আপনার যদি আগেই Payoneer এর MASTERCARD থাকে তাহলে নতুন করে আবেদন করার দরকার নাই। সাধারনত বিভিন্ন Company এবং Payoneer এর Referal লিঙ্ক থেকে Payoneer এর কার্ড এর জন্য আবেদন করা যায়। যেমনঃ Infolinks, Odesk, Freelancer, ইত্যাদি। যাদের অইসব কোম্পানি তে Account নাই তাদেরকে আমার Link দিচ্ছিঃ
১। প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ
PAYONEER SIGNUP LINK
(এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী)
বিঃ দ্রঃ (২৫ ডলার দিয়ে আপনি পেওনার এর Activation চার্জ দিতে পারবেন। ২৫ ডলার ফ্রী পেতে আপনাকে কমপক্ষে ১০০ ডলার লোড করতে হবে। আপনি পেপাল থেকে US Payment Service এর মাধমে ১০০ লোড করতে পারবেন। পেপাল এ যোগ করা পেওনার এর ব্যাংক একাউন্টে ১০২ ডলার Withdraw দিলেই আপনার কার্ডে ১০০ ডলার ৩ দিনের মধ্যে চলে আসবে)
২। উপরের লিঙ্কে ক্লিক করার পরে SIGN UP এ ক্লিক করুন। তখন নিচের মত একটি পেজ পাবেন-
৪। এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়া হলঃ
First Name On Your ID: MD MONZORUL
Last Name on Your ID: HAQUE
Date of Birth: January/20/1964 Email Address: [email protected] (আপনার Email Address)
Retype Email Address: [email protected] (পুনরায় আপনার Email Address)
Country: Bangladesh
Home Address:
Vill-Sonarua, Word-3, Torgaon (আপনার বাসার ঠিকানা) -১ম লাইন
Kapasia, Gazipur-1730 (আপনার বাসার ঠিকানা) -২য় লাইন
Note: (অবশ্যই বাসার ঠিকান দিতে হবে, কোন দোকান, অথবা Industrial এলাকার ঠিকানা দেওা যাবে না)
City: Gazipur Zip/Postal Code: 1730 (টিউনাল কোড)
Phone Number: +8801700000000 (আপনার ফোন নাম্বার) – এইখানে আপনার মোবাইল নাম্বার ও দিতে পারেন।
Mobile Number: +8801900000000 (আপনার মোবাইল নাম্বার)
৫। আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রের নিচের দিকে দেওয়া Check Box এ টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ
৬। এখন Card Account Information এর বাম পাশে ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
৭। এখন Registration Verification এর বাম পাশে ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
উপরের ৩ টির মদ্ধে যেকোনো একটি সিলেক্ট করে ID Number দিনঃ
৮। এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন। আপনার Payoneer এর Registration সম্পন্ন হল। এখন ২-৩ দিন সময় নিবে কার্ড Approve হওয়ার জন্য। কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন। Note: Registration এর ২-১ দিন মদ্ধে Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে।
Thank you for applying for a Payoneer account! We have received your application. Just one more step before we can approve it and send out your card. Please provide us with a copy of a valid government-issued photo ID document in order for us to complete processing your application. Acceptable forms of ID include driver’s license, passport and national ID. Please make sure the ID matches the details provided on your Payoneer card application and that the document is clear and has your name and your date of birth displayed clearly. Documents that are difficult to read can cause further delays, so please enlarge and lighten copies when you scan, for clear viewing. You can scan your ID (we prefer a jpeg file, under 1MB) and upload it automatically to your account for us to review by using the link below: Upload link Or if you prefer, you can attach the file in reply to this e-mail. Please note that documents uploaded using the upload link above are reviewed more quickly than replies by e-mail.
আপনি যেইটা দিয়া অ্যাকাউন্ট খুলসেন অই Document Scan করে আপলোড করলে ১ দিন এর মদ্ধে ই আপনার Payoneer এর Account Approve হয়ে যাবে ইনশাল্লাহ। Approve হলে নিচের মত একটা মেইল পাবেনঃ
Dear Md Monzorul, Congratulations! Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved! Your card will be shipped by Regular mail. Your card is estimated to arrive between 17 Apr 2015 and 24 Apr 2015
আমি শাহরিয়া শাহরিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একতা কার্ড পেয়েছি কিন্তু বলা হয়ছে ১০০$ ভরলে ২৫ ফ্রী পাওয়া যাবে
কথা সেইটা না ১০০$ ভরলে কি থাকবে
কার্ড আসল কিনা চেক করা জায়?????????