আমি অনেক দিন যাবৎ অনলাইনে কাজ করার চেস্টা করে আসছি, কিন্তু এখন পযন্ত কোন কাজ করে টাকা ইনকাম করতে পারি নি। অনেক ইউটিউব গ্লোগল সাইট এর কাজ দেখেছি কিন্তু বেশির ভাগই ভূয়া সাইট। অনেক ইউটিউবেরা আছে যারা তাদের নিজেদের ইনকাম এর জন্য ভিডিও তৈরি করে থাকে। আসলে সাইট এর কাজ সঠিক ভাবে হয় কিনা তারা তা দেখে না।
তারা ভিডিও তৈরি করে এবং মানুষদের কে বোকা বানিয়ে নিজেরা ইউটিউব থেকে টাকা ইনকাম করে থাকে। যেমন অনেক Earnings App আছে যারা Industrial ADs দেখে টাকা ইনকাম হয়। ইউটিউবেরা বলে Per Day ১০০০ টাকা ইনকাম হয়। মনে হয় তাদের বাবার জমি বিক্রি করে টাকা দিবে। আমি এসব অনেক সাইট এ কাজ করেছি মূলত ১০ টা ADs আসে আর ইনকাম হয় ১-২ টাকা। বাকি ৯৯৮ টাকা ই নাই। এই হল এখন মানুষের অবস্তা।
আবার তারা Referral Link দিয়ে দেয়। যার কারনে তাদের ইনকাম হয়। কিন্তু যারা কাজ করে তারা ইনকাম করতে পারে না। ১-২ টাকা ইনকাম হয় যা একটি সিগারেট এর টাকা ও না।
তাই আমি সবাইকে বলছি যে ধোকাবাজ ইউটিউবার থেকে সাবধান থাকবেন।
আমি বোরহান উদদীন পাটওয়ারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।