পেপাল একাউন্ট নিয়ে কিছু কথা আসাকরি সবাই লিখাটি পরবে

আমি অনেক দিন থেকে ভাবছি যে এই পেপাল নিয়ে কিছু কথা লিখবো কিন্তু সময় করে পারিনি।তাই মনটাকে আর ধরে রাখতে পারিনি।তাই লিখতে সুরু করলাম।

বর্তমানে এমন কোন অনলাইন পেমেন্ট অপশন নাই যেখানে পেপাল এড করা নাই।আপনি কোন ডোমেইন কিনতে যান পেপাল একাউন্ট লাগবে,হস্টিং কিনতে যান পেপাল একাউন্ট লাগব, অনলাইন এ কোন সফটইয়ার কিনতে জান পেপাল লাগবে,দেখা যাই এমন কোন জায়গা নাই যেখানে পেপাল ছাড়া চল্বে।

এবার বলি ডিজিটাল বাংলাদেশ এর কথা

বর্তমান সরকার বলছে যে এই দেশকে ডিজিটাল করবে ,ওইদিকে সুনলাম নাকি ৭ দিনের  ট্রেনিং করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবে ।আমরা বছরের পর বছর কাজ করে মাসে ৩০ হাজার বা ৪০ হাজার টাকা ইনকাম করতে পারিনা আর ওরা বলছে ৭ দিনের ট্রেনিং করে এতো টাকা কামাবে। তাহলে আমরা কি গাধা ছারা কিছুই না ওদের কাছে।আবার এইতো কিছুদিন আগে সুনলাম বাংলাদেশের  ব্যাংক এ ডলার ট্রান্সফার করবে না মানিবুকারস।এই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ এর অবস্থা।

এবার মুল কথাই আসি বর্তমানে বাংলাদেশে ফ্রিলান্সার এর সংখা দিন দিন বারছে। তবে বর্তমানে সকল ফ্রিলান্সার এর ১ টাই সমস্যা হল কাজ করে টাকা ঠিকমত হাতে পাওয়া।কিন্তু বাংলাদশে অনলাইন পেমেন্ট মাথোড বলতে কয় একটা অপশন চালু আছে। তবে সেগুলো আবার ভাল ভাল মারকেট প্লেসে চালু নাই আবার জেগুল চালু আছে সেগুলোতে আবার টাকা উঠাতে আবার অনেক টাকা কাটে জা সবার পক্ষে ব্যাবহার করা সম্ভব হচ্ছে না।অনেকে আবার সেগুলো ব্যাবহার করার জন্য অনলাইন এ আবেদন করলে সে ব্যাংক এর কার্ড ঠিকমত আমাদের হাতে আসেনা  না আসার মুল কারন হল আমাদের পোস্ট অফিস এর সার্ভিস ভাল না।তাহলে আমরা কিভাবে অনলাইন এ কাজ করবো।আবার কোন ভাবে যদি অনলাইনের মাধ্যমে কোন  ডলার আনা হয় সেটা সেল করার,আর এক ঝামে লা ঝামেলার কারন হচ্ছে আমাদের দেশ এ ডলার চোর এর অভাব নায় তারা ডলার চুরি করার জন্য বিভিন্ন ফাদ পেতে আছে কিভাবে মানুষের ডলার চুরি করা যায়।তাহলে এখন আপনারায় বলেন আমরা এখন কোন পথে যাবো। এতো কিছু বিবেচোনা করে দেখা যায় বাংলাদেশে পেপাল ছাড়া এক মুহুর্তো চলা যায় না।

এবার বলি গুগোল আদসেন্স এর কথাঃ-

এক সময় বাংলাদেশে  আদসেন্স থেকে টাকা পেতাম চেক এর মাধ্যমে।গুগোল এর কাছে অনেকবার আমাদের সমস্যার কথা তুলে ধরার পর গুগোল আমাদের এখন সরাসরি ব্যাংক এ টাকা দেয়।এরপর দেখা গেল যে প্রতি ট্রাবস্ফার এ গুগোল ২৫ ডলার করে কেটে নিচ্ছে।আমরা সকলে এটার বাপারে বিভিন্ন কথা গুগোল এর কাছে তুলে ধরলে গুগোল আমাদের এটা ও মাফ করে দেয় গুগোল আর ২৫ ডলার  করে কাটে না।

তাহলে কিভাবে আমরা বাংলাদেশে পেপাল পেতে পারি ?

আমরা ঠিক সেইভাবে পেপাল এর কাছে আবেদন করলে হয়তো বাংলাদেশে পেপাল নিয়া আস্তে পারবো।পেপাল এর জন্য চারিদিকে আমাদের সমস্যার কথা তুলে ধরতে হবে আমরা যদি সবাই এক হয় তাহলে আসাকরা যায় যে বাংলাদেশে পেপাল নিয়ে আসা যাবে।পেপাল এর সাপোর্ট এ আমাদের সমস্যার কথা তুলে ধরতে হবে সবাইকে ইমেল করতে হবে তাহলে আসা করা যায় যে বাংলাদেশে পেপাল আস্তে পারে।

আমি জানিনা আমার লিখা কতটুকু ভাল হয়েছে লিখাই ভুল হলে ক্ষমা করবেন

সময় পেলে আমার সাইট ঘুরে আস্তে পারেন Results.com.bd

Level 1

আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

1st of All Thank You Brother! After All We re Living in Fucking Country! That’s All!

Level 0

আপনাকে ধন্যবাদ সবাইকে পুনরায় সচেতন করার জন্য। সবাই বারবার চেষ্টা করলেই যদি সরকারের কানে পানি যায়।

ami ekmot achi…….
Paypal na thakay ami je koto somosshar moddhe achi….
Allah Taalha jane….

Amar Ei sorkarer kachi dabi…. Paypal chai….
kivabe anbe seta jani na……..

    @আমি বুঝি না: Apni k j apnar kotha sarkar sonbe? na na ata amar kotha na, jara desh rule kortece ata tader kotha(tader mon mansikata)!

Level 0

“King can do no Wrong”

Level 0

পেপালের কাছে আবেদন করলে কোন কাজই হবেনা,
বাংলাদেশের আইনী জটিলতার কারনে পেপাল বাংলাদেশে আসতে পারবেনা।

বস পেপাল একাওন্ট খুল কেমনে.. এটার ওপর একটা বিস্তারিত পোস্ট করুন

পেপাল একাউন্ট দেশে না আসা নিয়ে সবসময়ইতো লেখালেখি হয়ে আসছে আর হচ্ছে। এই লেখালেখি দিয়ে কি কাজ হবে? মোটেও না। সরকার এই লেখাগুলোর কথা জানছেও না, আর জানলেও লেখাকে পাত্তা দেয়ার মত সরকার আমাদের কখনোই ছিলোনা…আমাদের ফ্রিলান্সাররা সবাই মিলে আরো বড় পদক্ষেপ নিতে পারলে সম্ভবত টনক নড়বে সরকারের।

ভাই বর্তমানে কি verified paypal account খোলার কোন উপায় আছে ????

@ দীপ্ত পাল verified paypal account লাগলে আমি ব্যাবস্তা করে দিতে পারবো

    Level 0

    @সবুজ আলী:
    হ্যালো সবুজ ভাই, আমার একটি পেপাল অ্যাকাউন্ট আছে, কিন্তু ভেরিফাই করা নাই এখন ভেরিফাই করতে চাই। Pls help me, now have not verify with payoneer master card.

Level 0

প্রধান সমস্যা হল বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম ।এটাতে অনেক উল্টা পাল্টা নীতি আছে ।যার কারনে বিশ্বের ১৯০ টা দেশে পেপাল থাকলেও বাংলাদেশে নাই ।