১. আপনার একটা Paypal একাউন্ট থাকতে হবে (ভেরিফাইড পেপাল একাউন্ট হলে সেটা আরো কার্যকরী হবে)।
২. Freelancer এ আপনার একাউন্ট থাকতে হবে এবং সেটাতে আপনার পেপাল একাউন্ট পেমেন্ট মেথোড হিসেবে ভেরিফাইড করা থাকতে হবে।
৩. ফ্রিল্যান্সারে উইথড্রয়াল মেথোড হিসেবে, Freelancer Debit Card হিসেবে Payoneer Master Card যুক্ত থাকতে হবে।
১. প্রথমে আপনার Freelancer একাউন্টে আপনার কাঙ্খিত পরিমান ব্যালেন্স ডিপোজিট করে নিন।২. এবার ৫-৬ ঘন্টা অপেক্ষা করুন এবং পুনরায় আপনার Freelancer একাউন্টে লগইন করুন।৩. এবার Freelancer একাউন্ট থেকে Withdraw Money সিলেক্ট করুন এবং সেখান থেকে Freelancer Debit Card এর মাধ্যমে আপনার কাঙ্খিত পরিমান ব্যালেন্স উইথড্র করুন।৪. আপনার Payoneer একাউন্টে ব্যালেন্স যোগ হওয়ার জন্য ৪-৫ দিন সময় লাগবে।
এভাবেই খুব সহজে রিচার্জ করে নিতে পারবেন পেপাল থেকে পেওনার মাস্টারকার্ড। একটা কথা বলে রাখি, আপনার Freelancer একাউন্টে ডিপোজিট করার সময় আপনার কাছ থেকে ডিপোজিট চার্জ কেটে রাখা হবে এবং একই পদ্ধতিতে Payoneer একাউন্টে ব্যালেন্স যোগ হতে সর্বনিম্ম ২ ডলার ডিপোজিট চার্জ কেটে রাখা হবে।
আমি বাংলার বিলগেটস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।