আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে। আজকে দেখানোর চেষ্টা করব AMD B350 মাদারবোর্ড।
আমি এই পর্যন্ত আপনাদের জন্য সেরা মাদারবোর্ড নিয়ে অনেক গুলো টিউন করেছি আজকে, B350 মাদারবোর্ড নিয়ে কথা বলব, আরও নির্দিষ্ট করে বললে, আজকে কথা হবে AMD B350 মাদারবোর্ড নিয়ে। আমরা সেরা পাঁচটি AMD B350 মাদারবোর্ড আজকে দেখতে চলেছি এবং বরাবরের মত, দাম পারফরম্যান্স সব কিছুর উপর ভিত্তি করে সেরাটি বাছাই করব। বরাবরেই মত প্রথম গুলো হবে এন্ট্রি লেভেলের মাদারবোর্ড যেগুলো তুলনামূলক কম টাকায় কিনে নিতে পারবেন এবং আস্তে আস্তে হাই এন্ড মাদারবোর্ড গুলোর দিকে যাব।
সেরা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হিসাবে Asrock AB350M মাদারবোর্ডকে কেউ বিট করতে পারবে না। যার দাম ৬০ ডলার (প্রায় ৫০৮০ টাকা)। আর এর পর কোন সস্তা মাদারবোর্ডও নেই। ৬০ থেকে ৭৫ ডলারের (প্রায় ৬৩০০ টাকা) মাদারবোর্ড গুলোর মধ্যে সেরা হতে পারে Asrock AB350M মাদারবোর্ডটি। তবে পরের দামে তাদের Asrock AB350M Pro ভার্সনে দেয়া হয়েছে অতিরিক্ত দুটি DIMM স্লট।
Asrock AB350M বোর্ডে দেয়া হয়েছে দুটি DIMM স্লট কিন্তু এতে আপনি পাবেন, 3-phase vcore VRM এবং M.2 সাপোর্ট। অন্য ফিচার গুলো সাধারণ বোর্ডের মতই, তবে এর কোন ডিজাইন বা কম্পোনেন্ট আমার কাছে খারাপ লাগে নি।
আপনারা যদি চান তাহলে Asrock AB350M Pro ভার্সনটিও দেখতে পারেন যা পেয়ে যাবেন ৭৫ ডলারে (প্রায় ৬৩০০ টাকা), সেখানে আরও পাবেন, DVI, VGA এবং HDMI ডিসপ্লে কানেক্টিভিটি। এতে করে যারা APU কিনতে চাচ্ছেন তাদেরও সুবিধা হবে।
তবে Asrock AB350M ভার্সনেও পাচ্ছেন হাই কোয়ালিটি অডিও, অনেক গুলো USB পোর্ট, Realtek Gigabit Ethernet Controller ইত্যাদি।
সুতরাং এই দামের মধ্যে আপনার জন্য সেরা হচ্ছে Asrock AB350M মাদারবোর্ড। যারা আরেকটি বাজেট বাড়াতে পারবেন তারা সহজেই এর পরের ভার্সন দিয়ে Ryzen 5 1600 নিরাপদেই ওভারক্লিকং করতে পারবেন।
ATX B350 মাদারবোর্ডের জন্য আপনার হাতে দুটি অপশন থাকবে একটি Asus Prime B350-Plus আরেকটি হচ্ছে Gigabyte AB350-Gaming 3। দুটি মাদারবোর্ডই দুর্দান্ত, দুটি থেকে যেকোনো একটি বাছাই করা একটু কষ্টকর। পাবলিক রিভিউ অনুযায়ী Asus এর টা ভাল, তবে ল্যাটেস্ট Bios এর জন্য আমি Asus Prime B350-Plus কে প্রেফার করতে পারি। এবং এটি দিয়ে দারুণ ওভারক্লকিং হবে এবং সকল Ryzen CPU এর জন্যও এটি বেশ উপযুক্ত।
আবার Asus Prime B350-Plus বোর্ডটি আমাদের টেস্ট করা প্রথম Ryzen 5 মাদারবোর্ড যার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বর্তমানে অনেক ATX মাদারবোর্ড থাকলেও, ১০০ ডলারের (প্রায় ৮৪০০ টাকা) মধ্যে Asus Prime B350-Plus প্যাক করেছে দারুণ সব ফিচার।
Asrock AB350M এর মতই আমরা বলতে পারে ওভারক্লকিং এর জন্য এই দামের মধ্যে বাজারের সেরা মাদারবোর্ড হচ্ছে Asus Prime B350-Plus। একই ভাবে অন্যান্য বোর্ডের তুলনায় এই Asus Prime B350-Plus মাদারবোর্ডের VRM ও ছিল দারুণ সলিড।
Mini-ITX B350 এর জন্য অনেক বেশি মাদারবোর্ড নেই তবে আপনি চারটি অপশন থেকে আপনার জন্য সেরাটি বাছাই করে নিতে পারেন। এখানে প্রথমে আমি দুটি পিক করব Gigabyte AB350N-Gaming WiFi এবং Asrock AB350 Gaming-ITX/ac মাদারবোর্ডকে। দুটি মাদারবোর্ড পেয়ে যাবেন ১১৫ ডলারের (প্রায় ৯৭০০ টাকা) মধ্যে। অন্যদিকে Asus এর ROG Strix B350-I Mini-ITX মাদারবোর্ডটিও ভাল তবে সেটি বাদ দিচ্ছি কারণ ওটার দাম একটু বেশি।
Gigabyte AB350N-Gaming WiFi এবং Asrock AB350 Gaming-ITX/ac, এই দুটি মাদারবোর্ডের মধ্যে জয়ী করব Asrock AB350 Gaming-ITX/ac মাদারবোর্ডকে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কোনটি VRM পারফরম্যান্স সেরা তবে আমি যখন টেস্ট করি তখন Ryzen 7 CPU তে Gigabyte AB350N-Gaming WiFi মাদারবোর্ড তুলনামূলক বেশি গরম মনে হয়েছে, তাই আমি বাছাই করছি Asrock AB350 Gaming-ITX/ac মাদারবোর্ডকেই।
Asrock AB350 Gaming-ITX/ac পছন্দ করার আরেকটি কারণ এর দুর্দান্ত UEFI অভিজ্ঞতার জন্য, এতে দেয়া আছে, Intel Gigabit LAN, হাই কোয়ালিটি Realtek ALC1220 codec, USB Type-C এর একই সাথে আছে তিনটি ফ্যান হ্যাডার।
আপনি যদি সাশ্রয়ী কোন B350 মাদারবোর্ড চান যা দিয়ে সেইফলি ওভারক্লকিং করা যাবে, উদাহরণ সরূপ Ryzen 7 1700 এ, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে MSI B350 Krait Gaming মাদারবোর্ডটি। এর দাম ১১০ ডলার (প্রায় ৯৩০০ টাকা) হলেও এতে ১৫০ ডলারের (প্রায় ১২৭০০ টাকা) MSI X370 Gaming Pro Carbon বোর্ডের মত ফিচার দেয়া হয়েছে। এই MSI B350 Krait Gaming আপনি পাবেন, হাই-এন্ড X370 বোর্ডের মত 4+4 VRM ডিজাইন।
এই দামে B350 এর জন্য MSI B350 Krait Gaming এর চেয়ে সেরা আর হতে পারে না। Asus Prime B350-Plus এর মতই এতে আরও দেয়া হয়েছে অডিও এবং নেটওয়ার্কিং সলুউশন।
তবে আপনি যদি আরও ভাল ওভারক্লকিং চান তাহলে বাজেট আরেকটু বাড়িয়ে ১২০ ডলার (প্রায় ১০, ১০০ টাকা) MSI B350 Gaming Pro Carbon বোর্ডটা নিতে পারেন, এখানে দেয়া হয়েছে আরও ভাল মানের, 4+4 VRM, Realtek audio codec এবং Intel Gigabit Networking।
তবে আপনি MSI B350 Gaming Pro Carbon বোর্ড নিতে পারেন যদি বাজেট থাকে তবে কম দাম হলেও MSI B350 Krait Gaming এর ডিজাইন আসলেই দুর্দান্ত।
আরও কিছু দারুণ B350 মাদারবোর্ড রয়েছে যেগুলোও আমার কাছে বেশ পছন্দের। এগুলোর মধ্যে সেরা হচ্ছে MSI B350M Mortar Arctic মাদারবোর্ডটি, এখানে দেয়া হয়েছে 4 phase VRM তাপরেও Ryzen 7 CPU এর সাথে রান হতে কোন সমস্যা হবে না একই সাথে এটি একটি six-core Ryzen 5 এর সাথেও বেশ কার্যকর হতে পারে।
আমি জানি এই সুবিধা গুলো খুব বেশি আপনাকে আগ্রহী করে তুলবে না কিন্তু মজার বিষয় হচ্ছে দারুণ এই মাদারবোর্ডের দাম মাত্র ৯৫ ডলার (প্রায় ৮০৫৫ ডলার)। তো এবার সিদ্ধান্ত আপনার।
আমি এখানে সেরা B350 মাদারবোর্ড গুলো বাছাই করে দেখালাম তবে মনে রাখবেন সকল B350 মাদারবোর্ডই 8-core/16-thread Ryzen 7 CPU এ ভাল কাজ করতে পারে, তবে একটি মাদারবোর্ড পেয়েছি যা পারে না সেটা হচ্ছে Asrock AB350M-HDV। সুতরাং আপনি যদি Ryzen 7 1700 ইন্সটল দেন তাহলে এই মাদারবোর্ড দিয়ে ওভারক্লকিং করতে পারবেন না।
আরেকটি বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যদি আরও প্রিমিয়াম B350 মাদারবোর্ড চান তাহলে X370 বোর্ড গুলোর দাম কিন্তু ১৩০ ডলার থেকে শুরু হবে।
X370 chipset গুলোতে অতিরিক্ত চারটি USB 3.1 Gen1 পোর্ট এবং দুটি SATA 6 Gbps পোর্ট থাকে, তবে X370 মাদারবোর্ড গুলো B350 থেকে খুব বেশি সুবিধা অফার করে না, এজন্য বাজারে বেশি জনপ্রিয় B350 বোর্ড গুলো। তাছাড়া যার কম দামে AMD পিসি বানাতে চান এবং ওভারক্লিকং খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তারা ৫০ ডলার (প্রায় ৪২০০ টাকা) দিয়ে A320 বোর্ড নিতে পারেন।
বাজারের সেরাAMD B350 মাদারবোর্ড গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, একই সাথে আপনার জন্য X370 নাকি B350 বোর্ড ভাল হবে সেটাও ছোট করে বলে দিলাম। এবার বাজেট অনুযায়ী কোন মাদারবোর্ড বাছাই করবেন সেই সিদ্ধান্ত আপনার হাতে, আশা করছি সব গুলো বিষয় তুলে ধরতে পেরেছি।
তো কেমন হলে এই টিউনটি জানাতে ভুলবেন না একই সাথে টিউমেন্ট করুন কোন বোর্ডটি আপনি বাছাই করবেন।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
online quiz play:https://www.ahasantech.com/2020/12/Online-Quiz-2020-Win-Gift.html