এটা আমার প্রথম টিউন। আপনারা চাইলে দেখতে পারেন। কাজে আসতে পারে।
http://techmyline.blogspot.com/2015/12/payoneer-master-card.html
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমার প্রথম টিউনে তো আপনারা Payonner একাউন্ট ও তার পরের টিউনে Paypal একাউন্ট খুলেছেন? যদি না খুলে থাকেন তাহলে এখনও সময় আছে খুলতে বা খুলে নিতে পারেন।
আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরধ, আমাকে অবিশ্বাস করবেন না। আপনাদের যদি মন না চায় আমাকে বিশ্বাস করতে তাহলে ঠিক আছে বিশ্বাস না করে থাকেন কিন্তু অবিশ্বাস করেন না।
তাহলে আসুন দেখি আপনারা যে Payonner একাউন্ট খুলেছেন তার ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন। কিন্তু মনে রাখবেন আপনি আপনার ঠিকানা তখনি পরিবর্তন করুন যখন আপনি আপনার Payonner Master Card এক্টিভ করেছেন। তাহলে চলুন শুরু করিঃ
প্রথমে আপনার Payonner একাউন্টে Log in করুনঃ
তারপর Setting এ যানঃ
এরপর Update Profile এ ক্লিক করুনঃ
এখানে আপনার Payonner একাউন্টের Log In পাসওয়ার্ড টি দিন এবং Submit এ ক্লিক করুনঃ
এরপর আপনার সামনে নিচের মতো একটা Page আসবে। এখানেই হল আসল কাজ। নিচের স্কিনশর্ট এ দাগ দেওয়া স্থানগুল হল আপনার ঠিকানা। এখান থেকে আপনি চাইলে Security Question ও পরিবর্তন করতে পারেন। এরপর Save Change এ ক্লিক করুনঃ
এখন আপনার সামনে নিচের মতো একটি লিখা আসবেঃ
তারপর আপনার Payonner একাউন্টে একটি Message আসবেঃ
Message এ এই রকম লেখা থাকবেঃ
আপনার কাজ শেষ। আপনার একাউন্টের ঠিকানা পরিবর্তন হয়ে গেছে।
যদি কোন সমস্যা হয় তাহলে এই লিঙ্কে যেতে পারেন।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমার টিউনে আপনাদের উপকার কতখানি হবে জানিনা, তবে ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
সবাইকে ধন্যবাদ।
Munna
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
Adress Change korle Verification Document Caibe. Na dite parle Blacklist kore rakhbe. So dont change to where you have no original or fake documents.