পেপ্যাল নিয়ে সমস্যায় পড়েনি এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। বাংলাদেশে এ পেপ্যাল চালু না থাকায় প্রতিনিয়ত ফ্রিল্যান্সাররা অনেক সমস্যায় পড়েন। আজকে পেপ্যাল এর খুব কমন একটা সমস্যা নিয়ে কথা বলব। আমরা প্রায়সময় দেখি পেপ্যাল এ লগইন করতে গেলে একটা সিকিউরিটি চেকিং অপসন চলে আসে যেখানে আমাদের ফোন ভেরিফিকেশন করতে বলা হয়। কিন্তু ফোন নাম্বারটির এক্সেস আমাদের হাতে না থাকায় কোনোভাবেই ভেরিফিকেশন করা সম্ভব হয়না। সাধারণত ভিন্ন আইপি অথবা ডিভাইস থেকে লগইন করতে গেলে এই সমস্যা টা খুব বেশি হয়ে থাকে। চলুন দেখি কিভাবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায়।
পেপ্যাল ফোন ভেরিফিকেশন বাইপাস করার জন্য আপনি সরাসরি লগইন না করে "Contuct us" (sign in পেইজের নিচে) বাটন এ ক্লিক করে "message center " এ ক্লিক করুন. অথবা এই লিংক টি ফলো করুন - পেপ্যাল লগইন লিংক। "Having trouble logging in?" লিংক এ ক্লিক করে আপনার পেপ্যাল ইমেইল সাবমিট করে নেক্সট বাটন এ ক্লিক করুন।
"Receive an email" অপসন সিলেক্ট করে নেক্সট বাটন এ ক্লিক করুন।
এখন আপনার ইমেইল এ লগইন করে পেপ্যাল ভেরিফিকেশন কোডটি কপি করে এখানে paste করুন। তারপর "Answer your security questions" সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করুন।
এখন আপনাকে আপনার পেপ্যাল Security Question এর Answer গুলো দিতে হবে। (পেপ্যাল একাউন্ট খোলার করার সময় যেই Security Question গুলো আপনি ব্যবহার করেছিলেন) Security Question এর উত্তর গুল নির্ভুল হলে পেপ্যাল আপনাকে নতুন করে পাসওয়ার্ড ইন্সার্ট করতে বলবে। এখন আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড ইন্সার্ট করে সেভ বাটন এ ক্লিক করুন। আপনার কাজ শেষ। পেপ্যাল অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। আশা করি পেপ্যাল নিয়ে আপনার কমন সমস্যাটির সমাধান আপনি খুঁজে পেয়েছেন।
আমি মাহাথির নাহিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।