ফেসবুক পেজ মনিটাইজ
ফেসবুকের মাধ্যমে অনলাইনে ইনকাম করার উপায় সমূহের মধ্যে ফেসবুক পেজ মনিটাইজ করে ইনকাম অন্যতম। এখনো যদি আপনার মনে প্রশ্ন থাকে যে ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় তাহলে উত্তরে প্রথম বলবো ফেসবুক পেজ মনিটাইজের কথা।

ফেসবুক পেজ মনিটাইজ কি? ফেসবুক পেজ তো আমরা সকলেই চিনি। আর মনিটাইজ এর অর্থ হলো নগদীকরণ। সহজ কথাই বলতে গেলে কন্টেন্ট এর বিনিময় অর্থ নেওয়া বা অনলাইন ইনকাম করা। যেকোন স্টুডেন্ট অনলাইন ইনকাম করতে চাইলে ফেসবুক পেজ মনিটাইজের মাধ্যমে করতে পারেন। এটি ভালো একটি ইনকাম করার উপায়
ফেসবুক পেজ মনিটাইজে কিভাবে টাকা আয় করা যায়?
ফেসবুক মনিটাইজে অ্যাডস এর মাধ্যমে ইনকাম হবে। আপনি যদি আপনার পেজ মনিটািইজ করেন নেন তাহলে তারা আপনার কন্টেন্ট এ তাদের অ্যড্স পাবলিশ করবে এবং বিনিময়ে আপনি আপনার ভাগের টাকা পাবেন।

ধরুন আপনার পেজে আপনি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিওর মধ্যে অ্যড শো হবে যেমন করে ইউটিউব ভিডিও তে মনিটাইজ করা ভিডিও গুলোতে অ্যড শো হয়। এর মাধ্যমেই মূলত আপনার টাকা ইনকাম হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয়? এটা সম্পূর্ন নির্ভর করে আপনি কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন কিংবা নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন কি না?

সব সময় মনে রাখবেন কন্টেন্ট ইজ কিং।
ফেসবুক পেজ মনিটাইজ সমূহ

  • ইনষ্ট্যান্ট আর্টিকেল অ্যাড
  • ইন ইস্ট্রিম অ্যাড্স
  • ব্র্যান্ড কোলাব্রেশন বা পেইড পার্টনারশিপ।

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে এই তিনটি বিষয় আলাদা আলাদা ভাবে আলোচনা করা হবে যাতে করে প্রতিটি বিষয় বুঝতে পারেন। এতে করে  ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? বিষয়টি খুব সহজ ও সুন্দর ভাবে আপনার বোধগম্য হবে এবং বুঝতেও পারবেন।

ইনষ্ট্যান্ট আর্টিকেল অ্যাড/ অনলাইনে আয় করার সহজ উপায়

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? এই প্রশ্নের প্রথম উত্তর হলো ইনষ্ট্যান্ড আর্টিকেল অ্যাড এর মাধ্যমে ফেসবুকে খুব ভালোভাবে টাকা আয় করা যায়। বলতে পারেন অনলাইনে আয় করার সহজ উপায় এটি।

এখন আপনাকে জানতে হবে ইনষ্ট্যান্ট আর্টিকেল অ্যাড কি? আপনি আপনার পেজে যেই আর্টিকেল গুলো লিখছেন সেই আর্টিকেল এর মধ্যে যেই অ্যাড্স শো হবে সেই টা হলো ইনষ্ট্যান্ড আর্টিকেল অ্যাড এবং অনলাইনে আয় করার সহজ উপায়।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে ইনষ্ট্যান্ট আর্টিকেল অ্যাড্স 

ফেসবুক পেজ ম্যানাজেমেন্ট সিষ্টেম থেকে অথবা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনার পেজ মনিটাইজ করাতে হবে।
ইনষ্ট্যান্ট আর্টিকেল মনিটাইজের জন্য প্রযোজ্য বিষয়গুলো

  • আপনার গ্রুপের কোয়ালিটি ভালো হতে হবে। ভালো কন্টেন্ট, ভালো মানের লোগো, এবং কপিরাইট কোন বিষয় বস্তু থাকলে চলবে না।
  • আপনার পেজে যদি কোন ওয়েব সাইট এর লিঙ্কিং করা থাকে তাহলে সেই ওয়েব সাইটটি যেন অবশ্যই লাইভ থাকে। আর ওয়েব সাইটের লিঙ্ক গুলোও লাইভ থাকতে হবে।
  • ফেসবুক ইনষ্ট্যান্ট আর্টিকেল পলিসি এর বিরুদ্ধে যেন আপনার পেজটি না যায়। তাহলেও আপনি মনিটাইজ পাবেন না।

ফেসবুক ইনষ্ট্যান্ট আর্টিকেল পলিসি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

ইনষ্ট্যান্ট আর্টিকেল পলিসি

এই বিষয় গুলো থাকলে আপনি দ্রুত ইনষ্ট্যান্ট আর্টিকেল এপ্রুভ পাবেন। এখন দেখাবো কিভাবে এপ্রুভ করাবেন। ইনষ্ট্যান্ট আর্টিকেল অ্যাড্স অনলায়নে আয় করার সহজ উপায় সমূহের একটি।

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় ইনষ্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে তার উত্তর সমাপ্ত হলো।

ইনষ্ট্যান্ট আর্টিকেল অ্যাড্স এর জন্য যেভাবে এপ্লাই করবেন

আপনার পেজে যদি ইনষ্ট্যান্ট আর্টিকেল পলিসি এর সাথে কোন সংঘর্ষ না থাকে অর্থাৎ কোন সমস্যা না থাকলে আপনার পেজের জন্য এপ্লাই করতে পারবেন। এর জন্য মনিটাইজেশন টুল্স এ ক্লিক করুন। এখান থেকে আপনার পেজ এলিজেবলটি চেক করুন। যদি পেজ এলিজেবল হয়ে থাকে তাহলে সেটআপে ক্লিক করুন।

বিস্তারিত পড়ুন এখানেঃ ফেসবুক থেকে টাকা ইনকাম।

Level 3

আমি ওমর সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস