ছবি আকা, গান, টিউসন, ফটোগ্রাফি, ইবুক ইত্যাদির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন

Level 3
কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম

হ্যালো টেকটিউনার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?আশাকরি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের সকলের দোয়ায়।

আমাদের অনেকেরই কোন না কোন দিক দিয়ে প্রতিভা লুকায়িত আছে। কেউ হয়তো গান গাইতে পারেন। আবার কেউ হয়তো ছবি আঁকতে পারেন। আবার কেউ হয়তো ফটোগ্রাফি করতে পারেন ভালোভাবে। আবার কেউ হয়তো টিউশন করতে পারেন। আবার অনেকেরই হয়তো নিজস্ব বুটিক হাউস আছে, যা আপনারা সেল করার কোন ওয়েবসাইট খুঁজে পান না। শুধু বুটিক হাউজ কেন অনেক ধরনের পণ্য বাংলাদেশে আছে যা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন। আমার আজকের টিউনটি তাদের জন্য, যারা ছবি আঁকতে পারেন বা ফটোগ্রাফি করতে পারেন, বা ভাল টিউশন করার দক্ষতা আছে এমন। আবার হয়তো অনেকেরই নিজস্ব পণ্য আছে যা দ্বারা আপনারা সেল করে উপকৃত হতে পারবেন। এই সমস্ত কিছুর জন্য আপনার শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

 

১.  টিউশন :

আপনার হয়তোবা স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীদের পড়ানোর দক্ষতা আছে কিন্তু আপনি টিউশন খুঁজে পাচ্ছেন না। আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছেন টিউশন করানোর জন্য। কিন্তু এর জন্য আপনার টাকা দিতে হয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য।
আমি যদি বলি ফ্রিতে ওয়েবসাইটের মাধ্যমে টিউশন পেতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে ঐ সমস্ত ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে ফ্রিতে। এর জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না। প্রথম যে ওয়েবসাইটটির নাম বলবো সেটি হচ্ছে tutorsheba.com।
নিচের স্ক্রিনশট ফলো করুন।

 

এরপরের ওয়েবসাইটটির নাম হল
http://www.tutionbd.org
নিচে দেওয়া স্ক্রিনশটটি ফলো করে সাইন আপ করুন।

 

 

এখানে আপনারা আপনাদের আইডি খুলে রেখে কত টাকার মধ্যে পড়াতে চান, কি বিষয় পড়াতে চান, তা উল্লেখ করবেন। এছাড়া টিউশনের জন্য আবেদন করতে পারবেন।

 

২.  ছবি আঁকা ও ভালো ফটোগ্রাফিঃ

এখন আসা যাক যারা ছবি আঁকেন ও ভালো ফটোগ্রাফি করতে পারেন। তারা নিম্নে উল্লেখিত ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করে আইডি খুলে রাখতে পারেন। নিচের স্ক্রিনশট ফলো করুন। এখানে আপনারা আপনাদের হাতে আঁকা ছবি, রং তুলি দিয়ে আঁকা ছবি বা ফটোগ্রাফি আপলোড করে টাকার পরিমাণ দিয়ে দিবেন। buyer রা আপনার থেকে কিনে নিলে আপনারা টাকা পেয়ে যাবেন। ওয়েবসাইট টির নাম হল gallerybangladesh.com

 

৩. লেখালেখি করাঃ

এরপর আসা যাক যারা লেখালেখি করতে পছন্দ করেন। মনে করুন আপনি ফিজিক্সে দক্ষ তাহলে ফিজিক্স নিয়ে একটি ই-বুক বানাবেন পিডিএফ আকারে। কেমিস্ট্রি, সায়েন্স ফিকশন, মেডিকেল, ধর্মীয় বই, পলিটিকাল বই, কমিকস, গল্পের বই, ম্যাগাজিন, খেলাধুলা, ম্যাগাজিন, কবিতা কম্পিউটার বা ইন্টারনেট সম্পর্কিত লেখা বই ইত্যাদি নানা রকম ই-বুক বানিয়ে পিডিএফ আকারে তা http://www.booksfactory.com.bd
এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে নিন। তারপর আপনার লেখা ই-বুকগুলো সেল করুন। সেল হলে টাকা জমা হবে এবং তা withdraw করতে পারবেন। নিচে উল্লেখিত স্ক্রিনশট ফলো করে রেজিস্ট্রেশন করে আইডি খুলে আজকেই শুরু করে দেন ইবুক লেখা।

 

৪. গানঃ

এরপরের ওয়েবসাইটটি হল যারা গান কম্পোজ করতে পারেন, আপনি একাউষ্টিক গিটার দিয়ে গান করে mp3 আকারে তা নিম্নে উল্লেখিত ওয়েবসাইটে আপলোড করুন। সবচেয়ে ভালো হয় প্রফেশনাল সিঙ্গার দের মত গান কম্পোজ করা। গান সম্পূর্ণ আপনার নিজস্ব হতে হবে, নিজস্ব লিরিকের হতে হবে।
নিম্নে উল্লেখিত স্ক্রিনশট ফলো করে সাইন আপ করে রেজিস্ট্রেশন করুন এবং গান কম্পোজ করে আপলোড করে টাকা ইনকাম করুন। ওয়েবসাইটের নাম হল tunecore.com


৫. পণ্য বিক্রি করাঃ

সবাই বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স সাইট দারাজ সম্পর্কে ভালোভাবেই জানে। এখানে আপনি সেলার একাউন্ট খুলে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন।

নিচে সেলার একাউন্ট এর লিংক দেওয়া হল।

https://m.sellercenter.daraz.com.bd/m/seller/login?redirect_url=https%3A%2F%2Fsellercenter.daraz.com.bd%2f

 

 

 

এই লিংকে ক্লিক করে আপনার সেলার একাউন্ট খুলে নিন। এইখানে আপনার প্রোডাক্ট গুলোর ছবি খুব সুন্দর ভাবে তুলে আপলোড করবেন এবং কম পরিমাণ দাম দিবেন, যাতে কাস্টমাররা আপনার থেকে বেশি পরিমাণে প্রোডাক্টগুলো নেই এবং রিভিউ দেয়।

পরিশেষে বলা যায় যে, দক্ষতা মেধা, শ্রম দিলে আপনি সফল হবেন। আর টাকা ইনকাম করতে পারবেন খুব সহজ ভাবে। এই ইন্টারনেটের যুগে খুব সহজে এখন টাকা আয় করা যায়। কিন্তু আমরা আমাদের স্কিলের অভাবে এবং আমাদের অলসতার জন্য আমরা সফলভাবে টাকা আয় করতে পারিনা। যাই হোক আজকের টিউনটি কেমন লাগলো তা টিউমেন্ট করে জানিয়ে দিবেন এবং জোস করবেন।
আবার দেখা হবে পরবর্তী কোন টিউন নিয়ে। আজ এ পর্যন্ত। ধন্যবাদ।

 

 

Level 3

আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস