পেপাল এবার বাংলাদেশে আসবেই আর সেটা আপনার অবদানেই।(এই বুঝি এসে গেল)

ভাল লিখতে পারি না তবুও…………
Aমরাই পারবো বাংলাদেশে পেপাল আনতে । এক্সদি আনতে চান দয়া করে লেখাটা কপি করে পেপাল এর ফেসবুক পেজে ম্যাসেজ দিন। (ইমেইল ঠিকানা খুজে পেলামনা)

পেপাল এর মাধ্যমে যা যা করতে পারবেন :

১। আনলাইনে নিরাপদে শপিং করতে পারবেন।
২।বিদেশে টাকা লেন-দেন সহজ হবে।
৩।অনলাইনে আয়ের টাকা সহজে পাবেন।
৪।ডোমেইন হোস্টিং কিনতে পারবেন।
ইত্যাদি………………

তাই বলছি নিচের লেখাটা কপি করে পেপাল এর ফেসবুক পেজে ম্যাসেজ দিন।এতে হয়তো তাদের মনে বাংলাদেশের কথা স্মরণ হবে।
আর হ্যা ম্যাসেজ দেয়া হয়ে গেলে কমেন্ট করুন DONE লিখে।

ফেসবুক পেজ লিংকঃ PayPal Facebook Page

বাংলায়:

প্রথমেই বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম জানাই বিশ্বের সবচেয়ে বড় অর্থ নেন-দেনকারী প্রতিষ্ঠান PayPal কে।

আমি বাংলাদেশ থেকে বলছি।আজ সারাদুনিয়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে। মানুষ জীবিকা হিসেবেও বেছে নিচ্ছে অনলাইনকে। আমাদের এই বাংলাদেশও পিছিয়ে নেই। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার তরুণ অনলাইনে কাজ করছে। আয়ও করছে কিছু টাকা।কিন্ত বড় সমস্যা সেই টাকা দেশে আনতে পারছে না। কারণ সুবিধাজনক কোন মাধ্যম নেই। ফলে তাদের হতাশ করছে এই প্রযুক্তি।

কিছুদিন আগেও বাংলাদেশের মানুষ ভাবছিল এই বুঝি paypal. বাংলাদেশে এলো। গুণতে থাকলো অপেক্ষার প্রহর ।কিন্ত কই paypal আর এলো না।

তাই paypal এর কাছে বাংলাদেশে এর পক্ষ থেকে অনুরোধ বাংলাদেশে paypal দিন।

বংলাদেশও দুনিয়াকে দেখাতে চায় নতুন কিছু।আপনাদের সাহায্য পেলে বাংলার ছেলেরাও দেখিয়ে দেবে।

আবার বলছি বাংলাদেশে paypal চাই।

English:

At first on behalf of Bangladesh,
welcome the world’s largest internet
payment company Paypal. We are
from Bangladesh. Today all over the
world keep pace with technology.
People are choosing online as their
profession. Our country is also on
this way. Everyday thousands of
young people are working online and
earning money too. As we know most
of the online payment is depending
on Paypal. But as a matter of fact we
don’t get our payment only for the
reason of not having any easy way
like Paypal. That’s why we are
getting frustrated.
People have been waiting for Paypal
from last several years. So we are
requesting to Paypal, please give
access to join Paypal from
Bangladesh.
We Bangladeshi want to show
something new & creative to the
world and we need your help.

Thanks in Advance

Level 0

আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই english লেখা টা একটু check করেন। বাংলা আর english এক হয়ে গেছে।

    Level 0

    @নাহিদুল ইসলাম নয়ন:
    *
    Message দিলে এইটা Copy Paste করে দেন।
    আর পারলে পোস্ট এ এইটা Update করে দেন।
    *
    ****************
    At first on behalf of Bangladesh, welcome the world’s largest internet payment company Paypal. We are from Bangladesh. Today all over the world keep pace with technology. People are choosing online as their profession. Our country is also on this way. Everyday thousands of young people are working online and earning money too. As we know most of the online payment is depending on Paypal. But as a matter of fact we don’t get our payment only for the reason of not having any easy way like Paypal. That’s why we are getting frustrated.

    People have been waiting for Paypal from last several years. So we are requesting to Paypal, please give access to join Paypal from Bangladesh.

    We Bangladeshi want to show something new & creative to the world and we need your help.

    Thanks in Advance
    *****************************************************

dorkar nai paypal asar. tuner vai mona hoy paypl ar somporka oggo dispute marla amoo jaba sala oo jab payoner use koran skrill use koran neteller use koran 100% secure. ame chai pp jano jibonaoo na asa .

    Level 2

    @Arup baidya: কেন ভাই কোন কোন মার্কেট প্লেস পেপাল বাদে হয়না তখন ?

Level New

Done

Level New

উদ্যোগটা ভাল। কিন্তু ইংরেজীতে যা লিখেছেন তা হয়ত আপনি ভালভাবে পড়েন নি। ইংরেজী লিখায় অনেক ভুল।

Google translator দিয়ে ইংলিশে অনুবাদ করছেন নাকি?

@ফ্রীওয়্যার সিজান ঠিক বলছেন।এটাই করছি। সামনে পরীক্ষা তাই তাড়াতাড়ি করে এইটা করছি।

    @রাকিব হাসান: আপনি ভাই ফাইজলামু করার জায়গা পান না নাকি ? আপনি পেপাল কে মেসেজ দেওয়ার জন্য মেসেজ রেডি করলেন ঠিক আছে কিন্তু মেসেজ টাতে অনেক ভেজাল English টাতে, আর এই রকম ভেজাল ওয়ালা মেসেজ যদি আমরা সেন্ড করি তাদের কাছে তাহলে তারা আমাদের এই মেসেজ দেখে কি মনে করবে ? তাদের Mind কি বলবে এইটা একটু ভেবে দেখেছেন ? আমার মনে হয় যে আপনাদের মতনি কিছু মানুষ এর কারনে দেশ আজ ডোবার পথে !
    আপনার সময় নাই ঠিক আছে তাহলে এই ধরনের উদ্যোগ নেওয়ার কোন প্রশ্নই আসেনা তো
    আমি কিন্তু কিন্তু খারাপ কিছু বলিনাই ভাল থাকবেন !

Level 0

এই মেসেজ দেখলে পেপাল বাংলাদেশেই আসবে না

টেকটিউন্স আগে ছিল শিক্ষার জায়গা আর এখন দেখতেছি মিরাক্কেল এর স্টেজ 😛

আপনার সামনে পরিক্ষা আর আপনি এখন পেপাল নিয়ে ব্যাস্ত কেন ? পরিক্ষার টেনশানে ইংলিশ ট্রান্সলেট করতে পারেন নাই আর এত বড় পোষ্ট লিখে ফেলেছেন , পুরাই লুলায়িত অবস্থা ।

যাহোক এগুলা করে আর লাভ নেই , এগুলা অনেক আগে শুরু করা হয়ে ছিল , পেয়াপ্ল স্রেফ জানিয়ে দিয়েছএ কচিহু পলিসি চেইঞ্জ না করলে ওরা বাংলাদেশে আসবে না , গভট এর ব্যাপার স্যাপার আছে, পারলে পেপাল কে না ধরে বিডি গভট কে ধরুন । যদিও এক দিক থেকে পেপাল আসলে যেমন সুবিধে আমার অন্য সাইডে দেশের জন্য ক্ষতিকর বটে ।

ভাই এতো বিনুধন লইয়া আপনারা ঘুমান কেম্নে ? :v

@khairul sobuj: স্প্যাম টিউমেন্ট করার জন্য আপনার টিউনার আইডি স্থগিত করা হবে। স্প্যাম টিউমেন্ট বন্ধ করুন।