বাংলা ব্লগ লিখে টাকা আয় করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। ব্লগ থেকে টাকা আয় করা সম্বভ এবং প্রমানিত একটি অনলাইনে টাকা আয়ের উপায়।
যদিও ব্লগিং বিষয়টা নিয়ে আমাদের দেশে এখনও অনেক কম লোক জানেন। এখন অনেক নতুনদের ব্যাপক আগ্রহ থাকা সত্বেও তারা বিভিন্ন দ্বিধায় ভুগছেন।
ব্লগ থেকে অনেক উপায়ে টাকা আয় করা যায়। তার কিছু উপায় সম্পর্কে এখানে আপনাদের জানাবো। বন্ধুরা ব্লগিং একটি মুক্ত পেশা।
একসময় লোকেরা নিজের শখের বশে ব্লগ লিখতেন। তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, বর্তমানে এমন অনেক লোক রয়েছেন যারা ব্লগ লিখা বা ব্লগিং কে পেশা হিসেবে নিয়েছেন।
ব্লগিং করে অনলাইন থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন অনেকে। আপনি আপনার ব্লগে যত বেশি পরিমান ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনার আয়ের সম্ভাবনা তত বেশি।
তবে আপনারা যারা এফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তাদের কে বলছি আপনার পণ্যের জন্য টার্গেট অডিয়েন্স অল্পসংখ্যক হলেও আপনি বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবেন প্রতিমাসে, তবে এটি কিছু বিষয়ের উপর নির্ভর করে।
ব্লগ কি?
ব্লগ মানে হচ্ছে আপনার ব্যক্তিগত একটি ডায়েরি। তবে পূর্বে ব্যক্তিগত মত প্রকাশের জন্য লোকেরা ব্লগ লিখে থাকলেও বর্তমানে ব্লগ থেকে টাকা আয় করার জন্য লোকেরা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং করছে।
যেমন আপনি যেই ব্লগটি পড়ছেন এটি একটি বাংলায় টেক রিলেটেড ব্লগ, যেখানে বাংলা ভাষায় টেক বিষয়ে বিভিন্ন জ্ঞান শেয়ার করা হয়।
হাজার হাজার টেক রিলেটেড ব্লগার রয়েছে যারা প্রতিদিন এখানে ব্লগ লিখে যাচ্ছেন লোকেদের জানাচ্ছেন বিভিন্ন বিষয় সম্পর্কে বাংলা ভাষায়।
ব্লগিং কি?
আবার আপনি সহজ ভাষায় বললে বতে পারেন ব্লগিং মানে আপনার ব্লগে নতুন টিউন যোগ করা। মূলত প্রথমে আপনি একটি ব্লগ তৈরি করবেন, আপনার পছন্দের বিষয়ে ওই ব্লগে আপনার পছন্দের বিষয়গুলো লেখালেখি করবেন।
আমি বলতে চাচ্ছি যে আপনি যদি কোন বিষয় সম্পর্কে জেনে থাকেন, অথবা আপনি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে আপনি সেগুলি আপনার ডায়েরিতে বা যেকোন ব্লগ বা ওয়েবসাইটে লিখতে পারেন। শুধু এই লেখার প্রক্রিয়াকে ব্লগিং বলা হয়।
ব্লগ কত প্রকার ও কি কি?
সেই সাথে আপনাদের জানাতে চাচ্ছি ব্লগ ব্লগিং জানার পর আপনার জানা প্রয়োজন ব্লগ কত প্রকার ও কি কি।
একেকজনের ইচ্ছা একই বিষয়ে লেখালেখি করার তার ধারাবাহিকতায় বিভিন্ন প্রকার ব্লগ চলে এসেছে বর্তমানে।
যেমন পার্সোনাল ব্লগ, ফুড ব্লগ, টেক ব্লগ, ফিন্যান্স ব্লগ, ট্রাভেল ব্লগ, মোটিভেশন ব্লগ ইত্যাদি। আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে আপনার নিজস্ব ব্লগ তৈরি করতে পারেন।
ব্লগ লিখে টাকা আয় করার জন্য অনেকগুলি উপায় রয়েছে তবে বাংলা ব্লগাররা বেশিরভাগ ক্ষেত্রে গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন।
যেহেতু বাংলায় ব্লগিং করে এফিলিয়েট মার্কেটিংয়ের সম্ভাবনা খুবই কম তাই বেশিরভাগ বাংলা ব্লগার ইচ্ছা থাকে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা।
আপনি যদি একটি নিজের ব্লগ চালু করে টাকা আয় করতে চান, তবে অবশ্যই আপনাকে একটি ব্লগ মনিটাইজেশন পদ্ধতি বেছে নিতে হবে।
এছাড়াও অন্যের ব্লগে লিখতে লিখে টাকা আয় করতে চান তবে তাও সম্ভব বর্তমানে।
বাংলায় বিভিন্ন ব্লগ রয়েছে যারা নিজেদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সহ আরো অন্যান্য মনিটাইজেশন গুলো চালু করে রেখেছে এবং আয় করছে।
সেই সাথে তারা আপনাদের লেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।
লেখার মানের উপর ভিত্তি করে বিভিন্ন ব্লগ গুলো ব্লগারদেরকে টাকা প্রদান করে থাকে।
একেক ব্লগে টাকা প্রদান করার পদ্ধতি ভিন্ন ভিন্ন ধরনের, তাই আপনই যে এই ব্লগে লেখালেখি করার জন্য ইচ্ছুক ব্লগের নিয়ম-নীতি মেনে আপনি তাদের সাথে কাজ করতে পারেন।
এছাড়াও আপনি একটি নিজের ব্যক্তিগত ব্লগ চালু করে কি কি উপায়ে টাকা আয় করতে পারেন ওই বিষয়গুলো নিচে এক নজরে দেখে নিন।
