পেপালের USA Account Verify করার জন্য payoneer account and master card এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে মোটামুটি সবারই জানা আছে। কিন্তু মোবাইল লিঙ্ক ভেরিফিকেশন করা একটা ঝামেলার কাজ। কিন্তু আমি আপনাদেরকে এর সহজ সমাধান বর্ণনা করব। আজ আমি আমার নিজের USA পেপাল অ্যাকাউন্ট একটা USA Phone no. দ্বারা ভেরিফায় করেছি।
কাজটা খুবই সহজ। আপনাকে Dingtone software টা মোবাইলে ইন্সটল করতে হবে। এরপর সাইন আপের কাজ সম্পূর্ণ হলে get credits option এ click করতে হবে। এখানে বিভিন্ন ধরনের offer complete job আছে। এ কাজ গুলো করলে আপনার অ্যাকাউন্টে credit জমা হবে। তাছাড়া Daily check in এবং I’m feeling lucky তে নিয়মিত click করলে আপনার অ্যাকাউন্ট এ credit বাড়বে। আপনার যখন ১০০ credit জমা হবে তখন আপনি USA PHONE NO. কিনতে পারবেন। আর কেনার সময় USA Area code চাইবে। আপনি তিন সংখ্যার area code দিবেন এবং এই সংখ্যাটা (২০০ থেকে ৪৯৯) এর মধ্যে যেকোনো সংখ্যা বসিয়ে search দিবেন। ৫০০ বা তার উপরে যেকোনো সংখ্যা দিয়ে search করলে ২৫০ credit দিয়ে phone no কিনতে হবে।
phone number কেনা হয়ে গেলে এই নাম্বারটা আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ব্যবহার করতে পারবেন।
আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের screen shot
আমি শুধুমাত্র Daily check in এবং I’m feeling lucky অপশন দিয়ে ১০০ credit সম্পূর্ণ করেছি (মাঝে ৬ credit এর দুইটা offer complete করেছিলাম)। এতে আমার প্রায় ১.৫ মাস লেগেছিল। আপনারা friend invite এর মাধ্যমে ২০ credit earn করতে পারবেন।
আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কি realy কাজ করে ?