মাইক্রোজব কাকে বলে? মোবাইলে কি মাইক্রোজব এর কাজ করা যায়? মাসে কত ইনকাম হয়?

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো বন্ধুরা, আপনারা যারা মোবাইলে ছোট ছোট কাজের মাধ্যমে ভালো পরিমান একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান তাদের জন্য এর চেয়ে ভালো কাজ হতেই পারে না। আর যারা সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকেন কোন কাজ নেই তারাও এই কাজ করতে পারেন। আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনারা লাভবান হবেন। চলুন শুরু করা যাক-

মাইক্রোজব কাকে বলে।

মাইক্রোজব হচ্ছে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা। আমরা যদি মাইক্রোজব শব্দকে ভেঙে বিশ্লেষণ করি তাহলে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট, আর জব শব্দের অর্থ চাকরি। সুতরাং মাইক্রোজব শব্দের অর্থ ছোট চাকরি। কিন্তু বন্ধুরা, আপনারা এটা ভাববেন না যে এই কাজটা ছোট বলে এতে টাকার পরিমান খুব কম। তাহলে আপনারা ভুল ভাবছেন।

মাইক্রোজবের কিছু উদাহরণ

মাইক্রোজব কাকে বলে এটা তো জেনে গেলেন। কিন্তু এই ছোট ছোট কাজ গুলো কি কি সেটা জেনে নেয়া দরকার নয় কি। নিশ্চয়ই দরকার আছে। কাজটা না জানলে কাজটা সঠিক ভাবে করতে পারবেন কি না তাও তো বলতে পারবেন না। আর বলতে না পারলে আপনারা সেই কাজে যাবেন কেন। আপনারা অন্য কাজ করবেন। মাইক্রোজবে খুব কঠিন কোন কাজ দেয়া হয় না। এখানে আপনাকে বলতে পারে এই ভিডিও টা ২ মিনিট দেখে আস, এই ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে আস, এই অ্যাপটি ডাউনলোড কর আপনাকে এই কাজ গুলোই করতে হবে। আশাকরি আপনার জন্য এই কাজটা খুব কঠিন হবে না। আর কঠিন হলেও কিছু করার নেই কারণ এটিই সবচেয়ে সহজ কাজ গুলোর মধ্য একটি। এর চেয়ে সহজ কাজ বলতে গেলে নেই। আর যদি সহজ কাজ পেয়েও যান। সেখানে গিয়ে দেখবেন যে অ্যামাউন্ট টা পাবেন সেটার পরিমান খুবই কম। এতই কম যে আপনার ডাটা খরচ এর টাকাই উঠাতে পারবেন না।

মাইক্রো করে মাসে কত ইনকাম হয়

মাইক্রোজব এর কাজ আপনি দুইভাবে করতে পারবেন। দেশি সাইটে কাজ করে ও বিদেশি সাইটে কাজ করে। সেটি সাইটে কাজ করে আপনি মাসে ৪০০০-৫০০০ টাকা ইনকাম করতে পারবেন। টাকা বিকাশে পেয়ে যাবেন। বিদেশি সাইট গুলোতে কাজ করলে মাসে এর ২গুন টাকাও পেতে পারেন। তবে টাকা গুলো উঠাতে অনেকে সমস্যায় পরেন। কিভাবে টাকা উঠাতে হয়, অনেকে সেটা জানে না। অনেকে সেটা জানলেও টাকা পেপাল বা পেওনিয়ার এর অ্যাকাউন্ট করা নেই তাই টাকা তুলতে পারে না। তাই বিদেশি সাইটে কাজ করার আগে সব গুলো জেনে কাজ করা উচিৎ। তারপর করা উচিৎ।

কাজ প্রতি কত টাকা ইনকাম হয়।

দেশি সাইট গুলোত কাজ করলে ০.০১৫$-.০০২$ পেতে পারেন বিদেশি সাইট গুলোতে টাকা ২গুন পেয়ে যাবেন।

মাইক্রো এর কাজ কি মোবাইলে করা যায়

মাইক্রোজব এর কাজ মোবাইলে করা যায়। তবে নেট স্পিড ভালো হতে হবে। নয়তো আপনিই বিরক্ত হবেন।

মাইক্রোজব এর কাজ কোথায় পাবো

নেটে সার্চ দিলে অনেক সাইট পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার আগের লিখা আর্টিকেল গুলো দেখে আসতে পারেন। সেই গুলোতে মাইক্রোজব এর সাইট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

আপনারা যারা বসে আছেন তারা চাইলে শুরু করে দিতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ,

Level 2

আমি বিপ্লব ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস