বন্ধুরা আজকে আমি পেপালের একটি গোপন টিপস শেয়ার করব যদিও বাংলাদেশে এখনো পেপাল আসেনাই তারপরেও বাংলাদেশের ফ্রিল্যান্সার রা কিন্তু পেপালে পেমেন্ট নেওয়া থেকে বিরত নেই।
তাই পেপাল আমরা যারা ব্যবহার করি, আমরা প্রতিদিনই একটা না একটা সমস্যায় পড়ি
যেমন কম সময়ে পেপাল একাউন্ট লিমিট হওয়া
পেমেন্ট ট্রান্সফার না হওয়া
পেমেন্ট নিলে ২১ দিনের জন্য হোল্ড হয়ে যাওয়া
আরো নানা সমস্যা
আমি ধারাবাহিক ভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে পেপাল একাউন্ট ব্যবহার করতে হয় কোন প্রকার ঝামেলা ছাড়া
আজকে দেখাবো কিভাবে পেপালে পেমেন্ট নিলে ২১ দিনের হোল্ডের ডলার ৩ দিনে ক্লিয়ার করতে হয়
অনেক বায়ার আছে যারা সার্ভিস পেমেন্ট দেয় আর এই পেমেন্ট গুলোই ২১ দিনের জন্য পেপাল হোল্ড করে এবং ২১ দিনের মধ্যে বায়ার তার পন্যটি পেল কিনা তা ফলো করে।
৩ দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হলে আপনাকে প্রমান দিতে হবে যে আপনার কাজটি কমপ্লিট হয়েছে।
পেমেন্ট ৩ দিনের মধ্যে ক্লিয়ার করতে হলে আপনাকে রিসিপ্ট পাঠাতে হবে তারপর আপনার বায়ার কে বলতে হবে যে ওই রিসিপ্টি একসেপ্ট করার জন্য।
আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন
কিভাবে রিসিপ্ট পাঠাতে হয়
আপনাদের জন্য আরো একটি ভিডিও বানিয়েছি যেখানে প্রমান সহ এবং ২১ দিনের পেপাল কিভাবে ৩ দিনে একাউন্টে নিয়ে আসতে হয় . পেপাল এর তারিখ এবং আমার অনেক ট্রানজিকশন সহ বিস্তারিত এই টিউটোরিয়ালে তুলে ধরলাম
আমার পরবর্তী টিউন হবে বাংলাদেশের জন্য কোন দেশের পেপাল একাউন্ট নিরাপদ এবং কিভাবে ভেরিফাই করবেন
আর বাংলাদেশে বসে কিভাবে পেপালে লগিন করবেন কোন লিমিট ছাড়াই
আমার এই টিউনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাবস্ক্রাইব আমাকে Inspire করবে পরবর্তী টিউটোরিয়ালের জন্য
ভালো থাকবেন সবাই।
আমি মুত্তাকিম আয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।