পেপাল থেকে খুব সহজে রিজার্জ করে নিন আপনার পেওনার মাস্টারকার্ড

আসসালামু আলাইকুম,
সবাইকে আবারো স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় "কিভাবে পেপাল থেকে পেওনার কার্ড রিচার্জ করা যায়"
প্রথমে বলে নিই, এই পদ্বতিতে রিচার্জ করতে হলে আপনার অবশ্যই তিনটি জিনিস থাকতে হবেঃ
১. আপনার একটা Paypal একাউন্ট থাকতে হবে (ভেরিফাইড পেপাল একাউন্ট হলে সেটা আরো কার্যকরী হবে)।
২. Freelancer এ আপনার একাউন্ট থাকতে হবে এবং সেটাতে আপনার পেপাল একাউন্ট পেমেন্ট মেথোড হিসেবে ভেরিফাইড করা থাকতে হবে।
৩. ফ্রিল্যান্সারে উইথড্রয়াল মেথোড হিসেবে, Freelancer Debit Card হিসেবে Payoneer Master Card যুক্ত থাকতে হবে।
এবার মূল কথায় আসি। এবার নিচের পদ্ধতিগুলো অনুসরন করে খুব সহজেই রিচার্জ করে নিন আপনার পেওনার মাস্টার কার্ডঃ
১. প্রথমে আপনার Freelancer একাউন্টে আপনার কাঙ্খিত পরিমান ব্যালেন্স ডিপোজিট করে নিন।
২. এবার ৫-৬ ঘন্টা অপেক্ষা করুন এবং পুনরায় আপনার Freelancer একাউন্টে লগইন করুন।
৩. এবার Freelancer একাউন্ট থেকে Withdraw Money সিলেক্ট করুন এবং সেখান থেকে Freelancer Debit Card এর মাধ্যমে আপনার কাঙ্খিত পরিমান ব্যালেন্স উইথড্র করুন।
৪. আপনার Payoneer একাউন্টে ব্যালেন্স যোগ হওয়ার জন্য ৪-৫ দিন সময় লাগবে।

এভাবেই খুব সহজে রিচার্জ করে নিতে পারবেন পেপাল থেকে পেওনার মাস্টারকার্ড। একটা কথা বলে রাখি, আপনার Freelancer একাউন্টে ডিপোজিট করার সময় আপনার কাছ থেকে ডিপোজিট চার্জ কেটে রাখা হবে এবং একই পদ্ধতিতে Payoneer একাউন্টে ব্যালেন্স যোগ হতে সর্বনিম্ম ২ ডলার ডিপোজিট চার্জ কেটে রাখা হবে।

এই পদ্ধতিতে আমি আমার নিজের একাউন্টে ডিপোজিট করেছি এবং ভাল ফলাফল পেয়েছি। তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দয়া করে আপনাদের নিজ নিজ দায়িত্বে এই পদ্ধতি অবলম্বন করবেন।
আজ এটুকুই, পরবর্তী টিউনের জন্য আমাদের সাথেই থাকুন। আপনাদের ভালবাসা আর অনুপ্রেরনা পেলে এরকম আরো উপকারী টিউন করতে উৎসাহ পাব। সবাই ভাল থাকবেন, সেই কামনায় আজকের মত বিদায়।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি বাংলার বিলগেটস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস