আমরা তো শখের বসে অনেকেই অনেক কিছু করি কিন্তু শখের পাশাপাশি বা শখ থেকেই যদি একটা ভাল পরিমান টাকা ইনকাম করা যায় তবে কেমন হয়? অবশ্যই মন্দ না!
আপনার যদি লেখালেখির স্কিল থাকে তবে আপনি ব্লগ বা আর্টিকেল লিখে আয় করতে পারবেন। আর যদি না থাকে তবুও পারবেন শুধু একটু ধৈর্য্য প্রয়োজন।
আপনি যদি সত্যিই আর্টিকেল লিখে আয় করতে চান তবে পুরোপুরি টিউন টা পড়ে নিন। এক টিউনে ব্লগের সমস্থ কিছু।
আর্টিকেল:
আর্টিকেল বা ব্লগ লেখা দুটোই একই কথা। আপনি চাইলেই একটা ওয়েবসাইট খুলে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ইউনিক ভাবে আর্টিকেল লিখতে এবং সাজাতে হবে।
কিভাবে লিখবেন ব্লগ?:
হ্যা কিভাবে লিখবেন? আপনিতো নেট দুনিয়ায় এক্টিভ তাইনা? যদি তাই হয়, তবে আপনার যে বিষয়গুলোর প্রতি বেশি বেশি ধারনা আছে সে বিষয়েই লিখতে পারেন। যেমন, টেক, নিউজ, এডুকেশন, গল্প, কবিতা ইত্যাদি।
আর্টিকেলের ধরন:
আপনি যেহেতু আর্টিকেল লিখে আর্নিং করতে চান সেহেতু আপনার আর্টিকেলের ধরন যেন সবার থেকে আলাদা এবং ইউনিক থাকে কারণ আপনার মেইন ফোকাস হচ্ছে আর্টিকেল লেখা। কারণ আপনার ইউনিক আর্টিকেলই পারে আপনার আয়ের সুযোগ করে দিতে।
কপি পেষ্ট আর্টিকেল:
মনে মনে চিন্তা করছেন বিভিন্ন যায়গা থেকে আর্টিকেল চুরি করবেন? বা কাট পেষ্ট করে রিরাইড বা এডিট করে নিবেন? তবে এখনি এই চিন্তা জেরে ফেলুন। মনে রাখবেন গুগল আপনার আমার চেয়ে বড় বাটপার।
কিভাবে শুরু করবেন?:
এখনি একটা ওয়েবসাইট খুলে ফেলুন, আর আজকে থেকেই লিখা শুরু করুন।
কি ভয় পাচ্ছেন? ওয়েবসাইট এখনি কিভাবে খুলবেন? হাহাহা।
আপনাকে গুগল অলরেডি ফ্রিতে ওয়েবসাইট খুলার সিস্টেম দিয়ে দিছে। ব্লগার.কম এ গিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিন। এর পর চাইলে ডোমেইন কিনে নিতে পারেন অথবা ব্লগারের ফ্রি ডোমেইনও ইউজ করতে পারবেন। তবে মনে রাখবেন আপনি যদি প্রফেশনাল ওয়েবসাইট মেকিং করতে চান তবে অবশ্যই একটি হাই কোয়ালিটি ডোমেন নিয়ে নিবেন। যেমন, . Com/.Net/.Xyz ইত্যাদি। যদি ওয়েবসাইট বানাতে না পারেন তবে ইউটিউব সার্চ করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন।
এখন প্রয়োজন আপনার প্রচুর পরিমান ভিজিটর। চিন্তা করবেন না, আপনার আর্টিকেল যদি মানসম্মত হয় তবে ভিজিটররা আপনাকে খুজবে। এছাড়া গুগল এসইও তো আছেই। ইউটিবে প্রচুর পরিমান SEO নিয়ে ভিডিও আছে দেখে নিবেন।
এরপর আপনার ওয়েবসাটে যখন পরিপূর্ণভাবে ভিজিটর আসবে তখন গুগল এডসেন্সে এপ্লাই করবেন, যদি আপনার আর্টিকেল এবং ওয়েবসাইটের সবকিছু ঠিকঠাক থাকে এরপর ১৪ দিনের মধ্যেই আপনার এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন।
তো গুগল আপনাকে এপ্রুভ করে নিলো, এখন আপনার এডসেন্সের এডগুলো আপনার ব্লগের বিভিন্ন যায়গায় বসিয়ে দিন, ব্যাস কাজ শেষ।
আপনি চাইলে প্রফেশনাল ব্লগার হিসেবে নিজের ক্যারিয়ার গোছাতে পারবেন।
মনে রাখবেন প্রথম অবস্থায় আপনাকে প্রচুর ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।
আপনার কাজের প্রতি ভালো লাগা শুরু করতে থাকুন ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার এমনিতেই গুছিয়ে যাবে।
প্রথম টিউন হয়েছে, এখানে
পরবর্তী তে কথা হবে অন্য কোন টপিক নিয়ে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আমি রাসেল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।