কিভাবে PayPal ব্যবহার করা উচিৎ আর কিভাবে উচিৎ নয়? জানতে চাইলে এই টিউন আপনার জন্য

টিউন বিভাগ পেপাল
প্রকাশিত
জোসস করেছেন

PayPal, নামটা অনেকের ই জানা আছে। আশা করি এইট কি, এইটা দিয়ে কি করে তা নিয়ে বিস্তারিত কিছু বলা লাগবে না।

আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে PayPal দিয়ে অর্থ লেনদেন করি অনেকেই। কিন্তু সবার ই একটা দুঃখ, PayPal বাংলাদেশে অফিশিয়ালি নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে, বাংলাদেশি তথ্যাদি ব্যবহার করে পেপাল একাউন্ট খোলা সম্ভব না। কিন্ত আমরা অনেকেই ভিন্ন দেশের তথ্য দিয়ে PayPal একাউন্ট ব্যবহার করছি। কিন্তু অনেকেই এর নেতিবাচক দিক নিয়ে চিন্তাই করি না। ফলে অনেকের ই প্রায় দেখা যায় যে,

  • PayPal একাউন্ট লিমিট হয়ে যায়।
  • PayPal একাউন্ট সম্পূর্ণভাবে ব্যান করে দেয়া হয়।

তাহলে এই সমস্যা গুলো পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়ার উপায় নেই বললেই চলে। কারণ আমরা ভিন্ন দেশের ভুল তথ্যাদি দিয়ে PayPal একাউন্ট ব্যবহার করছি আর আমাদের কাছে ঐ তথ্যাদির কোনোপ্রকার ডকুমেন্ট, প্রুফ নাই। এজন্য আমাদের উচিৎ একটু খেয়াল রেখে PayPal একাউন্ট ব্যবহার করা।

তাহলে কিভাবে PayPal একাউন্ট ব্যবহার করলে একাউন্ট লিমিটেশন বা অন্যান্য সব প্রব্লেম থেকে দূরে থাকা যায়?

আসলে, PayPal Security Department কখন কার একাউন্ট লিমিট/ব্যান করে দেয় তা কেউ সঠিকভাবে বলতে পারবে না। PayPal আমাদের একাউন্ট গুলার উপর নজর রেখেই চলে।

এসব লিমিট/ব্যান থেকে দূরে থাকতে চাইলে আমাদের কাছে দুটো উপায় আছে। যেখানের একটি হলো,

  • সকল তথ্য সঠিক রেখে পেপাল একাউন্ট খুলে ব্যবহার করা। তো? তাহলে এসব পাবো কোথায়? যদি আপনার পরিচিত কেউ বা আত্বীয় PayPal সাপোর্টেড দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি উনার নাম, ঠিকানা দিয়ে PayPal একাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন। এতে যদিও কোনো সমস্যা হওয়ার কথা না, যদি হয় তাহলে উনার মাধ্যমে তা ঠিক করা সম্ভব।

আর, আরেকটি উপায় হলো নিচের কিছু নিয়ম মেনে চলা। এসব নিয়ম মেনে যদি PayPal একাউন্ট ইউজ করেন, তাহলে আশা করি আপনার PayPal একাউন্ট সুরক্ষিত থাকবে।

  • PayPal একাউন্টে Log in/Sign up এর সময় ভুলেও কোনো ধরনের VPN/Proxy ব্যবহার করবেন না। আমি আবারো বলছি, কোনোপ্রকার VPN/Proxy ব্যবহার করবেন না।
  • যেই ডিভাইস (ফোন/ল্যাপটপ/পিসি) দিয়ে একাউন্ট তৈরি করেছেন বা PayPal একাউন্ট ইউজ করতেছেন, শুধুমাত্র সেই ডিভাইস দিয়েই PayPal একাউন্ট ইউজ করবেন। এক সাথে একের অধিক PayPal একাউন্ট একটি ডিভাইসে ইউজ করতে যাবেন না।
  • PayPal একাউন্ট এ বেশি পরিমাণে পেমেন্ট না নিতে চেষ্টা করবেন। যদি নিতেই হয়, তাহলে আগে কাস্টমার সার্ভিসে গিয়ে ইমেইলে বা ফোন কল দিয়ে বলে রাখবেন যে আপনার একাউন্ট এ এতো পরিমাণে অর্থ আসতে পারবে কিনা (হ্যা, আসবে তো অবশ্যই, তাও এভাবে বললে PayPal কাস্টমার ম্যানেজার বুঝতে পারবেন যে একাউন্ট এ এতো অর্থ আসবে আর পরে আপনার একাউন্ট রিভিউ করবে না)।
  • আপনি যেই দেশ থেকে PayPal একাউন্ট খুলেন না কেনো, সবসময় চেষ্টা করবেন ফোন নাম্বার টা Verified করে রাখার জন্য আর যেই ফোন নাম্বার PayPal একাউন্ট এ আছে সেইটা যাতে আপনার কাছেই থাকে। কারণ PayPal যখনতখন ফোন ভেরিফিকেশন করতে পারে।
  • যদি PayPal একাউন্ট নিয়মিত ব্যবহার করার দরকার হয়, তাহলে আগে PayPal একাউন্টটা পুরোপুরিভাবে ভেরিফাই করে নিবেন। মানে ব্যাংক+কার্ড+ফোন নাম্বার ভেরিফাইড করে নিবেন। যদি আনভেরিফাইড থাকা অবস্থায় PayPal নিয়মিত ব্যবহার করেন, তাহলে একাউন্ট লিমিট/ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • PayPal দিয়ে যদি কোনো ওয়েবসাইট থেকে কিছুর জন্য পেমেন্ট করা লাগে (উদাহরণস্বরূপ : ডোমেইন, হোস্টিং বা অনলাইন শপিং) তাহলে অবশ্যই একটা ডেবিট কার্ড PayPal একাউন্টে Add করে রাখবেন। যদি না করেন, তাহলে যদিও PayPal একাউন্ট এ $ থেকে থাকে তারপরেও পেমেন্ট করতে পারবেন না।
  • একই নামে একের অধিক PayPal একাউন্ট না খুলার চেষ্টা করবেন। কারণ এক নামে অধিক একাউন্ট খোলা থাকলে ঐ নামে যতগুলো একাউন্ট থাকবে তা সব গুলোই লিমিট/ব্যান হয়ে যেতে পারে।
  • PayPal একাউন্ট এ অযথা Log in করা থেকে বিরত থাকবেন। দরকার না হলে শুধুশুধু একাউন্ট এ Log in করার প্রয়োজন নেই।
  • PayPal একাউন্ট থেকে বেশি পরিমাণে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন। আস্তে আস্তে পরিমাণ বাড়াতে থাকবেন। (উদাহরণস্বরূপ : প্রথমে 5$, এরপর 10$, এরপর 13/15$, এমন করে পরিমাণ বাড়াবেন। ) যদি উল্টাপাল্টা পরিমাণে ইউজ করেন তাহলে PayPal Security Manager এর চোখ আপনার একাউন্ট এ গিয়ে পড়বে + একাউন্ট লিমিট হয়ে যাওয়ার ও সম্ভাবনা থাকে।
  • PayPal একাউন্টে অর্থ আসার সাথেসাথেই সেইটা লেনদেন করা থেকে বিরত থাকবেন। ধরেন আপনাকে কেউ ১০০$ সেন্ড করলো, আপনি পেয়ে গেলেন আর সাথেসাথে সেটা আপনি অন্য কাউকে পাঠিয়ে দিলেন - এমনটা ভুলেও করতে যাবেন না, এমন করলে PayPal Security Department আপনার একাউন্ট রিভিউ করে লিমিট/ভেরিফিকেশনে রেখে দিবে। অর্থ আসার পর কয়েকঘন্টা সেইটা লেনদেন করা থেকে দূরে থাকাই ভালো।
  • যে কারো একাউন্ট থেকে অর্থ নেয়া থেকে দূরে থাকবেন। চেষ্টা করবেন শুধুমাত্র ভেরিফাইড একাউন্ট থেকে অর্থ লেনদেন করতে।

আশা করি উক্ত নিয়ম গুলো মেনে PayPal একাউন্ট ব্যবহার করলে আপনার একাউন্ট Ban/Limit হওয়া থেকে দূরে থাকবে।
আর এইসব নিয়মাবলী আমি বিভিন্নভাবে রিসার্চ করে জানতে পেরেছি। গত ৬/৭ দিনের পরিশ্রম করে এসব তথ্য জোগাড় করে এখানে টিউন করেছি, তাই যদি টিউন কপি করেন, তাহলে ক্রেডিট দিতে ভুলবেন না।

ধন্যবাদ 🙂

Level 0

আমি আহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Paid VPN use korle ki somossa ?