আপনাদের সকলের জন্য একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বলা যায়, ফ্রিলান্সারদের জন্য এবং নতুন উদ্যক্তাদের জন্য সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচন হল। আর সেটা হল বাংলাদেশের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ে "Payza বাংলাদেশ" এর সকল ভেরিফাইড মেম্বারগণ মাত্র ১৬০০/- টাকার বিনিময়ে একটি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ডপাওয়ার জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন।
এইবার তাহলে পেপাল-কে বুড়ি আঙ্গুল দেখিয়ে দিন!
কী থাকছে এই ইন্টারন্যাশনাল মাস্টারকার্ডে
এই ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড দিয়ে আপনি বিশ্বের সকল দেশের সকল পেমেন্ট গেটওয়েতে কেনাকাটা ও পেমেন্ট করতে পারবেন।
কোন মাসিক কিংবা বাৎসরিক ফী নেই।
বিকাশের মাধ্যমে Payza ই-ওয়ালেটে রিচার্জের পর সরাসরি এই ইন্টারন্যাশনাল মাস্টারকার্ডে টাকা রিচার্জ করতে পারবেন
আপনার ফেসবুক পেজটি প্রোমট করতে পারবেন।
অ্যামাজান, আলিবাবা, নেটফিক্স, ই-বে ইত্যাদি শপিং সাইটে শপিং করতে পারবেন।
KFC, Pizza Hut, Agora, Arong-এ পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশের যেকোনো ATM বুথ থেকে ফান্ড এর অর্থ (যেমনঃ ডলার, ইউরো) টাকা হিসেবে উত্তোলন কতে পারবেন।
এর মূল্য অতি-নগণ্য; মাত্র ১৬০০/- টাকা, যা আপনি বিকাশের মাধ্যমেও জমা দিতে পারবেন।
যাঁদের মনে সন্দেহ আছে, তাঁরা প্লিজ একটু নিচের screenshot -টি দেখুন। এটি গতকালের ই-মেইল।
শর্ত
শর্ত মূলত একটাই; আর তা হলো আপনার একটি ভেরিফাইড Payza অ্যাকাউন্ট থাকতে হবে।
বলা যায়, ফ্রিলান্সারদের জন্য এবং নতুন উদ্যক্তাদের জন্য সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচন হল।
যারা এখনো Payza -তে অ্যাকাউন্ট খোলেননি, তাদের জন্য পরামর্শঃ
Payza অ্যাকাউন্ট পেতে আপনার অবশ্যই যা যা থাকতে হবেঃ-
ব্যাংক অ্যাকাউন্ট (যেমনঃ ডাচ বাংলা ব্যাংক)
ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের স্ক্যান্ড কপি (যেটিতে আপনার বিগত এক বছরের ব্যাংকের লেনদেনের তথ্য লিখা থাকবে)
উপরের প্রদর্শিত কাগজপত্রের স্ক্যান্ড কপিগুলো সংগ্রহ করা থাকলে তবেই আপনি Sign up with Payza today (ক্লিক করুন)-এই ওয়েবসাইটে গিয়ে নিম্নলিখিত বিষয় মাথায় রেখে রেজিস্ট্রেশন করবেনঃ
ভোটার আইডি কার্ড অনুসারে আপনার নাম যদি হয় "Abdur Rahim" ; তাহলে First Name হবে "Abdur" এবং Last Name হবে "Rahim"। কোন অবস্থাতেই ভোটার আইডি কার্ডের তথ্য পরিবরতন করা যাবে না।
আপনার জন্ম তারিখটিও ভোটার আইডি কার্ড অনুসারে দিতে হবে।
আপনার বাসার ঠিকানা, ব্যাংক স্টেটমেন্টে প্রদত্ত আপনার ঠিকানা একই রকম হতে হবে।
আর একটি কথা মনে রাখবেন, প্রতিবার লগিন করার সময়, Payza থেকে আপনার ডিভাইস ভেরিফিকেশানের জন্য আপনার মেইল ঠিকানায় একটি ই-মেইল যাবে; সেই কোডটি এন্ট্রি করতে হবে (তিনবারের বেশি ভুল কোড দিলে আপনার অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ হবে; সেটি হলে কাস্টমার সাপোর্টে কথা বলে ঠিক করে নিতে হবে)
ফ্রিলান্সিং এর উপর নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি একটি YouTube channel খুলেছি Genomic Invader ; ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন।
সবাইকে অনেক ধন্যবাদ, সময় নিয়ে টিউনটি পড়বার জন্য। আর হ্যাঁ, এটাই আমার প্রথম টিউন; তাই ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি শেখ মোঃ মাহতাবুর রহমান অনীক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্রো, প্লিজ আপনি একটু Payza এর সাইট থেকে ঘুরে আসুন। আর আমি বলেছি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড এর কোন মাসিক কিংবা বাৎসরিক চার্জ নেই। আমার মনে হয় Payza গতকাল যে আপডেট দিয়েছে, সেটা আপনি জানেন না। আর হ্যাঁ, https://www.payza.com/bangladesh/ এই পেজটি পুরোটা পড়বেন; আর ভিডিওটা ত must দেখবেন।
ভাইয়া, Payza এর গতকালকের ই-মেইলটি দেখুন। আমি আমার টিউনে এর একটি স্ক্রিনশট দিয়েছি। ভাইয়া, Payza এর গতকালকের ই-মেইলটি দেখুন। আমি আমার টিউনে এর একটি স্ক্রিনশট দিয়েছি।
ভাইয়া, Payza এর গতকালকের ই-মেইলটি দেখুন। আমি আমার টিউনে এর একটি স্ক্রিনশট দিয়েছি। আর শপিং এর জন্য ক্রেডিট কার্ড সাপোর্ট করেনা, এমন সাইটের সংখ্যা কি খুব বেশি? একটু জানাবেন। please.
ভাই, সহজ বিষয়টা কেন বুঝতে পারছেন না জানিনা? কার্ডে আপনি পেআউট করতে পারবেন। কিন্তু আপনি কি কার্ডে পেমেন্ট নিতে পারবেন? পারবেন না। কিন্তু আমরা ফ্রিল্যান্সার যারা আছি, আমাদের পেপাল ব্যবহারের উদ্দেশ্য কিন্তু কেনাকাটা করা নয়, আমাদের উদ্দেশ্য হলো জাস্ট পেমেন্ট নেওয়া। এখানে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম সহ কোন সাইটেই কিন্তু পেয়জা সাপোর্ট করেনা।
আপনি মানুন বা না মানুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আসল বিষয়টা হলো, আপনি আপনার নিজের ই-কমার্স সাইট থেকে পেমেন্ট এক্সসেপ্ট করতে পারবেন। কিন্তু আপওয়ার্ক বা ফ্রীল্যান্সার ডট কম এ পাওয়া পেমেন্ট পেয়জাতে নিতে পারবেন না।
***Now you can get interest 3.5% daily…This is a good site..I deposited 0.00500000 btc after 30 days I got 0.01000000 btc… This is a real site . I got pay 4 times… So every body try it.. To Registation use my refall please.. Click this link… https://btcunion.com/?invite=22866
ব্রো, আপনি বোধহয় পেয়জার টার্মস-কন্ডিশন এবং কার্ডের ফিচার রিভিউ না করেই এই পোস্ট করেছেন। পেয়জার জন্য মাসিক চার্জ $0.50. প্রতিবার কার্ড লোড চার্জ $1. তাছাড়া বিডিটি কারেন্সি কার্ডে লোড করা যাবেনা।