আপনি কিভাবে Paypal Account এর Limit চিরদিনের জন্য সরাবেন দেখুন। Paypal Part 02,03,04.

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন।  আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমি আপনাদের জন্য প্রথম যে টিউন করেছিলাম তা হয়ত দেখেছেন যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশ এর মোবাইল নাম্বার ব্যবহার করে বাংলাদেশ এর ঠিকানা ব্যবহার করে একটি Paypal Account খুলে নিতে পারবেন। আমি Paypal নিয়ে একটু বেশি কথা বলছি, কারন আমরা যারা On-line এ কাজ করি তারাই একমাত্র জানি যে Paypal Account আমাদের জন্য কতটা প্রয়োজন। তো জাই হোক জিনারা আমার ঐ টিউন মিসস করেছেন তারা আমার Channel এ গিয়ে দেখতে পারবেন।
আজ আমি আপনাদের তিনটা জিনিস একবারে দেখাব সেগুল হল
০১, আপনি কিভাবে আপনার Paypal Account সঠিক ভাবে সাজাবেন মানে Setup করবেন। (আমি অনেক বলে বঝানর চেষ্টা করেছি এখানে। তা আপনি এই ভিডিও টি দেখলেই বুঝতে পারবেনঃ

০২, আপনি কিভাবে আপনার DBBL Mobile Banking এর সাহায্যে একটি Payonner Account খুলবেন। (আমি এখানে সাধারন ভাবে দেখিয়েছি। আশা করি  আপনার বুঝতে সমস্যা হবে না।

০৩, আপনি কিভাবে Payonner এর Bank Account ব্যবহার করে Paypal Bank Verify করবেন। (আপনাদের জন্য অনেক চেষ্টার পর আমি এই ভিডিও তৈরি করেছি। আর আমাদের Paypal নিয়ে কোন চিন্তা করতে হবে না। তা আপনি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

১০০% ফ্রি Paypal Account খুলে ব্যবহার করুন।  ১০০% প্রমাণিত। আজকে শুধু প্রমান। How to create a verify paypal account in BD part-5

বাংলাদেশ থেকে Paypal Verify Account খুলুন এবং ব্যবহার করুন। কোন রকম সমস্যা ছাড়া। Try তো করুন। না পারলে আমি তো আছিই।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Level 2

আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কি ব্যাপার? আমার থিম কপি মেরে দিলেন ?
হায় রে দেশের কি অবস্থা !

    ভাই আমি আপনার কথা বুঝতে পারলাম না। কিন্তু একটি কথা বলে রাখি যে না আমি কারো দেখে বা কোন কিছু চুরি করে এই টিউন করেছি। আমি সম্পূর্ণ ভাবে নিজে এই টিউন করেছি। But তারপরেও যদি আপনার মত হয় তাহলে আমি ক্ষমা চাচ্ছি।
    ধন্যবাদ।

১০০% প্রমাণিত। যে এই ভাবে Account খুললে আপনি সামনে কোন সমস্যার শম্মুখিন হবে না।

https://www.techtunes.io/paypal/tune-id/473629

ভাই বিজনেস একাউন্টের আসল সমস্যাটাই তো তুলে ধরলেন না। এইভাবে খোলা বিজনেস একাউন্টে সর্বোচ্চ ২০০০ ডলার পর্যন্ত লেনদেন করা যায়। এর বেশি লেনদেন হলেই পেপাল বিজনেস ভেরিফিকেশন ডকুমেন্ট চায়। তখন কিভাবে ভেরিফাই করবেন??