কিছু দিন আগে পেপাল থেকে টাকা পাওনিয়ারে withdraw করা যাচ্ছে না এরকম একটা টিউন করা হয়েছিল। আমি এটা check করার জন্য পেপাল থেকে কিছু টাকা পাওনিয়ারে withdraw করার জন্য request করি। Request করার একদিন পরে তারা আমাকে টাকা payment করে।
মুলত পেপাল থেকে টাকা উত্তোলন নিয়ে এর আগেও সমস্যা হয়েছে তবে তাদের customer care এ যোগাযোগ করার পর তারা সাধারনত সমাধান দিয়ে দেয়। আর অনেকের অ্যাকাউন্ট লিমিট হয়ে যায় এটা সাধারনত একই অ্যাকাউন্ট বিভিন্ন ip address থেকে লগিন করার কারনে হয়। তাই চেষ্টা করবেন একই ip address use করার জন্য। নিচে payment proof দেওয়া হোল।
পেপাল payment proof
payoneer payment proof
তবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে verify অথবা cashout এ সমস্যা হচ্ছে কি না এ ব্যাপারে আমার জানা নাই। আমার অ্যাকাউন্ট ২০১৪ সালে ভেরিফাই করা। তবে নতুন অ্যাকাউন্টের verify অথবা cashout এর ব্যাপারে সামনের দ্বিতীয়ও সপ্তাহে ইনশাল্লাহ টিউন করব। আজ এ পর্যন্ত। আমার টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেপাল কিভাবে ভেরিফাই করব,,, জানালে উপকৃত হব