখে পড়েছে সেটি হচ্ছে এটি এর মত ক্যাবল দিয়ে চার্জ করতে পারবেন না আপনাকে সময় সময় AA ব্যাটারি ব্যবহার করতে হবে।

অন্যান্য আধুনিক মাউসের মতই মাউসেও আপনি পাবেন 16, 000 DPI। যা যেকোনো সারফেসে আপনাকে দারুণ পারফরমেন্স দিতে পারবে।

হাই-এন্ড মাউস হওয়াতে এখানে আপনি পাচ্ছেন ১৫ প্রোগ্রামিং বাটন, এতে আপনি পাবেন আলাদা ছয়টি Thumb বাটন। এই মাউসটিতেও রাখা হয়েছে G502 এর মত মেটাল Scroll Wheel। যা আপনাকে দেবে ডুয়েল স্ক্রুলিং সুবিধা।

দারুণ এই মাউসটি মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ ডলার (প্রায় ৮০৫১ টাকা)।

তাছাড়া আপনি ৮০ ডলারের (প্রায় ৬৭৭৯ টাকা) G903 Lightspeed  মাউসটিও দেখতে পারেন। এই মাউসেও পাবেন ডুয়েল কানেক্টিভিটি সুবিধা। একবার চার্জে ব্যাকআপ পাবেন প্রায় ৩২ ঘণ্টার মত।

G903 Lightspeed এ দেয়া হয়েছে Ambidextrous ডিজাইন যা বামহাতি গেমারদের জন্যও বেশ আরাম দায়ক, আরও যুক্ত করা হয়েছে, Palm, Claw, এবং Fingertip গ্রিপ।

MOBA/MMO এর জন্য সেরা মাউস

Razer Naga Trinity

এতক্ষণ আমরা দেখলাম প্রোডাক্টিভিটি, গেমিং এবং ওয়ারলেস মাউস এবার দেখতে যাচ্ছি MMO এবং MOBA এর জন্য উপযুক্ত মাউস। MMO এবং MOBA জেনারের গেম গুলোর জন্য আপনার উপযুক্ত মাউস হতে পারে,  Corsair Scimitar Pro এবং Razer Naga Trinity মাউসটি।

দুটি মাউসই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে MMO এবং MOBA জেনারের জন্য।

Razer Naga Trinity মাউসটির দাম ৭৩ ডলার (প্রায় ৬১০১ টাকা) যা Scimitar Pro থেকে কিছুটা ছোট এবং পাতলা। এমনকি এটি ১৯ টি প্রোগ্রামিং কি দ্বারা কাস্টমাইজেশন করা যাবে। আপনি যদি অবাক হয়ে থাকেন এত গুলো বাটম কিভাবে এল, তাহলে জেনে নিন এই মাউসটিতে রাখা হয়েছে পরিবর্তন যোগ্য কিছু প্লেট এবং রাইট এবং লেফট স্ক্রুলিং। প্লেট গুলোতে আলাদা আলাদা, 2, 6, এবং 12 বাটম থাকতে পারে এবং সব গুলো ভিন্ন ভিন্ন কাজের জন্য ডিজাইন করা হয়েছে। যেমন এর ৬ টি বাটম ডিজাইন  MOBA এবং ১২ বাটম ডিজাইন MMO এর জন্য দারুণ উপযুক্ত।

দুই ধরনের বাটম ভিন্নতায় আপনি সহজে করে ফেলতে পারবেন দৈনন্দিন কাজ কর্ম এবং পাবেন সেরা গেমিং অভিজ্ঞতা।

দুটি মাউসের প্রতিযোগিতায় জিতে যাবে ৫০ ডলারের (প্রায় ৪২৩৭ টাকা) Razer Naga Trinity মাউসটি। মাউসটি বাম পাশে দেয়া হয়েছে keypad যাতে সহজেই আপনি নাম্বার কী ব্যবহার করতে পারবেন।

ভিন্নতা থাকলেও দুটি ডিভাইসেই আপনি পাবেন RGB lighting, 16, 000 DPI এবং Right-Facing Finger Restব্যবস্থা।

সেরা ট্রাভেল মাউস

Logitech MX Anywhere 2S

আপনি যদি বেশিরভাগ সময় ট্রাভেলে থাকেন এবং পোর্টেবল কোন মাউস খুঁজে থাকেন তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে MX Anywhere 2S। ডিজাইনের দিক থেকে এটি বেশ ছোট এবং ছোট আকারের পকেটে এটিকে বহন করতে পারবেন।

সাইজের দিক থেকে মাউসটিতে সুবিধা থাকলেও আপনি এখানে পাচ্ছেন দারুণ দুটি ফিচার, যেমন  এটি যেকোনো সারফেস এমনকি গ্লাস সারফেসেও কাজ করতে পারে এবং  এই মাউসটি দিয়ে Flow এর মাধ্যমে  এক সাথে তিনটি সিস্টেমে কাজ করতে পারবেন। মাউস কার্সর ভিন্ন মনিটরে নিয়ে যাবার পাশাপাশি, সিস্টেম গুলোর মধ্যে ফাইল আদান প্রদানও করতে পারবেন। সাথে সাথে পাবেন কপি পেস্ট ফিচারও। এই মাউসটিতেও পাবেন এর মত স্ক্রুল এবং। এই মাউসটিও এক চার্জে ৭০ দিন চলতে সক্ষম। এতে আরও আছে 4, 000 DPI সেন্সর।

আপনি যদি এমনই পোর্টেবল মাউস চান তাহলে  মাত্র ৫০ ডলারে এই মাউসটি নিয়ে নিতে পারেন।

তাছাড়া একই কাজের জন্য ২৫ ডলারের (প্রায় ২১১৮ টাকা) Logitech M705 Marathon এবং ৩৫ ডলারের (প্রায় ২৯৬৬ টাকা) M720 Triathlon মাউস গুলোও দেখতে পারেন।

বেস্ট ভ্যালু মাউস

Logitech G203 Prodigy

সাশ্রয়ী দামের মধ্যে আপনি কোন মাউস খুঁজে থাকলে আপনার জন্য উপযুক্ত হতে পারে ২১ ডলারের (প্রায় ১৭৭৯ টাকা) Logitech G203 Prodigy মাউসটি। মাউসটিতে আপনি পেয়ে যাবেন ৬ টি প্রোগ্রামিং বাটন। এবং সব মিলিয়ে এর ডিজাইনটি মাউসটি ব্যবহার করে তুলেছে আরও আরামদায়ক।

তবে আপনার জন্য আরেকটি উপযুক্ত সিদ্ধান্ত হতে পারে ২২ ডলারের (প্রায় ১৮৬৪ টাকা) G402 Hyperion Fury মাউসটি। যা Logitech G203 Prodigy এর সাথে প্রতিদ্বন্দ্বী করে।

তবে এই মাউস গুলো বাছাই করলে আপনাকে এগুলোর সেন্সরের দিকে কিছুটা ছাড় দিতে হবে। মাউস গুলোর ম্যাক্সিমাম DPI হতে পারে ৪০০০ পর্যন্ত। তাই আপনার পছন্দ যদি গেমিং হয় তবে আগের মাউস গুলোকে বেশি গুরুত্ব দিন।

সেরা Ergonomic মাউস

Logitech MX Vertical

সম্পূর্ণ ভিন্ন একটি ক্যাটাগরি হচ্ছে Ergonomic মাউস। আর সেরা ভার্টিক্যাল মাউস হিসেবে আপনি বাছাই করতে পারেন ৯২ ডলারের (প্রায় ৭৭৯৬ টাকা) Logitech MX Vertical ভার্টিক্যাল মাউসটিকে। এই ক্যাটাগরির মাউস আপনার কব্জির দীর্ঘ মেয়াদী ক্ষতি প্রতিরোধ করবে।

অরগনমিক্স এবং হাতের স্বাস্থ্যকে উত্সাহ দিতেই এই ধরনের মাউসের উৎপত্তি, আপনি যদি Overwatch বা Call of Duty এর মতো হাই-এন্ড গেমগুলি খেলতে চান তবে আপনি মোটর নিয়ন্ত্রণ ত্যাগ করতে পারেন। আপনি যখন হাতটি পাশের দিকে কাত করবে, তখন মনে হবে আপনি মাউসের চেয়ে বেশি জয়স্টিক নিয়ন্ত্রণ করছেন। তবে যেহেতু এটি গতানুগতিক মাউস থেকে কিছুটা ভিন্ন সুতরাং প্রথম দিকে কিছুটা অসুবিধা হতে পারে তবে অনুশীলনের মধ্যমে এটি বেশ সহজ হয়ে যাবে।

ডেস্কটপের কাজের জন্য আমাদের পরামর্শ থাকবে আপনি এটি ব্যবহার করতে পারেন কারণ এতে আছে, 4, 000 DPI সেন্সর, Logitech Flow Integration এবং প্রায় চারমাসের ব্যাটারি ব্যাকআপ।

মাউসটিতে আরও আছে অতিরিক্ত কাস্টমাইজেশন কী। যেগুলো দিয়ে করতে পারবেন প্রোডাক্টিভিটি কাজ কর্ম। এই লিস্টের অন্যান্য মাউস গুলোর মত এই মাউসটিতেও পাবেন Bluetooth এবং Logitech Unifying Receiver কানেক্টশন। এটি চার্জের জন্য USB-C ক্যাবল ব্যবহার করবে চার্জ হতে সময় লাগবে ৩ ঘণ্টা প্রায়।

শেষ কথাঃ

আলোচনা করে ফেললাম এই মুহূর্তে বাজারের সেরা মাউস গুলো নিয়ে। আশা করছি আপনি, আপনার চাহিদা অনুযায়ী সেরাটি বাছাই করতে পারবেন।

সম্পূর্ণ আলোচনা থেকে ছোট করে বলতে গেলে আপনি যদি গেমিং চান তাহলে, Logitech G502 প্রোডাক্টিভিটিতে, Logitech MX Master 3 ট্রাভেলে, MX Anywhere 2S এবং Ergonomic  এর জন্য Logitech MX Vertical মাউসটি ব্যবহার করতে পারেন।

আশা করছি সকল কাজে আপনার জন্য সেরা মাউস গুলো তুলে ধরতে পেরেছি।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি এখান থেকে কোন মাউসটি বাছাই করলেন।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস