পেপাল সম্পর্কিত বাংলাদেশি ব্যবহারকারিদের কিছু প্রশ্নের উত্তর

পেপাল বাংলাদেশ এ এই বছরের শেষের দিকে আসার কথা। আসুক বা না আসুক পেপাল আমাদের ব্যবহার করতে হবে অনেক কারনেই। কারণ গুলো নিশ্চয় জানা সবার তাই আর বললাম না।

এইবার আসি বাংলাদেশ এবং অন্যান্য নন সাপোর্টটেড পেপাল দেশগুলোর ব্যবহারকারিদের কিছু প্রশ্ন এবং  উত্তরে –

১) পেপাল কি বাংলাদেশে আছে বা সাপোর্ট করে ?

উত্তরঃ না, তবে পেপাল আসছে।

২) আমার দেশ যদি পেপাল সাপোর্ট না করে তাহলে কি আমি পেপাল ব্যাবহার করতে পারবো ?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। সীমিত আকারে এবং বিভিন্ন সীমাবদ্দতার মাঝে পেপাল ব্যবহার করা যাবে।

৩) পেপাল অ্যাকাউন্ট খোলার সময় দেখি আমার দেশ লিস্ট এ নাই, এখন আমি কোন দেশ সিলেক্ট করবো ?

উত্তরঃ দেশ হিসাবে আপনি যেকোনো দেশ সিলেক্ট করতে পারেন। তবে এইখানে কিছু কথা আছে। যদি আপনি বাংলাদেশ এর মত অসমরতিত দেশ থেকে হয়ে থাকেন তাহলে পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। এইজন্য দেশ একটি বড় বিষয়। এর যদি ভেরিফিকেশন ছাড়াই পেপাল ব্যবহার করতে চান তাহলে যে সকল দেশ ভেরিফিকেশন ছাড়াই পেপাল ব্যাবহার করতে অনুমতি দেই (যেমন – ফ্রান্স) টা সিলেক্ট করতে পারবেন।

৪) পেপাল ভেরিফিকেশন কি, কিভাবে করতে হয় ?

উত্তরঃ এটি একটি ভেরিফিকেশন প্রসেস যা পেপাল এর সম্পূর্ণ বা বেসিক ফাংশনগুলো ব্যাবহারের জন্য প্রয়োজন। ভেরিফিকেশনএর জন্য সাধারণত পেপাল অ্যাকাউন্ট এর সাতে ব্যাবহারকারীর ক্রেডিট কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হয়।

৫) কিভাবে আমি একটি ভেরিফাইড পেপাল পেতে পারি ?

উত্তরঃ আপনার যদি কোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পেপাল সাপোর্টটেড কান্ট্রি তে থেকে থাকেন তাহলে তার আপনার জন্য একটি পেপাল অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে দিতে পারবেন।  এছাড়া অনলাইনে ভার্চুয়াল ক্রেডিট কার্ড কিনতে পাওয়া যাই।। যা ব্যাবহার করে ও আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তবে প্রতারক থেকে সাবধান।

৬) বাংলাদেশ কেন পেপাল সাপোর্ট করে না ?

উত্তরঃ শুধু বাংলাদেশই না যেসব দেশ অনলাইন মানি ট্রান্সফার সাপোর্ট করে না সেসব দেশে পেপাল নাই।

৭) পেপাল এর বিকল্প পেমেন্ট সিস্টেম গুলো কি কি ?

উত্তরঃ পেপাল এর বিকল্প পেমেন্ট সিস্টেম যা বাংলাদেশ সাপোর্ট করে সেগুলো হল – মানিবুকারস, অ্যালারটপে/পাইজা, লিবার্টি রিজারব, ই-গোল্ড, ওয়েবমানিসহ আরও কিছু সিস্টেম।

৮) আমি কি পেপাল থেকে পেপাল এর বিকল্প সিস্টেমে অর্থ লেনদেন করতে পারবো ?

উত্তরঃ না, সরাসরি পারবেন না। তবে অনলাইনে কিছু কারেঞ্ছি একচেঞ্জার আছে যারা এক সিস্টেমের কারেঞ্চি নিয়ে আপনার চাহিদা মতো কারেঞ্চি সরবরাহ করে থাকে তাঁদের মাধ্যমে পারবেন।

৯) Payoneer – এর US Payment Service কি ?

উত্তরঃ এটি একটি ভার্চুয়াল ব্যাংক সার্ভিস, যা ব্যাবহার করে আপনি যুক্তরাষ্ট্রের যে কোন কোম্পানি থেকে সরাসরি পেমেন্ট নিতে পারবেন এবং Payoneer  মাষ্টার কার্ড ব্যাবহার করে অর্থ উথলন করতে পারবেন।  এটি দিয়ে পেপাল অ্যাকাউন্ট ও ভেরিফাই করা যাই।

১০) Payoneer – এর US Payment Service কিভাবে পাব ?

উত্তরঃ আপনার যদি একটি Payoneer মাষ্টার কার্ড থাকে তাহলে Payoneer কাস্তমার সাপোর্টের সাতে যোগাযোগ করে US Payment Service এর জন্য আবেদন করুন।

সব শেষে  একটা কথাই বলতে চাই – আমরা বাংলাদেশিরা কোনরকম ঝামেলা ছাড়াই পেপাল ব্যাবহার করতে চাই।

ধন্যবাদ সবাইকে। সূত্র - সি নিউজ, আপনার ডিল ডট কম, টেকিনিউজ২৪.কম

Level 0

আমি জিশান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Technology - I am loving it.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub shundor post

কাজের জিনিস। ভাই আমাকে একটা জানালে উপক্রিত হইতাম amazon.com থেকে কিভাবে শপিং কর্তে হয়? আর বাংলাদেশে পন্ন আশেকি না বা কতদিন লাগে ? দয়া করে জানালে উপকৃত হব

Level 0

পেপাল কবে আসছে

    Level 0

    @Md Abir: সব শেষে একটা কথাই বলতে চাই – আমরা বাংলাদেশিরা কোনরকম ঝামেলা ছাড়াই পেপাল ব্যাবহার করতে চাই

Level 0

@http://www.cheapvcc.biz: ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়ে ভেরিফাই করার পর ও আমার অ্যাকাউন্ট লিমিটেড, ভেরিফাইড বাট লিমিটেড, কাজের কাজ কিছু ই হল না। নিজ কান্ট্রি তে আসা না পর্জন্ত ফাউ ফাউ গুতা গুতি করে লাভ নাই…

আমার একাউন্ট লিমিট করে দিছে, ১৮২ ডলার আছে। USA ভেরিফাইড ছিল, etrade দিয়ে করানো। এখন এটা উইথড্র করার কুনু ম্যাথড আছে ??

Level 0

সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

আমার মনে হয়না যে পেপাল ছাড়া আমরা চলতে পারব না। পেপালের অনেক বিকল্প রয়েছে। সবচেয়ে ভাল হল পেওনিয়ার মাস্টারকার্ড। পেওনিয়ার মাস্টারকার্ড থাকলে আপনি দুনিয়ার যেকোনো সাইট থেকে শপিং করতে পারবেন। আর বাংলাদেশে পেপাল চালু হলেও শুধু উইথড্র করতে পারবেন। আপনার পেপালে মানি দরকার হলে ফান্ড করতে পারবেন না।

আর যেটা ২-১ পর পরই অ্যাকাউন্ট লক করে দেয়, ভেরিফাই করতে বলে বারবার, সেটা ব্যবহার না করাই ভাল। অনেক ভাল সাইট এবং ফরেক্স ব্রোকার এখন পেপাল থেকে সরে আসছে।

vaio: পেপাল সাপোর্ট করে এমন অনেক দেশ আছে যারা তাদের রিয়েল ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করেছে কিন্তু দেখা গেছে একাউন্ট ও লিমিট হইছে ।লিমিট হওয়ার পিছনে অনেক কারন আছে অনেকে এগুলো জানা নাই সেজন্য এই অবস্খা….

@Ruhul Amin: জি ভাই, আমাজন.কম দিয়ে বাংলাদেশ এ শপিং করা যাই। আপনার শুধু বাংলাদেশী যে কোন ব্যাংক এর একটা ক্রেডিট কার্ড লাগবে যেটা ইউএসডি ট্র্যান্সযেক্সসন সাপোর্ট করে। পণ্য শিপিং এবং ডেলিবারির টাইম লাইন অর্ডার দেয়ার পর ওয়েবসাইট এ আপনাকে দিয়ে দিবে। বাংলাদেশ এ সাধারনত FEDEX, DHL, UPS etc. ডেলিবারির কাজটা করে থাকে।

আমার ইমেইল এড্রেসঃ [email protected]

paypal aser jonno wait kora valo..
http://www.networkfun.net

Level 0

পেপাল কবে আসছে……..?

IP change or onno country er ip dekhle paypal limit kore dibe, ami malaysia er paypal account use kore still 2 year working good, domain hosting shopping er kaje use kortesei kaj o korse valo,

amio paypal vcc ai site theke kinese http://cheapvcc.biz/index.php?route=common/home