xoomPaypal বাংলাদেশে তার কার্যক্রম শুরু করল! শুরু হল পেপালের যাত্রা।

সকলকে আমার পক্ষথেকে রাশ শুভেচ্ছা, আশা করি ভাল আছেন্ সবাই। আজ সকালে টেলিভিশনে একটি বিজ্ঞাপন দেখে ঘুম ভাঙ্গল। সেটা হল XoomPaypal এর মাধ্যমে বাংলাদেশে Paypal তার যাত্রা শুরু করেছে। আপনারা হয়তবা ইতোমধ্যেই জেনেগেছেন যে,  আন্তজার্তিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল ৮৯০ মিলিয়ন ডলার দিয়ে মানিট্রান্সফার ফারম জুম(Xoom) কিনে নিয়েছে,  টাকা পাঠাতে, বিল প্রদান করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হতে পৃথিবীর প্রায় ৩৭ টি দেশে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর জন্য জুম প্রতিষ্ঠিত হয়ে ২০০১ সালে। এটি এতদিন প্রবাসীদের দ্বারা তাদের নিজ দেশে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হত। সম্প্রতি পেপালের কর্নধার বলছেন,  জুম কিনে নেওয়ার ফলে পেপালের জন্য তার সেবার পরিধি বাড়াতে সুবিধা হবে।মেক্সিকো, ভারত, ফিলিপাইনস, চাইনা এবং ব্রাজিলে জুম এর একটি বড় উপস্থিতি আছে।

বাংলাদেশে পেপালের জন্য এদেশের ফ্রিলান্সারগন এতদিন সরকারের নিকট আরজি আবেদন জানিয়ে আসছিল। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের উপর মহলের ব্যক্তিবর্গ এতদিন পেপালের নিকট দেনদরবার করে আসছিল। অব্শ্য তারও আগে পেপাল নিজ হতে এদেশে তার সার্ভিস চালুর কথা বলেছিল। কিন্তু আমাদের সরকার অজ্ঞতা বশত: দেশের টাকা পাচার হওয়ার ভয়ে তাদের নিরুৎসাহিত করেছিল। ফলে আমাদের মত হাজারো অনলাইন পাগলদের জন্য পেপাল ছিল সোনার হরিণ। বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর অবশেষে পেপাল তার সেবা কাজের আংশিক কাজ শুরু করল XoomPaypal এর মাধ্যমে।  মন্দের ভাল হিসাবে এটাই বা কম কি? অবশ্য XoomPaypal তার সকল কার্যক্রম পুরো পুরি শুরু করেনি। তো আর দেরী না করে আজই সাইন আপ করুন আপনার XoomPaypal এ ।

আর হ্যাঁ আমার ওয়েব সাইটে আপনাদের স্বাগতম। ওয়েবসাইট আপনাদের ভাল লাগবে আশা করি।  ইচ্ছে করলে আপনার আমাকে ফেসবুকে Add করে নিতে পারেন। নিচে আমার বিস্তারিত

Website: http://infotechlife.com

http://patroblogger.blogspot.com

Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Level 0

আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি বলতে কি, পেপাল ইউজারদের জন্য জুম কোন কাজেই লাগেনা। কারন পেপাল থেকে জুমে ফান্ড ট্রান্সফার করা যায়না।