ফরেক্সের হিডেন ট্রুথ লস থেকে বাচুন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

অনেকদিন পর টেকটিউনস এ লগ ইন করছি। একটা সময় গেছে টেকটিউনস এ একদিন আসতে না পারলে ভাল লাগতো না। ২০১১ তে এখানে ফরেক্স নিয়ে আমি আমার প্রথম লেখা পাবলিসড করি। আমার আজকের লেখাটা অ্যাডভান্স লেভেলের ফরেক্স ট্রেডার দের জন্য।

আমার দৃষ্টিতে ফরেক্স ট্রেডার ডাক্তার ইঞ্জিনিয়ার দের থেকেও দামী একটা প্রফেশন। ওয়াল স্ট্রিট সম্পর্কে যাদের ভাল জ্ঞান আছে তারা আমার সাথে একমত হবেন। ফরেক্স এর স্টাডি আজীবন ধরে করতে হয়। জানার কোন শেষ নাই, শেখার কোন ফুল স্টপ নাই। কিন্তু আমাদের দেশের ট্রেডার রা কেন ব্যর্থ।

আপনি ততটুকুই জানেন যা গুগল ও ইউটিউবে শেখানো হয়।

আপনি ততটুকুই জানেন যা বেবি পিপস এ শেখানো হয়।

বিগ ব্যাংক বা শার্ক রা চায় আপনি ওগুলোই জানুন আর ধরা খান

ভুল শিক্ষা ছড়িয়ে দেয়া হয়েছে, এ কারণেই এ মার্কেটে ৯৫% রিটেইল ট্রেডাররা লস করে।

ভাল স্কিল থাকলে ফরেক্স করার জন্য 10 ডলার ই যথেষ্ট। অথচ হাজার হাজার ডলার ইনভেস্ট করেও আমরা একাউন্ট টিকিয়ে রাখতে পারি না।

শার্ক রা চায় আপনি লস করুন। তারা আপনার টাকা নিয়ে যাবে। আপনাকে শেখানো হইছে ফান্ডামেন্টাল নিউজ ভাল হলেই আপনি ওই কারেন্সির পক্ষে বাই দিবেন। আপনি বাই দিলেন আর বিপদে পড়লেন। উল্টা ভাবে আপনি সেল দিলেও লস এ যাবেন। স্টপ লস দেবেন সেটাও হিট হবে। এই গোলক ধাঁধায় পড়ে আপনি লস খেতেই থাকবেন। এসব নিউজ পাবলিশ হয় আমাদের বিপদে ফেলানোর জন্য। অন্যভাবে বললে বড় মাছ গুলা আসে ছোট মাছ খেতে। টেকনিকাল এনালাইসিস এর ব্যাপারেও দেখবেন মার্কেট রুলস না মেনে উল্টা দিকে যাচ্ছে। ধর্ম অনুযায়ী এক সময় সঠিক দিকে মুভ করলেও ততক্ষনে আপনার ব্যালেন্স নাই।

আপনাদের দোয়ায় এসব লেভেল অতিক্রম করে এসেছি। সৌভাগ্য হয়েছে ফরেক্স এর উপর খুব খুব দামী একটা ইন্টারন্যাশনাল কোর্স কমপ্লিট করার। তারপরও প্রতিদিন ষ্টাডি করি। আল্লাহর রহমতে ফরেক্স এর কনসেপ্ট আমার কাছে এখন ক্লিয়ার।

সবার জন্য এডভাইস হল ট্রেড করবেন দিনে 30 মিনিট। স্টাডি করুন 8 ঘণ্টা। ইন্টারনেটে বেসিক ছাড়া কিছুই পাবেন না। ওই বেসিক এর সাথে বিভিন্ন টাইম ফ্রেমের চার্ট মেলান। নিউজ ইভেন্ট গুলা কভার করুন। নিউজ এর টাইমে স্রোত কিভাবে আসলো আর কতদূর ভাসালো খেয়াল করুন। চার্ট কে শর্ট টাইম ফ্রেম এ ফাইন্ড আউট করুন। বিভিন্ন নিউজ সাইট এর এক্সপার্ট এনালাইসিস অ্যাভয়েড করুন। লস ট্রেড ক্যারি করবেন না। প্রফিট ট্রেড ও ক্যারি করবেন না। কারণ এক ই জায়গা বার বার রিটেস্ট করে।

সর্বোপরি বলবো স্টাডির কোন বিকল্প নাই। যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুত হয়েই সবাই যায়।

বেসিক এডুকেশন এ বলে টেকনিকাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলি সেন্টিমেন্টাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ণ। আশাকরি আমার এই টিউনটি আপনাদের ভাল লাগবে।

 

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় শারাফাত হোসেন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য https://tknk.io/fKJN লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

ভাই ২০১১ সালে আপনার পোস্ট পড়েই আমি forex trading শুরু করে ছিলাম।কিন্ত আজ ও আমি Success হতে পারি নাই।আপনি যে ধাপগুলো বললেন সবই আমার সাথেও ঘটেছে।কিন্ত লস খেয়েও হাল ছাড়ি নাই।এখনো study করি ফরেক্স নিয়ে।কতটাকা যে লস খেয়েছি,,,হাজার হাজার ডলার চলে গেছে।চাকরি করে কিছু টাকা জমাতাম আবার লস খেতাম।এখনো লস খাই।কিন্ত ট্রেড করা ছাড়তে পারলাম না।অনেকটা নেশার মতো।এখনো ট্রেড করি আর লস খাই।