ব্লগ লিখে টাকা আয় করার জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে। আপনি যদি ইংরেজি ভাল জানেন তবে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে কনটেন্ট রাইটার হিসেবে জয়েন করতে পারবেন।
তবে আপনি যেহেতু এই পোস্টটি পড়েছেন আমরা মনে করে নিচ্ছি আপনার বাংলা ব্লগিং করার ইচ্ছা এবং আপনারা বাংলা লেখা লেখি করে অনলাইন থেকে টাকা আয় করতে চাচ্ছেন তাই আপনাকে নিচে কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে।
আপনি যেই ব্লগটি পড়ছেন (https://www.techtunes.io/) এই ব্লগেও আপনি লেখালেখির মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
1. Google AdSense (গুগল অ্যাডসেন্স)
গুগল এর সাথে সরাসরি কাজ করতে চাইলে গুগলের নিয়ম মেনে আপনি ব্লগ টিউন লিখতে হবে। ব্লগ টিউন গুলো গুগলের নিয়ম-নীতি মেনে চললে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন।
গুগল অ্যাডসেন্সে গুগল অনুমোদিত বিজ্ঞাপণ নেটওয়ার্ক।
সঠিক নিয়মে কাজ করে মনিটাইজেশন পেয়ে গেলে আপনার ব্লগে গুগল দ্বারা বিজ্ঞাপণ প্রদর্শিত হবে এবং বিজ্ঞাপণের উপর ক্লিক করলে আপনি টাকা আয় করতে পারবেন।
গুগল এডসেন্স ছাড়াও আরও জনপ্রিয় এড নেটওয়ার্ক রয়েছে আপনি চাইলে সেগুলো জয়েন করতে পারেন। ব্লগ মনিটাইজেশন করার জন্য এই দুটি বিজ্ঞাপণ নেটওয়ার্ক খুবই জনপ্রিয়:
2. Affiliate marketing (অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়)
বাংলা ব্লগ সাইটগুলোতে এফিলিয়েট মার্কেটিং থেকে টাকা আয় করার সম্ভাবনা কম। তবে বর্তমানে কিছু কোম্পানি বাংলায় এফিলিয়েট মার্কেটিং পদ্ধতি প্রবর্তন করেছে।
আপনি চাইলে দারাজের এফিলিয়েট মার্কেটিং করতে পারেন, rokomari তে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
মনে রাখবেন এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন কোম্পানী বা নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়ে তাদের পণ্য সেল করা। আপনার লিংক থেকে আপনি যত বেশি পণ্য বিক্রয় করবেন আপনারা টাকা আয়ের সম্ভাবনা তত বেশি থাকবে।
এখানে আমি আপনাকে কিছু জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটপ্লেস সম্পর্কে বলেছি যে আপনি চাইলে যোগ দিতে পারেন:
3. Sponsored Post থেকে আয়
এছাড়াও আপনি পেইড রিভিউ বা স্পনসর করা টিউনের মাধ্যমে নিজের জন্য অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন। এটা নির্ভর করে আপনার ব্লগ কতটা বড়, এটিতে বিষয়ে লেখা হচ্ছে, এটি কতটা জনপ্রিয়, এর ট্রাফিক আসে কেমন ইত্যাদি।
আপনার কাছে এই সমস্ত পরিসংখ্যান যত ভালো থাকবে, প্রতিটি স্পনসর করা টিউনের জন্য আপনি তত বেশি টাকা চার্জ করতে পারবেন।
4. Direct Advertisement থেকে আয়
এটা সত্য যে Google AdSense বর্তমানে ব্লগারদের জন্য সেরা বিজ্ঞাপণের প্রোগ্রাম, কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এবং সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল আপনি প্রতি ক্লিকে যে মূল্য পাবেন তা খুবি কম।
এমন পরিস্থিতিতে, আপনি যদি কোন কোম্পানি থেকে সরাসরি বিজ্ঞাপণ পান, তবে আপনি কিছু অ্যাডসেন্স ইউনিটের জায়গায় সরাসরি বিজ্ঞাপণ স্থাপন করে ভাল অর্থ উপার্জন করতে পারেন।
আপনার ব্লগ জনপ্রিয় হলে এবং ব্লগে ভালো পরিমাণ ভিজিটর থাকলে সরাসরি বিজ্ঞাপণের জন্য খুব ভালো কোম্পানির সাথে যোগাযোগ করুন।
5. নিজ ব্লগের মাধ্যমে সার্ভিস বিক্রি
এছাড়াও আপনি আপনার ব্লগের মাধ্যমে আপনার নিজস্ব সার্ভিস বিক্রি করে টাকা আয় করতে পারেন।
আপনি আপনার লেখায ই-বুক সেল করতে পারেন, আপনি যদি ব্লগের এসইও, কনটেন্ট রাইটিং, অন্ড প্লেসমেন্ট সম্পর্কিত বিষয় গুলো ভাল জানেন, এগুলো আপনি লোকেদের সার্ভিস হিসেবে প্রদান করে টাকা আয় করতে পারেন।
উপসংহার,
আশাকরি, আপনি জানতে পেরেছেন বাংলা ব্লগ থেকে কিভাবে টাকা আয় করা যায়। ব্লগ লিখে টাকা আয় করার উপায় সম্পর্কে আপনার আরও জানার থাকলে আমাদের টিউমেন্ট করে জানান।
আমি মোঃ আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Telecom Offer and Mobile banking and all about online earning all knowledge in Bangla. https://digitaltuch.com/