গত বেশ কয়েকদিন যাবতই অনলাইনে হট নিউজ ছিলো বিশ্বব্যাপী অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে যাত্রা শুরু করছে। কারণ পেপাল চালু হলে দেশের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্থ সংগ্রহের পথ সহজতর হবে, সে সাথে সহজ হবে অনলাইন লেনদেন।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক পরিশোধ গেটওয়ের এই সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তার আগে বুধবার (১৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছিলেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে কিভাবে টাকা আসবে সে বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ‘এখন আপনি যখন যাবেন পেপ্যালের ওয়েবসাইটে, আপনি আমেরিকার একজন ক্লাইন্টকে যখন বলবেন যে আপনার পেপ্যাল ই-ওয়ালেট থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান। ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন, দিন-রাত ২৪ ঘন্টা স্বল্প খরচে। এভাবে আমরা প্রথম ধাপ সফল হলাম।’
আসলেই কি তাই?
জুমের মাধ্যমে পেপ্যাল থেকে টাকা লেনদেন করতে গ্রাহকদের পোহাতে হচ্ছে বাড়তি ঝামেলার। জুম সরাসরি জানিয়ে দিচ্ছে যে তারা কোন বিজনেস ট্রানজেশন সাপোর্ট করবে না। যদি বিজনেস ট্রানজেকশন নাই বা করা যাবে তবে কিভাবে সেটা ফ্রিল্যান্সারদের জন্য উপকারী হলো?
এ বিষয়ে ফ্রিল্যান্সার Md Shafiqul Islam তার অভিজ্ঞতা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমেঃ
"জুম্ দিয়ে লেনদেন করার পর ট্রান্সেকশন ক্যানসেল হয়। কাস্টমার সাপোর্ট এ কন্টাক্ট করি, কি কারণে ট্রানসাকশান ক্যানসেল হলো জানতে চাইলাম। সাপোর্ট টীম বললো সেন্ডার কে কন্টাক্ট করতে বলেন। ভাবলাম ক্লায়েন্ট এর খাইয়া আর কাজ নাই। তাও ক্লায়েন্ট কে বললাম।
ক্লায়েন্ট জুম্ এর সাপোর্ট এ কন্টাক্ট করে। তারা ক্লায়েন্ট কে লেনদেন এর কারণ জিজ্ঞেস করে। ক্লায়েন্ট বললো আউটসোর্সিং পারপাস এ ট্রানসাকশান করতে চাচ্ছি। সাপোর্ট টীম বলে জুম্ দিয়ে বিসনেস পারপাস এ কোনো ট্রানসাকশান করতে পারবেন না।
এইবার বলেন বাংলাদেশ সরকার যে বলে বেড়াচ্ছে জুম্ এর মাধ্যমে টাকা আনতে ফ্রীলান্সারদের অনেক সহজ হবে সেটা কেমনে?"
টিউন লিংকঃ https://www.facebook.com/groups/upworkhelpline/permalink/1555926954464478/
এ বিষয়ে এটিএন নিউজ এক্সট্রায় বিস্তারিত আলোকপাত করেছেন টেক বিশেষজ্ঞ সাইদ ইসলাম। সেখানে জুম পেপাল যে প্রকৃত পেপাল নয় এবং এ বিষয়ে অসংগতিগুলো তুলে ধরার পরও তার কোন সদুত্তর দিতে পারেননি কেউ। টকশো লিঙ্কঃ
তাহলে (Paypal*Xoom) কিভাবে কাজ করবে?
প্রকৃতপক্ষে জুম কোন ধরনের পেপাল একাউন্ট খুলতে সাহায্য করবে না। এর মাধ্যমে শুধুমাত্র আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট পাঠাতে পারবেন যদি ক্লায়েন্ট এরঃ
১) পেপাল অথবা জুম একাউন্ট থাকে
২) আমেরিকান এড্রেস থাকে।
৩) আমেরিকান ব্যাঙ্ক একাউন্ট থাকে।
এখানে উল্লেখ্য যে, ক্লায়েন্ট তার পেপাল ওয়ালেটে গচ্ছিত ডলার থেকে আপনাকে পে করতে পারছেন না। তাকে অবশ্যই তার আমেরিকান ব্যাঙ্ক থেকে সরাসরি ডলার সেন্ড করতে হচ্ছে। সে হিসেবে ক্লায়েন্টের কাছ থেকে এই পেমেন্ট রিসিভ করতে গ্রাহকের শুধুমাত্র একটি ব্যাঙ্ক একাউন্টই যথেষ্ট। কষ্ট করে পেপাল বা জুমের একাউন্ট খুলতে হচ্ছে না।
তাহলে এই জুম পেপালের মাধ্যমে আমরা কি পেলাম যেটা আগে ছিল না?
👉 পূর্বে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতে ব্যাঙ্কে গিয়ে অথবা ব্যাঙ্কের অনলাইন অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাঠাতে হত। এখন তিনি তার পেপাল এবং ব্যাঙ্ক একাউন্টের যৌথ প্রচেষ্টায় আপনাকে পেমেন্ট করতে পারবেন।
আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।
ধন্যবাদ।
আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জুম নামক প্রতিষ্ঠানটি পেপ্যাল কিনে নেয়। আর জুম ২০১৫ সালেই চালু করা হয়েছিল। তাই এটা নতুন করে পেপ্যাল নামে মূলা দেখানো উচিৎ হয়নি।