বাংলাদেশে এবার আসছে জুম, পেপাল এর সহযোগী নতুন কোম্পানি

বাংলাদেশে এবারও পেপ্যাল আসছে না। বদলে মানি ট্রান্সফার কোম্পানি জুম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই এই কোম্পানি বাংলাদেশে আসবে।

সোমবার যুক্তরাষ্ট্রে পেপ্যালের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসানও।

বৈঠকে বাংলাদেশে বর্তমান ব্যবসায়িক সুযোগ-সুবিধা ও পলিসি সাপোর্টের বিষয়ে পেপ্যালকে আশ্বস্ত করা হয়। পেপ্যাল বাংলাদেশ কার্যক্রম চালুর বিষয়ে নিজেদের অভ্যন্তরীণ পর্যালোচনা ও বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

পেপাল সমস্যার সমাধান

পেপ্যাল ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে ফেইসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক জানান, ক্যালিফোর্নিয়ায় পেপ্যাল ভাইস প্রেসিডেন্টের সাথে দারুণ বৈঠক হয়েছে। আমরা বাংলাদেশে বর্তমানে ব্যবসায়িক সুযোগ-সুবিধা, সম্ভাবনা ও পলিসি সাপোর্টের বিষয়ে পেপ্যালকে আশ্বস্ত করেছি।

তবে চলতি প্রান্তিকেই জুম বাংলাদেশে কার্যক্রম শুরু করবে জানিয়ে পলক বলেন, বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর বিষয়ে নিজেরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে।

প্রতিমন্ত্রী জানান, পেপ্যালকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নিয়ে আসতে আমাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর বৈঠকের রেফারেন্সে টেকশহরডটকমকে জানান, বাংলাদেশে এখুনি পেপ্যাল আসছে না। তবে সব ধরণের প্রচেষ্টা চলছে। এখন জুম বাংলাদেশে আসছে।

পেপ্যাল চলতি জুলাই মাসের শুরুতে জুমকে ৮৯০ মিলিয়ন ডলারে কিনে নেয়। যদিও হাত বদল প্রক্রিয়াটি পুরোপুরি শেষ হতে এ বছর কেটে যাবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জুম ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে টাকা পাঠানো, বিল দেয়া, মোবাইল ফোনের টকটাইম কেনাসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে। বর্তমানে পৃথিবীর ৩৭টি দেশে এ প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে ১৬৫ মিলিয়ন মানুষ পেপ্যাল ব্যবহার করে থাকে। পেপ্যালের মাধ্যমে বিশ্বের ১৯৩ টি দেশে অর্থ লেনদেন করা যায়

Level 0

আমি মোঃ মানিক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

zoom diye ki krbo, dhur…..

thanx……….

পেপাল বাংলাদেশে আসবে, আমি পেপাল এর কাছে মেসেজ দিয়ে ছিলাম দেখেন তারা কি উত্তর দিয়েছে।
Hello there,
Thank you for contacting us via Facebook. We appreciate your interest in using PayPal. We are constantly expanding our services but for various reasons PayPal is currently not available in your location. We will be sure to update our website with any changes going forward. Thank you for your understanding,

Carlos