পড়াশোনার পাশাপাশি বাড়তি ইনকামের ৬টি উপায়

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

স্টুডেন্ট থাকাকালিন সবাই কম বেশি আর্থিক সমস্যার সম্মুখীন হই আবার অনেক সময় ব্যক্তিগত কারনে অনেকেই বাড়তি কিছু ইনকাম করতে চায়। আজকের ব্লগে তাদের জন্যই অফলাইন এবং অনলাইন মিক্সড ৬ টি বাড়তি ইনকামের উপায় জানবো। হয়ত অনেকেই এই উপায় গুলো জানেন আবার অনেকেই জেনেও খুব বেশি গুরুত্ব দেন না অবহেলা করেন।

১। পার্ট টাইম চাকরিঃ আপনি চাইলে আজই আপনার আশেপাশে আবস্থানরত বিভিন্ন অফিস বা কর্পোরেট ফার্মে খোঁজ নিয়ে দেখতে পারেন যে তারা কোনো পার্ট টাইমের জন্য লোক নিচ্ছে কিনা। আপনি যদি নিজে গিয়ে খোঁজ না নেন তাহলে আপনি কখনোই কোনো অফিসে বা কোম্পানিতে পার্ট টাইমার হিসেবে যোগ দিতে পারবেন না কারন স্বাভাবিক ভাবে কখনো কোনো বড় প্রতিষ্ঠান পার্ট টাইম চাকরির জন্য সেভাবে বিজ্ঞাপণ প্রচার করে না।

২। ভিডিও তৈরিঃ আপনার কাছে যদি কোনো এন্ড্রইয়েট মোবাইল বা ক্যামেরা থাকে তাহলে আপনি চাইলে খুব সহজে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও বানিয়ে ইনকাম করার সবথেকে বড় প্লাটফর্ম হচ্ছে ইউটিউব এছাড়া আপনি চাইলে ফেসবুক পেজের মাধ্যমেও ইনকাম করতে পারেন। যেকোন বিষয়ের উপর আপনি ভিডিও বানাতে পারেন যেমন এডুকেশনাল টিউটোরিয়াল, ডেইলি ব্লগ, রান্নার রেসিপি ইত্যাদি তবে অবশ্যই চেষ্টা করবেন ইউনিক ভিডিও বানানোর তাতে করে ভিউ বেশি হবার সম্ভাবনা থাকে।

৩। কোচিং ক্লাস করানোঃ আপনার এলাকায় আপনি নিজে বা কয়েকজন বন্ধু মিলে কোচিং সেন্টার খুলতে পারেন। যেখানে আপনি নিজের পড়াশোনার পাশাপাশি ছোট ক্লাসের ছাত্র-ছাত্রীদের পড়িয়ে বেশ ভালো বাড়তি কিছু ইনকাম করতে পারবেন।

৪। ফ্রি-ল্যান্সিংঃ আপনি যদি শিক্ষার্থী হয়ে কিছু সময় অনলাইনে কাজ করে ইনকাম করতে চান তাহলে ফ্রি-ল্যান্সিং আপনার জন্য। তবে ফ্রি-ল্যান্সিং এর বেশ কিছু দিক আছে তার মধ্যে কয়েকটা সাইটে আপনি প্রফেশনাল না হলে কাজ করতে পারবেন না, কিন্ত আবার এমন কিছু সাইটও রয়েছে যেখানে কাজের জন্য তেমন কোনো এক্সপেরিয়েন্স এর প্রয়োজন হয়না। যেমন microworker, picoworker, clickworker। এসব সাইটে আপনারা ছোট ছোট কাজ করে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে পারবেন।

৫। আর্টিকেল লেখাঃ আপনি যদি লেখা লেখি করতে ভালোবাসেন তাহলে সেটাকে আপনার পার্ট টাইম চাকরি হিসেবে করতে পারেন। বাংলা বা ইংরেজি যেকোনো একটি ভাষায় যদি আপনি ভালো দক্ষ হন তাহলে আজ থেকেই লেখা-লেখি শুরু করে দিতে পারেন। বাংলা আর্টিকেল লেখার জন্য আমার সবথেকে পছন্দের সাইট হচ্ছে techtune, এখানে আপনি খুব সহজেই বাংলা ব্লগ লিখে ইনকাম করতে পারবেন।

৬। অনলাইন বিজনেসঃ বর্তমানে অনলাইনে বিজনেস করা বেশ সফলজনক হয়ে উঠেছে। আপনি চাইলে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে সামান্য কিছু পুজি দিয়েই শুরু করতে পারেন এটি। অনলাইনে আপনি যদি একজন বিশ্বস্ত বিক্রেতা হয়ে উঠতে পারেন তবে পরবর্তিতে এটা থেকেই আপনি বড় ব্যবসা দাড় করাতে পারবেন।

উপরে উল্লেখিত ৬ টি উপায়ের মধ্যে যেকোনোটি আপনার পছন্দ হলে এখনি শুরু করে দিতে পারেন, মনে রাখবেন বসে থেকে কখনোই লাখপতি হওয়া যায় না। তার জন্যে আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে।

Level 1

আমি রফিক মেহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস