ডলার লেনদেনের বিশ্বস্ত কয়েকটি সাইট

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আমরা সবাই তো অনলাইনে ডলার নাড়াচাড়া করি, তাইনা?

কেউ সিপিএ মার্কেটিং, কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ বা আবার নানান ধরনের স্টোর দিয়ে থাকেন, যার থেকে উপার্জিত অর্থ ডলার হিসেবে নিজের আমানতে থাকে।

কিন্তু সেই ডলারকে আবার টাকায় পরিণত করতে গিয়েই পড়তে হয় বিভ্রান্তিতে। অনলাইনে শত সাইট/গ্রুপের ভিড়ে বিশ্বস্ত, নিরাপদ সাইট খুঁজে পাওয়াই যেন সোনার হরিণ।

আপনাদের সেই জঞ্জাল থেকে বাঁচাতেই আমার আজকের এই টিউন। এখানে আমি আপনাদের কয়েকটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো এগুলো থেকেই যথাসম্ভব ডলার ক্রয়-বিক্রয়ের চেষ্টা করবেন।

(১) USD2Cash.com - এই সাইটটি এককথায় অবিশ্বাস্য। এত ফাস্ট আর বন্ধুসুলভ সাপোর্ট আমি কোথাও পাই নি। এখানে NID ভেরিফাই ছাড়াই এক্সচেইঞ্জ করতে পারবেন। ৫/১০ মিনিটের মধ্যেই টাকা/ডলার পেয়ে যাবেন।

(২) DollarMela.com - এটি অনকে পুরানো একটি সাইট। অনেকদিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে। আমি সেই ২০১৮ সালে সিপিএ মার্কেটিং করে এখান থেকেই ডলার উইথড্র করতাম। সর্বনিম্ন ১ ডলার পর্যন্ত কেনাবেচা করা যায়। যেটা খুবই ভালো দিক।

(৩) Pay2Change.com - এই সাইটটিও ভালো এবং বিশ্বস্ত। আমি প্রায়ই উপরের ১, ২ নং সাইটে রিজার্ভ না থাকলে এখানে লেনদেন করি। একটু লেইটে দিলেও ভালোই সার্ভিস দেয়।

(৪) TdbseWallet.com - আরেকটি ভালো সাইট। তবে এটির ডিজাইন একদমই বাজে।  মানে একটু এলোমেলো লাগতে পারে। কিন্তু সার্ভিস ভালোই দেয়। রাত ১১ টার মধ্যে অফ হয়ে যায় এটা একটা খারাপ দিক। এডমিন মাঝে মাঝে ইন-একটিভ থাকে এটিও আপনাকে বিরক্ত করতে পারে।

(৫) BdPaid.io - এটিও একটি বিশ্বস্ত সাইট। , ৫/৬ বার করেছি ১০, ২০ ডলার করে। আলহামদুলিল্লাহ টাকা পেয়েছি ১৫ মিনিটে। তবে সবকিছু পাওয়া যায় না।

এই ছিল আমার বিগত ৪/৫ বছরে ডলার কেনা বেচা করার মেইন কয়েকটি সাইট। এর মধ্যে ১/২ নাম্বার সাইটকেই আমি প্রাধান্য দিবো। কারণ অনেক লেনদেন করেছি এসব সাইটে। আর বাকি সবগুলোতেই আমার করা হয়েছে মোটামুটি।

তো এই ছিল আমার আজকের টিউন। আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। আশাকরি সবাই নিরাপদে অনলাইনে লেনদেন করবেন। ধন্যবাদ।

Level 0

আমি ক্রিপ্টো বেইজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস