তো Launch হওয়ে গেলো Ryzen 5000 Series এর Processor, আর এরই সাথে AMD এর Processor Gaming Performance Crown নিয়ে নিলো Intel এর কাছ থেকে। This is an Exciting Time for Computing. ২০০৫ এ, মানে ১৫ বছর আগে Last AMD Intel থেকে এগিয়ে ছিল।
এর আগে আমরা দেখেছি যে AMD Multi Tasking এ ভালো আর Intel Gaming এ। তবে এখন তা আর সত্য নয়। দুইটি তে ই এখন AMD এগিয়ে।
নিচে i9 10900k র সাথে Ryzen 9 5900x এর Gaming Benchmark দেয়া। ১৯% IPC Increase! আর Efficiency র কথা তো না ই বললাম। i9 10900k যেখানে 200 Watt এর উপরে Consume করে Ryzen 9 5900x সেখানে Consume করে 105 Watt (Depends on Base and Boost Clock Speeds)
তবে AMD যেহেতু ফাঁকা মাঠে গোল করেছে, তাই Price ও সুযোগ পেয়ে কিছুটা বাড়িয়ে দিয়েছে। এখন আপনাকে 6 core এর 5600x এর জন্য গুনতে হবে ২৯৯ ডলার যা বাংলাদেশে আসতে আসতে ৩০, ০০০ টাকা। যেখানে 3600x এর দাম ছিল ২২, ০০০ টাকার মত।
তবে আমাদের জন্য খুশির খবর যে Ryzen 3000 Series এর Price কমে যাবার কথা। আর New Graphics Card এর Benchmark ও দেখানো হলো যেটার Performance প্রায় RTX 3080 র কাছাকাছি।
আমি তারেক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।