আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করছে। যেমন: আর্টিকেল লিখে, ডিজিটাল মার্কেটিং, সার্ভে করে, ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করে ইত্যাদি। বিদেশি বিভিন্ন সাইটে ইংরেজিতে আর্টিকেল লিখে অনেকে মাসে ২০০ থেকে ৫০০ ডলার বা এর বেশিও আয় করছে। তবে আজকে আমি আপনাদের এমন এক সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনারা প্রতি মাসে অন্তত ৩০০ থেকে ২০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন অনায়াসেই। এই সাইটটির নাম হলো G2.com
এই সাইটটি মূলত বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে। অর্থাৎ কোন সফটওয়্যার কোম্পানি যখন তাদের সফটওয়্যার বা অ্যাপস মার্কেটে পাবলিশ করে এবং তারপরে গ্রাহক অ্যাপসটি ব্যবহার করে কেমন অভিজ্ঞতা পেয়েছে সেই সম্পর্কে এই সাইটটি তথ্য সংগ্রহ করে থাকে। পরবর্তীতে সেই অ্যাপস সম্পর্কে গ্রাহকের মন্তব্য গুলো ওই সফটওয়্যার কোম্পানির নিকট প্রকাশ করে। এভাবে তারা তাদের ব্যবসা পরিচালনা করে। এখানে যদি আপনি কোন একটি সফটওয়্যার সম্পর্কে রিভিউ লিখেন এবং আপনার লেখা রিভিউ যদি ইউনিক বা সম্পূর্ণ কপি পেস্ট মুক্ত হয় তাহলে পাবেন ১০ ডলার। এখানে আপনি প্রতিদিন সর্বোচ্চ আটটি রিভিউ লিখতে পারবেন। আপনার প্রতিটি রিভিউ যদি কপি পেস্ট মুক্ত হয় তাহলে প্রতিদিন ৮০ ডলার পাবেন খুব সহজেই এবং মাসে পাবেন=৮০×৩০=২৪০০ ডলার। আর ২৪০০ ডলার মানে বাংলাদেশি টাকায় কত হয় সেটা আপনিই হিসাব করে দেখুন।
এই সাইট থেকে পেমেন্ট পাওয়ার মেথডগুলো হলো পেপাল, পেওনিয়ার, বিটকয়েন এবং গিফট কার্ড। বাংলাদেশ থেকে পেওনিয়ার ও বিটকয়েনে পেমেন্ট নেয়া যায় খুব সহজেই।
এখন এই সাইটে কিভাবে একাউন্ট করে কাজ শুরু করবেন সেটা সম্পর্কে আলোচনা করি প্রথমে যে কোন একটি ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করবেন G2.com
এখন সর্বপ্রথম যে সাইট আসবে সেটাতে ক্লিক করুন। এরপর উপরে দেখবেন Sign up লেখা আছে সেটাতে ক্লিক করুন। এখন এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন যেমন: লিংকডইন, ফেসবুক, জিমেইল এবং বিজনেস ইমেইল। এখন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে, সেটা হলো আপনার যদি লিংকডইন অ্যাকাউন্ট কমপক্ষে এক বছরের পুরাতন হয় তাহলেই শুধুমাত্র লিংকডইন দিয়ে এখানে একাউন্ট তৈরি করতে পারবেন অন্যথায় হবে না। আর বাকি যে অপশন আছে ফেসবুক ও জিমেইল সেটা দিয়ে খুব সহজেই এখানে একাউন্ট খুলতে পারবেন। এখন “Continue as Google” এ ক্লিক করলে আপনার মোবাইলে থাকা জিমেইলগুলো দেখাবে। ওখান থেকে আপনার পছন্দমত একটা সিলেক্ট করুন। ব্যাস, আপনার একাউন্ট খোলা হয়ে গেলো। এখন আপনার জিমেইলে একটা ইমেইল যাবে এবং ওখানে একাউন্ট কনফার্মেশন লিংক থাকবে। লিংকে ক্লিক করে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিবেন। এখন আপনার প্রোফাইল সেটাপ করতে হবে। এজন্য উপরে বাম দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করুন। এখানে আপনার ছবি, নাম, মোবাইল নম্বর ও ঠিকানা সঠিকভাবে দিয়ে সাবমিট করুন।
তারপর মেইন মেনুতে গিয়ে দেখবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির সফটওয়্যার আছে। আপনার পছন্দ মতো যে কোন একটি ক্যাটাগরি সিলেক্ট করুন তারপর আপনি যেকোনো একটি সফটওয়্যার বা অ্যাপস সিলেক্ট করুন। এখন আপনারা হয়তো ভাবছেন যে এই অ্যাপস সম্পর্কে তো আমি কিছুই জানিনা তাহলে রিভিউ লিখবো কিভাবে? এই আর্টিকেলেই আমি আপনাদের একটি গোপনীয় টিপস শিখিয়ে দিবো, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ কপি পেস্টমুক্ত একটি সুন্দর রিভিউ লিখতে পারবেন। তো আপনি আপনার পছন্দমতো যে কোন একটি অ্যাপসে ক্লিক করবেন এবং সাথে সাথে দেখতে পাবেন আপনাকে এই অ্যাপস সম্পর্কে কিছু প্রশ্ন করা হচ্ছে। এখানে সাধারণত ২৫টি প্রশ্ন থাকে। এখন আপনি প্রত্যেকটি প্রশ্ন কপি করবেন এবং সেগুলোকে ChatGPT-তে এসে পেস্ট করে উত্তর জেনে নিবেন। কিন্তু চ্যাট জিপিটি থেকে আপনি যে উত্তর পাবেন সেটা যদি ওই প্রশ্নের উত্তর বক্সে হুবহু পেস্ট করে দেন তাহলে কিন্তু G2 কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ব্যান করে দিবে। এজন্য আপনি যেটা করবেন সেটা হলো গুগলে এসে Spinbot লিখে সার্চ করবেন। তারপর প্রথমে যে সাইটটি আসবে সেটাতে যাবেন এরপর আপনি চ্যাট জিপিটি থেকে যে উত্তরটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে Basic Spin-এ ক্লিক করবেন। তাহলে আপনার কাঙ্খিত উত্তরটি Rewrite হয়ে যাবে। এখন নতুন যে উত্তরটি পাবেন সেটা কপি করে সাইটে এসে উত্তর বক্সে পেস্ট করে দিবেন। এভাবে বাকি প্রশ্নগুলোর উত্তর একইভাবে দিয়ে সাবমিট করবেন। এরপর এই অ্যাপস সম্পর্কে ফাইভ স্টার রিভিউ দিবেন ওখানে এবং নিচে লেখা থাকবে অ্যাপস সম্পর্কে আপনার সারাংশ মতামত দিতে। তাহলে আপনি আবারও চ্যাট জিপিটিতে এসে ওই অ্যাপসের summary জানতে চাইবেন। তারপর চ্যাট জিপিটি থেকে প্রাপ্ত উত্তরটি আগের নিয়মে রি-রাইট করে জমা দিবেন এবং Review Done-এ ক্লিক করবেন। এভাবে আপনি একটি অ্যাপসের রিভিউ শেষ করবেন। আপনার একাউন্টে যখন ১০০ ডলার হয়ে যাবে তখন সাথে সাথে উইথড্র নিতে পারবেন। এই সাইটটি ২০১৫ সাল থেকে পেমেন্ট দিয়ে আসছে। তাই এটি খুব বিশ্বস্ত সাইট। আমার শেখানো পদ্ধতিতে কাজ করলে ১০০% পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ্। তো এখন আর দেরি না করে সাইটটিতে কাজ শুরু করে দিন তাড়াতাড়ি। আর এরকম নিত্যনতুন অনলাইনে ইনকাম সাইটের খবর পেতে হলে টেকটিউনসের সাথেই থাকুন। ধন্যবাদ
আমি যুবায়ের হোসেন। দ্বাদশ শ্রেণী, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ, কুষ্টিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 14 টিউনারকে ফলো করি।
আমি যুবায়ের হোসেন । ছোটবেলা থেকেই আমার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জানার প্রবল আগ্রহ । টেকনোলজি বিষয়ে নিজে যতটুকু জানি তা অপরের নিকট জানানোর চেষ্টা করি ।