আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন?
টিউনটি শুরু কর যাক।
আমার পেপাল গল্পঃ
আমি গত ৬ মাস আগে একটি ভেরিফায়েড পেপাল অ্যাকাউন্ট করি। মাঝে মাঝে ছোট ছোট লেনদেন করতাম। ভেরিফায়েড থাকা সত্ত্বেও হঠাৎ গত মাসের ১ তারিখ দেখি আমার অ্যাকাউন্ট লিমিট হয়ে গেছে। মাথা তো পুরাই হ্যাং।
Resolution Center এ দেখি ৪ টা ডকুমেন্ট চায়।
১. ফটো আইডি এর স্ক্যান কপি।
২. এসএসএন আইডি এর স্ক্যান কপি।
৩. ইউটিলিটি বিলিং এর স্ক্যান কপি।
৪. ডেবিট / ক্রেডিট কার্ডের স্ট্যাটমেন্ট।
এখন এতো ডকুমেন্ট পামু কই। শুরু করলাম খুঁজাখুঁজি। যাহা পাইলাম তাহাই এডিট করিয়া পেপাল বাবাকে পাঠাইয়া দিলাম, আর উনি আমাকে সাফ সাফ জানাইয়া দিলো আপনার ডকুমেন্ট সন্দেহজনক। এখন আর কি করার, শুরু করলাম অন্য কোন উপাই আছে কিনা কিন্তু কোন উপায় খুজে পেলাম না। শেষে কয়েকটা ওয়েবসাইট এর খোঁজ পাইলাম, যারা কিনা টাকার বিনিময়ে ফেক আইডি বিক্রি করে। ভাল কথা, শুনেই শান্তি লাগল। জিগাইলাম খরচ কত পড়বে, উত্তর যা পাইলাম টা দেখে খারাপ ই লাগল। খরচ পড়বে ৫০-১০০ ডলার। সব গুলা ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করলাম, সবখানেই একই অবস্থা। মেজাজ পুরাই খারাপ হইলো। এবার আরও উঠে পড়ে লাগলাম। হয় পেপাল সাহেবের একদিন, না হয় আমার একদিন। অনেক ঘাঁটাঘাঁটি চলতে থাকল। অবশেষে প্রায় ৩৪ দিন পর আমি সাকসেস হইলাম। ক্যামনে ক্যামনে এক আত্মীয় বের হইলো যারা কিনা বছর দশেক আগে থেকে ইউএস এতে থাকে। তাদের সাথে যোগাযোগ করে পেপাল এর ডকুমেন্টের কথা বললাম। উনাদের আল্লাহ্ ভাল করুক, আমাকে সব ধরনের ডকুমেন্ট দিয়ে হেল্প করলো। এখন গত ৮ দিন থেকে ইচ্ছে মত পেপাল ব্যবহার করতেছি কোন সমস্যা ছাড়াই।
আমি বুঝেছি লিমিট অ্যাকাউন্ট উদ্ধার করা ঠেলা।
যাই হোক, এতোক্ষন শুধু বকবক করলাম। এখন কাজের কথাই আসি। আপনাদের যাদের অ্যাকাউন্ট লিমিট হয়ে আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুক পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব।
আমার কাছে যেসব ডকুমেন্ট পেতে পারেন তা হলঃ
১. ফটো আইডি (যেকোনো দেশের)
২. এসএসএন আইডি
৩. ইউটিলিটি বিলিং কপি
৪. ইউএস ফোন ভেরিফিকেশন।
আমার সাথে যেভাবে যোগাযোগ করবেনঃ
ইমেইলঃ [email protected]
স্কাইপিঃ ruhulameen.bd
ফেসবুকঃ fb.com/ruhulameen.bd
ধন্যবাদ সবাই কে। ভাল থাকবেন।
আমি ঘুমন্ত বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে ভালো কাজ করুন। অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন।